Latest Post

মিঠাপুকুরে  কসমেটিকস দোকানদার কতৃর্ক কৌশলে প্রেম সম্পর্ক গড়ে  বিবাহের প্রলোভনে ধর্ষন


রুবেল ইসলাম, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ষষ্ট শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষন ঘটনায় ধর্ষক দেলোয়ার হোসেন (২০)নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী ছাত্রী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর বাজারের কসমেটিকস দোকানদার দেলোয়ার হোসেন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর এক ছাত্রীর সাথে কৌশলে প্রেম সম্পর্ক গড়ে তাকে বিবাহের প্রলোভনে একাধিক বার ধর্ষনের অভিযোগ উঠেছে ।


এরপর ধর্ষক দেলোয়ার নানা টাল-বাহানায় ওই ছাত্রীকে এড়িয়ে চলতে থাকলে ওই ছাত্রী স্বজনদের কাছে ঘটনা ফাঁস করে দেয়। পরে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা মিঠাপুকুর থানায় এ ব্যাপারে অভিযোগ করলে পুলিশ ধর্ষক দেলোয়ার হোসেনকে তাৎক্ষনিক গ্রেফতার করে।ধর্ষক দেলোয়ার হোসেন মিঠাপুকুর উপজেলার চানটারী গ্রামের তারিকুল ইসলামের পুত্র।


 এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী বালুয়ামাসিমপুর উচ্চ বিদ্যালয়ের রাস্তা থেকে ওই ধর্ষকের কসমেটিকস দোকান বন্ধ করে দেয়ার দাবীসহ ধর্ষক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবী করেছেন।

 রংপুরে সড়ক দূঘটনায় নিহত-৬


রুবেল ইসলাম,রংপুর ।।

রংপুরর মিঠাপুকুরে দুই যাত্রীবাহি বাসের মুখামুখি সংঘর্ষে ড্রাইভার সহ ৬ জন নিহত হয়েছেন,আশংকাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে ৫জন, আহত হয়েছেন অন্তত ৩৫ জন।পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। আহতদের হাসপাতে চিকিৎসা দেয়া হচ্ছে।


সকাল ৭টা৪৫ মিনিটে উপজেলার বলদীপুকুর এলাকায় ঢাকা থেকে রংপুরের দিকে আসা 'সেলফী এন্টারপ্রাইজের' সাথে বিপরীত দিক থেকে আসা 'জোয়ানা এন্টারপ্রাইজের' মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন পরে হাসপাতালে নেওয়ার সময় আরও ১জন মারা যান।এ ছারা আশংকাজনক অবস্থায় রমেকে চিকিৎসা নিচ্ছেন ৫জন, আহত হন প্রায় অন্তত ৩৫ জন।


স্থানীয় ও ভুক্তভোগী জানান, দ্রুত গতি এবং ড্রাইভার ঘুমানোর কারনেই হয়তো দূর্ঘটনাটি ঘটেছে দাবী করছেন । পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়।পুলিশ জানিয়েছে আহতদের সুচিকিৎসার পাশাপাশি নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


মিঠাপুকুরে পানিতে ডুবে হাসান ও হোসাইন নামে জমজ শিশুর মৃত্যু


রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুরের কাফ্রিখাল ইউপির শ্যামপুর গ্রামে পানিতে ডুবে হাসান (৯) ও হোসাইন (৯) নামে জমজ শিশুর মৃত্যু । জমজ শিশু দুইটি ঐ গ্রামের রবিউল ইসলামের ।




রবিবার সকাল সাড়ে দশটার বাড়ির পাশে খালে পানি দেখতে গিয়ে এ ঘটনা ঘটে । এলাকাবাসী সূত্রে জানা যায়- খালে নৌকায় ঐ দুই শিশু খেলা করছিলো । গতকালও তারা সেই নৌকায় খেলাধুলা করেছে । কিন্তু আজ খেলা করতে গিয়ে হঠাৎ একভাই পড়ে গেলে তাকে তুলতে গিয়ে সেই ভাইয়েও পানিতে পাড়ে যায় । তারা দুজনে কেউ সাঁতার জানতো না ।

শিশু দুইটির পিতা রবিউল ইসলাম জানান- তিনি ঠাকুরগাঁও জেলায় একটি মার্কেটিং চাকুরী করেন।সেখানে সমগ্র পরিবারে থাকেন । করোনা কালীন সময়ে পুরো পরিবারসহ বাড়িতে অবস্থান করছেন । বাবার স্বপ্ন দুই সন্তানকে হাফেজ বানাবেন।
এ ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ।

 রংপুরের হরিদেবপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ" 

♦সাঁড়াশী অভিযান চালিয়ে ধর্ষক সাগর মহন্তকে

      গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ


নিজস্ব প্রতিবেদক

মায়ের কোল থেকে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী শ্রী সাগর মহন্তের বিরুদ্ধে । এঘটনার পর সাঁড়াশী অভিযান চালিয়ে ধর্ষক শ্রী সাগর মহন্তকে গ্রেফতার করেছে কোতয়ালী (সদর) থানা পুলিশ।

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিশ্বনাথপুর গ্রামে । বর্তমান শিশুটি রংপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসাধীন রয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার (এ -সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন সাংবাদিকদের জানান, অমানবিক ওই ঘটনাটি শোনার পর আমি ধর্ষককে গ্রেফতারের জন্য নির্দেশ দেই। বিভিন্নস্থানে অভিযানের পর ধর্ষক সাগর মহন্তকে মিঠাপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে। আমি তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে ধর্ষণের পুরো ঘটনাটি স্বীকার করেছে।




শিশুর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানাগেছে, মায়ের কোলে ছিল পাঁচ বছরের শিশু কন্যাটি। খেলার কথা বলে মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে যায় পার্শ্ববর্তী বাসিন্দা কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের এমএ ক্লাশে অধ্যায়নরত শিক্ষার্থী শ্রী সাগর মহন্ত । গরু রাখার ঘরে নিজের বিছানায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। প্রচন্ড রক্ত ক্ষরণে শিশুটি অচেতন হয়ে পড়লে পালিয়ে যায় ধর্ষক শ্রী সাগর মহন্ত। 

একপর্যায়ে চিৎকার শুনে পরিবারে লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষক শ্রী সাগর মহন্তের বিরুদ্ধে রংপুর কোতয়ালী (সদর) থানায় একটি মামলা দায়ের করেন। 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজার রহমান আমাদের এ প্রতিবেদককে জানান, ওই ধর্ষণের ঘটনাটি শোনার খবর পেয়ে সেখানে দ্রুত আমার অফিসার ও ফোর্স পাঠাই। অভিযুক্ত শ্রী সাগর মহন্তকে আটক করার চেষ্টা চালাই। পরে অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন স্যারকে বিষয়টি জানালে তাঁর নির্দেশে গত তিনদিন ধরে আসামী সাগর মহন্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে সাঁড়াশী অভিযান চালানো হয়। অবশেষে গতকাল শনিবার তাকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

-----------------------------------------------------------------------------------
অদ্য ১৬-০৭-২০২১ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত¡াবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) জনাব মোঃ ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরী কোতয়ালী ও মাহিগঞ্জ থানা এলাকায় দুটি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।


 প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এসআই(নিঃ) সবিন চন্দ্র মাহাতো এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে উক্ত থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ সাতগাড়া সবুজপাড়া জামে মসজীদের গলি জনৈক মোঃ আব্দুল কাদের(২২), পিতা-মোঃ জামাল উদ্দিন সাং- সাতগাড়া সবুজপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর এর মুদি দোকানের সামনে চলাচলের গলি রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ভ্রাম্যমানভাবে বিক্রয়করা কালে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ এনামুল হক বিদ্যুৎ (৩২), পিতা মৃত ইসমাইল হোসেন মাতা- মোছাঃ রাবেয়া বেগম, সাং- সাতগাড়া সবুজ পাড়া, ওয়ার্ড নং-১৭,  থানা- কোতয়ালী, মহানগর রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।



অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওহাহিদ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম, সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই(নিঃ) সবিন চন্দ্র মাহাতো এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে উক্ত থানাধীন কল্যানি ইউনিয়ন ০২ নং ওয়ার্ডস্থ ফতা মৌজাধীন নব্দিগঞ্জ বাজার হইতে আমতলী বাজার গামী ফরিদের ভাংগা ব্রিজের পাশের্^ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ ইয়াছিন আলী (৫২), পিতা-মৃত তাইজ উদ্দিন, মাতা- মৃত হালিমা বেগম, সাং- পশ্চিম বাহাগিলী, ইউপি কুর্শা,থানা-কাউনিয়া, জেলা-রংপুর কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।

  মিঠাপুকুর থানা পুলিশ কর্তৃক ফেন্সিডিল উদ্ধার !

মাদক সম্রাট চান মিয়া গ্রেফতার

রংপুর অফিস
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৩২ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাট চান মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গতকাল বুধবার রাত সাড়ে আটটায় থানাধীন ১৫ নং হযরতপুর ইউনিয়ন এর ছোট হযরতপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী চান মিয়া 



দীর্ঘদিন ধরে ছোট হযরতপুর গ্রামে মৃত এমাজউদ্দীনের ছেলে মাদক সম্রাট চান মিয়া অরফে চান্দু (৫৮) ফেন্সিডিলসহ নানাবিধ নেশাদ্রব্য বিক্রয় করে আসছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন ।

ডি-সার্কেল সিনিয়র এএসপি কামরুজ্জামান জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মিঠাপুকুর ও পীরগঞ্জ থানায় ০৬ টি মাদক মামলা রয়েছে ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget