Latest Post

রংপুরে ভাড়াটিয়া সেজে ফেন্সিডিল ব্যবসার মূলহোতা স্বপন পুলিশের অভিযানে আটক

রংপুর ব্যুরো
রংপুরে বিভিন্ন বাসা বাড়িতে ভাড়াটিয়া সেজে মাদক ব্যবসার মূল হোতা স্বপন চন্দ্র গোস্বামী(৫২) নামে সমাজে বিত্তবান একজন ভদ্র মানুষ হিসাবে বসবাস করা মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। আটক করার সময় তার ভাড়াটিয়া বাসা থেকে ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

গত (০৩-০৯-২০২৩ইং) সন্ধ্যায় রংপুর মহানগরীর কোতয়ালী মেট্রো থানাধীন দক্ষিণ গুপ্তপাড়া এলাকাস্থ হাসান আব্দুর গোফরানের চারতলা ব্লিডিংয়ের নিচ তলায় গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পুলিশ।এসময় তার দখলীয় ২ কক্ষ বিশিষ্ট পূর্ব পার্শ্বের দক্ষিণ দূয়ারী ঘরের ঘাটের নিচ হতে ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।সে রংপুর সিটি কর্পোরেশনের আলম নগর এলাকার স্বাধন চন্দ্র গোস্বামীর ছেলে।

মামলার এজাহার হতে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক সর্বজনার আতাউর রহমান, ইমরান জাহান, সিপাই আল-আমিন,আবু আব্দুল্লাহ্ আকাশ,ইবনে মিজান ও রেজাউল করিম হাসানের সমন্বয়ে গঠিত রেইডিংপার্টি গঠন করে ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে স্বপন গোস্বামীর বাসায় অবৈধ ভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে আটককৃত আসামী স্বপন গোস্বামীকে নিজ ভাড়াটিয়া বাসায় শয়নকক্ষের খাটের নিচে মাদকদ্রব্য সংরক্ষণ ও ধারণ করার কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রসঙ্গ স্বপন গোস্বামীর নামে ২০১৯ সালের ৯ই অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিআর নং-৫৫১ ও এফআইআর নং-৩০ নামে একটি মামলা দায়ের করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ। অনুসন্ধানে জানা যায়- শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা সহ নানাবিধ অপকর্মের সঙ্গে জড়িত।

 মিঠাপুকুরে মহাসড়কে “বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদতারা ক্লাব”স্থাপনে রাস্তার গাছ কর্তন


রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় আঞ্চলিক মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে গাছ কর্তন ও বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদতারা ও পাঠাগার ক্লাব স্থাপনের অভিযোগ উঠেছে। ক্লাবের শ্লোগান হিসাবে সাইন বোর্ডে লেখা আছে-বঙ্গবন্ধুর গঠিত বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামীলীগের দ্বিতীয় তম শক্তি হিসাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলার চেংমারী ইউনিয়নের কিশামত হাড়ড়পাড়া এলাকায় একটি মুরগী খামারের প্রাচীর ঘেঁষে বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদতারা ও পাঠাগার ক্লাব স্থাপন করা হয়েছে।সংগঠনের ঘর নির্মাণের জন্য মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের কয়েকটি বড় বড় গাছ কর্তন করা হয়েছে।ব্যস্ততম এই মহাসড়কের রাস্তার গাছ কেঁটে ফেলায় কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন।বর্তমানে ক্লাব ঘরে পরিচালিত হচ্ছে গাঁজাসহ নানাবিধ মাদকদ্রব্য সেবনের আড্ডা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়- ১৯৭৭ সালে কিশামত হাড়ড়পাড়া চাঁদতারা পাঠাগার ও ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠিত হয় যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা কার্যলয় থেকে নিবন্ধনকৃত। দীর্ঘদিন ধরে বন্ধ আছে এই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং নেই তাদের তৎকালীন কমিটি। হঠাৎ করেই সংগঠনটিকে পুণঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নাম পরিবর্তন করে স্থানীয় কিছু মাদকসেবী যুবদের নিয়ে কাজ করছেন আলামিন মিয়া। পাশাপাশি নিজেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সংগঠনের সভাপতি হিসাবে নিজেকে দাবী করেন। সংগঠনের কোন ঘর না থাকায় রাস্তার পাশে জায়গা দখল করে ক্লাব নির্মান করা হয়েছে। পাশাপাশি সংগঠনের  পূর্বের নামের কিশামত হাড়ড়পাড়া বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ বসিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।এতে সমাজসেবা থেকে নিবন্ধন পাওয়া সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে থেকে দূরে সড়ে গিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে ধারনা করছেন স্থানীয় সচেতনমহল।

এ বিষয়ে সংগঠনের বর্তমান সভাপতি দাবীকারী আলামিন মিয়ার সাথে কথা হলে তিনি জানান- দীর্ঘদিন এই ক্লাবটি তার নানা  ও  মামারা পরিচালনা করছেন। বর্তমানে তাদের নানা ও মামাদের বংশধরদের পরিমান তিন শতাধিক,হাড়ড়পাড়া এলাকার অধিকাংশ জনগোষ্ঠী তাদের আত্মীয়। ক্লাবের কার্যক্রম বন্ধ ছিলো নিজ ব্যক্তিগত উদ্যোগে রাস্তার পাশে স্থাপন করে প্রচার করা হচ্ছে। এখানে নামের বিষয়ে কোন বিতর্ক নয় যেই নাম দেওয়া হয়েছে সেই নামেই আগে ক্লাব ছিলো বলে তিনি দাবী করেন। রাস্তার গাছ কাটার বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে বলেন গাছের সুবিধাভোগীরা গাছ কর্তন নিয়ে করে গেছেন।

এবিষয়ে চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম টুটুল বলেন- মহাসড়কের জায়গা দখল করে ক্লাব ঘর প্রতিষ্ঠা করা সম্পূর্ণ অন্যায়।সেখানে মাদক সেবনের আড্ডা বসে এবিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকের বিষয়ে তিনি জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে যা করা প্রয়োজন তাই ব্যবস্থা গ্রহন করবেন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন-মৌখিক ভাবে অবৈধভাবে মহাসড়কের জায়গা দখল কওে গড়ে উঠা ক্লাব ঘরটি ভেঙ্গে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অতি দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।




মিঠাপুকুরে উনিশ বছর পর তিন মাসের ছাত্রলীগের আহব্বায়ক কমিটি 

মিঠাপুকুর প্রতিনিধি

বহু প্রত্যাশিত ও দীর্ঘ প্রতীক্ষার ১৯ বছর পরে তিন মাসের জন্য মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। দুপুরে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহম্মেদ ও সাধারণ সম্পাদক একে এম তানিম আহসান চপল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি উভয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়েন।

সাঈদের নেতৃত্বে আনন্দ মিছিল

 

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়- বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজন করা জন্য বাংলাদেশ ছাত্রলীগ মিঠাপুকুর উপজেলা শাখার  আহ্বায়ক কমিটি গঠনের অনুমোদন করা হয়। সম্মেলন আয়োজনের আহব্বায়ক হিসাবে আবদুল্লাহ্ আবু সাঈদের নাম ঘোষনা করা হয় । এছাড়া যুগ্ম আহব্বায়ক হিসাবে ছয় জনের নাম ঘোষনা করা হয়ছে প্রেস বিজ্ঞপ্তিতে। তারা হলেন-আশিক মাহমুদ,গোলাম মোস্তফা,মিল্লাদ মন্ডল,সোয়েব হোসাইন সাগর,জাহিদ হাসান ও ফুয়াদ হাসান। তবে  কমিটিতে সদস্য হিসাবে আরোও ৫৪ জনের নাম প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি পাওয়ার পরেই তাৎক্ষনিক আনন্দ মিছিল করেন সদ্য আহব্বায়ক কমিটিতে স্থান পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা। আবদুল্লাহ্ আবু সাঈদের নেতৃত্বে মিঠাপুকুর ওভার ব্রীজের নিচ থেকে শুরু হয়ে মিঠাপুুকুর উপজেলা চত্ত্বর প্রদক্ষিন করেন ঢাকা রংপুর মহাসড়কের ওভীর ব্রীজের নিচে এসে শেষ হয়। এসময় ওভার ব্রীজের নিচে শুভেচ্ছা বক্তব্য রাখেন আহব্বায়ক আবদুল্লাহ্ আবু সাঈদ।

প্রসঙ্গ-২০০৪ সালে মিঠাপুকুর উপজেলা কমিটি বিলুপ্ত করেন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এর পর থেকে আর ছাত্রলীগের জেলা ছাত্রলীগের কমিটির পরিবর্তন হলেও মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের কমিটি হয়নি।



 মিঠাপুকুরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মুরাদ দর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার মান বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে মুরাদ দর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজন করেন।

অভিভাবক সমাবেশে দাতা সদস্য আলহাজ্ব আজিজার রহমান মজিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরাদ দর্প নারায়নপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক বাবু নির্মল চন্দ্র,কাফ্রিখাল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মকবুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী ও তাদের পিতামাতা অংশগ্রহণ করেন।


দক্ষতা অর্জনের বিশেষ উপায় হলো প্রশিক্ষণ....... জেলা কমান্ড্যান্ট

ডেক্স নিউজ
দক্ষতা অর্জনের বিশেষ উপাদান হলো প্রশিক্ষণ । প্রশিক্ষ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে জনগণের কল্যাণে ও সমাজের উন্নয়নে সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক,যৌতুক বাল্যবিবাহ,নারী নির্যাতনসহ সামজিক অকক্ষয় রোধমূলক কর্মকান্ডে সকল প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিপি সদস্যদের আন্তরিকভাবে কাজ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। শনিবার (২৬ অক্টোবর) নগরীর মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ৯০জন ভিডিপি সদস্যদের ২য় ধাপে মৌলিক প্রশিক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নবাগত জেলা কমান্ড্যান্ট এ এইচ এম মেহেদী হাসান উপরোক্ত কথা বলেন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষণ কোর্স কর্মকর্তা প্রবীর কুমার রায়, সার্কেল অ্যাডজুট্যান্ট ও কোর্স কোয়াটার মাস্টার রাসেল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার নিবেদিত সৈনিক হিসেবে সকল প্রতিবন্ধকতাকে মাড়েয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সকল ভিডিপি প্রশিক্ষনার্থীদের উদাত্ত আহŸান জানান তিনি। রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ৯০জন ভিডিপি সদস্যদের ২য় ধাপে মৌলিক প্রশিক্ষণে রংপুরের আট উপজেলা থেকে বাছাই করে ৯০জন ভিডিপি সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। প্রশিক্ষনার্থীদের পিটি,প্যারেড,ড্রিল,অস্ত্র চালনা, জঙ্গীবাদ , সন্ত্রাস দমন, মাদক প্রতিরোধ, শিক্ষা,স্বাস্থ্য, গবাদী পশু হাঁস মুরগি পালন, মৎস চাষ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পয়ঃ প্রণালীসহ বিভিন্ন উন্নয়ণমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮টি বিভাগের কর্মকর্তারা অতিথি বক্তা হিসেবে ক্লাশ নেন। প্রশিক্ষণে তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থীকে পুরুষ্কৃত করা হয়। আনসার ভিডিপি প্রশিক্ষণ সনদ ও ব্যাংকের শেয়ার সার্টিফিকেট প্রদান করা হয়।


মিঠাপুকুরে চুরি করে গাছ বিক্রির অপরাধে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা  

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় কোন রকম দরপত্র বিজ্ঞপ্তি কিংবা কর্তৃপক্ষের অনুমতি ও ইউনিয় পরিষদের রেজুলেশন ছাড়াই অবৈধভাবে করাত ও দা-কুড়াল দিয়া চুরি করিয়া কর্তন করে বিক্রি করার দায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মাস্টারের বিরুদ্ধে থানায় মামলা করেছে সংশিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য।এঘটনায় তত্বাবধানকারী সমিতির সভাপতি আতোয়ার হোসেন জড়িত থাকায় তাকে  আসামী করা হয়।

গত ১৭ ও ১৮ই আগস্ট দিনব্যাপী কাফ্রিখাল ইউনিয়নের  গাছ কর্তন করে অপসারন করেন ব্যবসায়ীরা সন্ধ্যা আনুমানিক ৬টায় বুজরুক মহদীপুর গ্রামের ভবেশ সরকারের বাড়ী হইতে বুজরুক মহদীপুর বালিকা উচ্চ বিদ্যালয় যাওয়ার রাস্তার দুপাশের প্রায় ৬লক্ষাধিক টাকার গাছ কর্তন করেন। 

আটককৃত ট্রলি বোঝাই গাছের গোলাই

এঘটনায়  সদস্য ২নং ওয়ার্ডর ইউপি সদস্য  আলীপুর গ্রামের মৃত আঃ রশিদ ছেলে  আঃ মালেক (৩৮), ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরাদ দর্প নারায়নপুর গ্রামের আঃ রাজ্জাক মন্ডল ছেলে ফুয়াদ মন্ডল (৩৫),৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খোৰ্দ্দ কাশীনাথপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে  মতিয়ার রহমান (৪২),৪নং ওয়ার্ডের ইউপি সদস্য  বুজরুক তাজপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৫৫),১নং ওয়ার্ডের ইউপি সদস্য  খোৰ্দ্দ নারায়নপুর গ্রামের মৃত আলহাজ্ব আঃ কাদেরের ছেলে আত্তাব উদ্দিন (৬০), ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য খোৰ্দ্দমহদীপুর গ্রামের মৃত মোজাম উদ্দিনের ছেলে ছাইফুল ইসলাম (৫০) কে সাথে নিয়ে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরারীপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে নুরনবী মিয়া (৪১) বাদী হয়ে এজাহার দায়ের করেন।

এঘটনায় ইউনিয়নের  পিরোজপুর গ্রামের মৃত ওয়ারেছ আলীর ছেলে কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও বুজরুক মহদীপুর গ্রামের কাশেম মেম্বারের ছেলে  বুজরুক মহদীপুর গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আতোয়ার হোসেন (৬০) সহ  অজ্ঞাতনামা ১০/১২জন আসামীর বিরুদ্ধে মামলা করেন।

থানার এজাহার সূত্রে জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে নুরন্নবী মিয়াসহ  ইউপি সদস্যগনকে সাথে নিয়ে ঘটনাস্থলের রাস্তায় গিয়া ঘটনাস্থলের কর্তনকৃত গাছের গোলাই বোঝাই একটি ট্রলি  যা চালক ও
লেবারসহ আটক করেন। আটককৃত ট্রলির চালক ও লেবারদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা জানায়, চেংমারী ইউনিয়নের মাজেদুল ইসলাম নামে একজন কাঠ ব্যবসায়ী গাছগুলি জয়নাল চেয়ারম্যানের কাছ থেকে ক্রয় করেছেন। পরে কাঠ ব্যবসায়ীর সংগে কথা বললে তিনি কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ
অফিসে এসে তাদের জানান-তিনি গাছগুলি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ঐ গাছ
তত্বাবধানকারী বুজরুক মহদীপুর গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আতোয়ার হোসেনের কাছ থেকে  ৩লাখ ৮০হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন। 

এরপর আমরা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ঐ গাছ তত্বাবধানকারী সমিতির সভাপতি আতোয়ার হোসেনের সহিত যোগাযোগ করার চেষ্টা করিয়া জানতে পারেন  ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করিতেছেন। পরে মোবাইল ফোনে তার সাথে কথা বলিলে তিনি গাছ বিক্রির কথা স্বীকার করেন।পরে তিনি জানান, ঢাকা হতে ফেরার পর বিষয়টি নিয়ে ইউপি সদস্যদের সাথে কথা বলবেন। 


গাছ তত্বাবধানকারী সমিতির  সভাপতি আতোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনিও জানান-চেয়ারম্যান গাছগুলি বিক্রি করেছেন এবং গাছ বিক্রিত টাকা চেয়ারম্যানের কাছে আছে। এরপর ঘটনার বিষয় নিয়া  ইউপি সচিব  আঃ রশিদের সহিত কথা বলিলে তিনি জানান- গাছ বিক্রির বিষয় জানেন না বলে জানান। 

অতঃপর ঘটনার বিষয়টি নিয়া উপজেলা নির্বাহী অফিসার সাহেবের সহিত কথা বলিলে তিঁনি-আটককৃত গাছগুলি ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখার পরামর্শ দেন। 



Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget