পীরগঞ্জে জিম্মি করে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফাতার-৪

পীরগঞ্জে জিম্মি করে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফাতার-৪


 রংপুর অফিস

রংপুরের পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের পাট গ্রাম থেকে এক গৃহবধূর পরকিয়ার ভিডিও চিত্র ফাঁস করার ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগে ৪ জন যুবককে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকরা হলেন উক্ত গ্রামের মকবুল হোসেনের পুত্র আক্তারুজ্জামান (২৩),  আ: খালেকর পুত্র রনিমিয়া ( ২৫), আলম মিয়ার পুত্র আলামিন (২৫) ও আজাহার আলীর পুত্র মামুন (২৩) বলে জানা যায়।



পীরগঞ্জে জিম্মি করে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফাতার-৪



এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়-উক্ত গ্রামের হাসেন মিয়ার স্ত্রী ভিকটিমের সাথে রনি মিয়ার পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের কারনে তারা উভয়ই একাধিক দিন ভিকটিমের স্বামীর বাড়ী ও বাড়ীর পাশে ঝোপের আড়ালে অনৈক কাজে লিপ্ত হয়। তাদের এ অনৈতিক মেলামেশা গোপনে একই গ্রামের ৪ যুবক আক্তারুজ্জান, মামুন, আলামিন ও মেহেরুল মোবাইলে ভিডিও চিত্র করে। পরে তারা প্রেমিক রনি ও গৃহবধু কে সেই পরকিয়ার ভিডিও চিত্র জিম্মি করে গৃহবধূর সাথে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। লোক লজ্জার ভয়ে রনি তাদের কথায় রাজি হয়। পরে সুযোগ বুঝে আনুমানিক ১০-১২দিন পুর্বে প্রেমিক রনি পরকিয়া প্রেমিকাকে নিয়ে উক্ত ৪ যুবকের সাথে মেলা মেশার প্রস্তাবে রাজি করায়। এ সুযোগে ৪ যুবক উক্ত অসহায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করে। গত বুধবার ধর্ষিতা গৃহবধূর স্বামী হাসেন মিয়া জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুপুরেই অভিযুক্ত ৪ যুবকের মধ্যে প্রমিক রনি, আক্তারুজ্জামান,আলামিন ও মামুুন কে আটক করে।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget