Latest Post

 রংপুর মেট্রো ডিবির অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


রংপুর অফিস

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক নেশা জাতীয় মাদকদ্রব্য ০২ কেজি শুকনো গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।


গতকাল(৮ ই নভেম্বর)গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারকাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, অতিঃ উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরীর কোতয়ালী ও তাজহাট থানা এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ০২ কেজি শুকনো গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।



 ১ম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) নাজমুল ইসলাম ও সঙ্গীয়  ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ আদর্শ ফার্মেসী নামক ঔষধের দোকানের সামনে থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।এসময় আসামী আব্দুল গফুর (৪৮) কে আটক করেন। সে রাজশাহী জেলার চার ঘাট থানার রাওথা গ্রামের  মৃত রহিম চৌধুরীর ছেলে।


 ২য় অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)  নাজমুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) গোলাম মোর্শেদ ও সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন চারতলা মোড়স্থ মৎসভবন এর সামনে শাপলা চত্তর হতে লালবাগগামী চলাচলের পাকা রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় কামরুল ইসলাম @ ওমর (২৬) নামে একজনকে আটক করেন। সে রংপুর মহানগরের কোতয়ালী থানার হাবিব নগর এলাকার আঃ জলিলের ছেলে।


 ৩য় অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) স্বপন কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর তাজহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ৩২ নং ওয়ার্ডস্থ  সরেয়ারতল বাহার সরদার ব্রীজের মাঝখানে চলাচলের পাকা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় সাগর মিয়া (২০) নামে একজনকে আটক করা হয়ে।সে রংপুর মহানগর তাজহাট থানার ৩২ নং ওয়ার্ড আশরাতপুর ঈদগাহ পাড়ার মৃত মোজাম্মেল মিয়ার ছেলে।


উক্ত অভিযানগুলোতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী ও তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়।

 


রংপুরে মেট্রো ডিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ আটক-২


রুবেল ইসলাম,রংপুর অফিস


রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক কোতয়ালী থানায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আলমগীর ও কাফি নামে ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।




শুক্রবার(২৯ শে অক্টোবর) দুপুড়ে  গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন সুরভী উদ্যানের পাশে ম্যাকডোনাল্ড ফুচকা হাউজের সামনে চলাচলের পাকা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়।


রংপুর মেট্রোপুলিশের ডিবি অফিসসূত্রে জানা যায়-রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোতালেব হোসেনের অপারেশন পরিকল্পনা ও নেতৃত্বে এসআই (নিঃ) স্বপন কুমার রায়, এএসআই (নিঃ) তৈবুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এতে রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডস্থ সুরভী উদ্যানের পাশে ম্যাকডোনাল্ড ফুচকা হাউজের সামনে চলাচলের পাকা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আলমগীর কবির @ শুভ (২০) কোতয়ালী থানার অর্ন্তভুক্ত ২৭ নং ওয়ার্ডের বনানী পাড়া চারতলা  মোড় এলাকার  আবু তৈয়ব @ সেতু মিয়ার পুত্র এবং অন্য আসামী আব্দুল কাফি (৩৪) মিয়া রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার অর্ন্তভুক্ত রংপুর সিটির ৯ নং ওর্য়াডের কাছনা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধিন একটি মামলা দায়ের করেন পুলিশ। 





 ৫ দিন পরে পীরগঞ্জ মাঝিপল্লীর উনুনে আগুন,পরিষদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী



রুবেল ইসলাম, রংপুর

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে বেশকিছু হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পযর্ন্ত ৫৮জনকে আটক করেছে জেলা পুলিশ।


গত রোববার(১৭ই অক্টোবর)  রাত ১০টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও হাতিবান্ধা গ্রামে অন্তত ২০টি বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।



হিন্দুপল্লীতে হামলা, ভাংচুর ও আগুন দেয়ার ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তবে গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় অজ্ঞাত ৫ শতাধিক আসামি করে ২টি মামলা করেছে পুলিশ। আটক করা হয়েছে ৫৮ জনকে। সেইসঙ্গে ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় অভিযুক্ত পরিতোষকে জয়পুরহাট থেকে আটক করেছে পুলিশ।


শনিবার(২৩ শে অক্টোবর)  সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরাকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় বিষয়ক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির বড়করিমপুর কসবা মাঝি পাড়ার ক্ষতিগ্রস্থ পরিবারের ঘরবাড়ী মেরামত ও সংস্কার কাজ পরিদর্শন করেন। ঘটনার ৫ দিন পরে নিজ বাড়ির উনুনে আগুন জ্বালিয়ে রান্নার কাজে ব্যস্ত গৃহবধূরা।


এ সময় ওই মন্ত্রনালয়ের সচিব মহসীন আলী,রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা এসপি বিপ্লব কুমার সরকার, পীনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, পীরগঞ্জ পৌরসভার মেয়র  ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম তাজিমুল ইসলাম শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


 হামলার আতঙ্কে উনুনে আগুন জ্বালিয়ে নিজ পরিবারের জন্য রান্না করছেন কনক বালা। তিনি বলেন-এতোদিন নিজ হাতে রান্না করতে পারেন নি তারা ব্যস্ত ছিলেন নিজের ঘরবাড়ি ঠিক করার। নিজের হাতে রান্না করে পরিবারসহ খাওয়ার আনন্দ প্রকাশ করেন তিনি। 


স্মাঝিপাড়ার সহিংসতার ঘটনার মূলহোতা র‍্যাবের হাতে গ্রেপ্তারের আগেই  সৈকত মণ্ডলকে ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে রংপুর মহানগর ছাত্রলীগ।

 সৈকত মণ্ডল কারমাইকেল কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন। শুক্রবার সৈকত ও রবিউলকে রংপুর থেকে আটক করে র‌্যাব। এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় ক্ষুব্ধ ছিলো সাধারণ নেতা-কর্মীরা।


গ্রেপ্তারের পর শনিবার (২৩ অক্টোবর) র‌্যাব সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে র‍্যাবের পক্ষ থেকে সৈকত মণ্ডলকে পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দু পল্লীতে সহিংসতার ঘটনায় অন্যতম হোতা হিসাবে দাবি করা হয়।



 

রংপুরে ৩২ বিএনসিসি’র তত্ত্বাধানে র‌্যালী


রংপুর অফিস

রংপুরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শর্তবার্ষিকী উদযাপন,স্বাধীনতার রজত জয়ন্তী,শেখ রাসেল দিবস ও কোভিড-১৯ উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।


সকাল নয়টায় র‌্যালীটি রংপুর কারমাইকেল কলেজ থেকে শুরু হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্কের মোড় থেকে কারমাইকেল কলেজে এসে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,মহাস্থান রেজিমেন্টের ভারপ্রাপ্ত রেজিমেন্ট


কমান্ডার মেজর শেখ শাহরিয়ার মোহাম্মাদ শাকিল,৩২ ও ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর গোলাম ছরওয়ার,বিএনসিসি অফিসার ও অন্যান্য কর্মকর্তা,সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ।

 

 

 


রংপুরে ডিবি কর্তৃক দেড় কেজি গাঁজা ও ৪০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার-৩


রুবেল ইসলাম,রংপুর\

রংপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)’পুলিশের মহানগরীর তাজহাট থানা এলাকায় ৩টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।



গতকাল সোমবার দিবাগত রাতব্যাপি উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় ও সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় মহানগরীর তাজহাট থানায় পৃথক পৃথক ৩টি অভিযান চালানো হয়।



মেট্রোপুলিশের ডিবি অফিসসূত্রে জানা যায়- প্রথম অভিযানে এসআই  বাবুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডস্থ ধৃত আসামী আফজাল হোসেন (৫৫)কে আটক করা হয়।সে বিনোদপুর গ্রামের  মৃত আব্দুল জব্বারের ছেলে। তার বসতবাড়ির আঙ্গিনায় হেফাজতে রাখা নেশা জাতীয় মাদকদ্রব্য ৫০০ (পাঁচশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।



দ্বিতীয় অভিযানে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই নাজমুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানাধীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের সামনে পার্কের মোড় থেকে লালবাগগামী চলাচলের পাকা রাস্তার উপর হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।এই সময় আসামী আবতাবুজ্জামান দাদুল (৪৪) কে আটক করে।সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার উত্তর বারাইপাড়া গ্রামের আঃ রহমান ছেলে।


তৃতীয় অভিযানে পুলিশ পরিদর্শক  ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই গোলাম মোর্শেদ এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ বটতলা বন্ধন পাড়া ধৃত আসামী লিটন মিয়া (৩০ কে আটক করা হয় সে তাজহাট থানার বটতলা বন্ধন পাড়া ওসমান গনির ছেলে।বসতবাড়ির ভিতর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


পৃথক পৃথক তিনটি অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়েছে।




 

রংপুরে ফেসবুক কমেন্টে ধর্ম অবমাননা মাঝিপল্লীতে আগুন,পুড়ল ঘরবাড়ি

 

 

 

রুবেল ইসলাম,রংপুর

রংপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কমেন্টে এক তরুণের ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে প্রায় ৩০টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।রাবার বুলেট ও টিয়ারশেল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।আগুন নেভাতে পীরগঞ্জ মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে

সনাতন ধর্মাবলীদের আত্তনার্দ


 

গতকাল রোববার মধ্যরাতে ঘটনা ঘটেছে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপল্লীতে।এ ঘটনায় বিস্মিত এলাকাবাসী। সেখানে অন্তত ৪০টি বাড়িঘর পুড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে

আগুনে পুড়ছে গ্রাম 


 

স্থানীয়রা জানায়- রোববার দুপুরের দিকে মাঝিপাড়ার এক তরুণের নামে ফেসবুকে একটি আইডি থেকে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে।ফেসবুকের একটি পোষ্টে বি এস প্রবাস সরকার নামে আইডি থেকে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে ও কাবাঘরে কুকুরের প্রসাব কমেন্ট করে। এরপর বিকেলে মাঝিপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্তরা। হামলাকারীরা একটি মন্দিরসহ ৬৫টি বাড়িতে ভাংচুর লুটপাট চালায়। পরে রাতে তারা অন্তত ৩০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে পীরগঞ্জ মিঠাপুর ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট কাজ করে

আগুনে পুড়ছে সবকিছু 


 

মাঝিপাড়ার এক বাসিন্দা বলেন, আমার বাড়ির সব জিনিসপত্র লুট হয়ে গেছে। আমার তিনটি গরু মারা গেছে আগুনে। পুলিশ এসেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে

বাড়িঘর ভাংচুর ও চুরি


 

সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ফেইসবুকে ওই গ্রামের এক হিন্দু তরুণধর্মীয় অবমাননাকরপোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে মোট ১৫-২০টি ঘর পুড়েছে

মন্দিরে আগুন


 

দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে শুরু সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে তা ছড়িয়েছিল চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে। এবার এর রেশ ছড়ালো রংপুরেও

 

এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ৪০ জনকে আটক করেছে জেলা পুলিশ।

 

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget