Latest Post

 "জাগো নারী জাগো"জাগরনে-----বিট পুলিশ


"আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে,
তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। "---এই প্রত্যয় নিয়ে এবার রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ও বিট পুলিশ অফিসার সহ অসহায়, নির্যাতিত নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধীসহ সাধারনমানুষের তাৎক্ষণিক পুলিশিসেবা প্রদান এবং নারীদের জাগ্রত করার জন্য বিভিন্ন পাড়া মহল্লায় উঠান বৈঠক করছেন। বিশেষ করে বাবা-মার আদরে বেড়ে উঠা মেয়েটি একদিন সামাজিক নিয়মে নিজ পৈত্রিক বাস গৃহের মায়া, মমতা, ভালবাসা ত্যাগ করে অন্যের ঘরে বউ হয়ে যেতে হয়।তারপর থেকে তাকে গুনী কিংবা সংসারী বউ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করার জন্য আজান কিংবা মোরগ ডাকা ভোরে উঠে বাড়িঘর পরিস্কার- পরিছন্ন করা, রান্না বান্না, ধোয়া মোছা, স্বামী শ্বশুর-শ্বশুরীর সেবাসহ নানান গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে হয়। এমনি হাজারো গৃহস্থালী কাজে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা চলে অবিরাম। দিন শেষে রাতে সকলে বিশ্রামে যাওয়ার পর তারপরে নারীকে যেতে হয় বিশ্রামে। এত কিছুর পরেও নারী স্বামীর সংসারে লোকজনের কাছে আয় উপার্জনহীন।পরিবারের আর সব সদস্য মনে করে একমাত্র স্বামীই আয় উপার্জন করে। তার আয়ে নারী বসে বসে খায়। সংসার জীবনে জীবন-যৌবন নিঃশেষ করলেও একটুখানি ভুল ক্রটিতে স্বামী ও তার বাড়ির লোকজনের কাছ হতে নেমে আসে মানষিক ও শারিরীক নির্যাতন।
নারী জাগরণে সদর থানার ওসি মোস্তাফিজার


বউ পিটানো যেন স্বামীর চিরাচরিত অধিকার। প্রতিবাদ করে না নারী, আকঁড়ে ধরে রাখতে চায় তিলে তিলে গড়া ভালবাসার সংসার।স্বামীর মনোপলি দৃষ্টিভঙ্গি নারী আয় উপার্জন করার ক্ষমতা নেই,-তার যাওয়ারও কোন জায়গা নেই। বাধ্য হয়ে নারীকে তার দয়া ও করুনার উপর থাকতে হবে। স্ত্রী হিসেবে নারীর সম্মান, মর্যাদা, সমধিকার বিহীন অর্থহীন সংসারের দেয়ালে আটকে পড়া অসহায় নারী আরো নিজেকে অসহায় ভাবতে থাকে। হাজারো অন্যায় নির্যাতন মুখ বুঝে দিনের পর দিন সহ্য করে জীবন পার করে দেওয়ার প্রচেষ্টায় শুধুই নিয়তির কাছে আকুতি জানায়। একটু খানি প্রতিবাদ হলে স্বামীর সংসার হতে তাড়িয়ে দেয়া বা বাড়ি হতে বের করে দেয়া কিংবা তালাক শব্দ দিয়ে অধিকার একেবারে হরন করার ভয়ে নারী নিজেকে ভাবতে থাকে মহাসাগরের এক ভাসমান খড়কুটো। বোঝা হতে চায় না বাবা মায়েরও। অর্থবিত্ত কিংবা ধারনা না থাকার কারণে আইনের আশ্রয় নিতে কখন না জানি কোন টাউট বাটপার খপ্পরের পড়ার ভয়ে পিছু হটে ।অনেক সময় উপায়ন্তর না পেয়ে নারী অকালে আত্মহননের একমাত্র পথ বেছে নিয়ে আত্মহত্যা করে। ধর্ষন, অপহরণ, ইফটিজিং, বাল্যবিবাহ যৌতুক নির্যাতন সহ এই রকম বিভিন্ন সমস্যা জর্জরিত নারী ও সাধারন মানুষের পাশে মুহুর্তে দাড়াবে আপনাদের এলাকার বিট পুলিশ।রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম মহোদয়ের নির্দেশনায় প্রতিটি ইউনিয়ন পরিষদে গড়ে উঠেছে বিট পুলিশ। বিট পুলিশের নির্ধারিত মোবাইল নম্বরে ফোন দিলে তাৎক্ষনিক পুলিশ হাজির হয়ে কাংখিত সেবা প্রদান করবে।নারী আর ভাববে তারা অসহায়। ভাববে না আর সাধারন মানুষ তার মেয়ে অন্যের ঘরে বিয়ে দিয়ে জামাই গৃহে নির্যাতিত হচ্ছে । সাধারন মানুষ ও পুলিশ যত কাছা কাছি আসবে, তত বন্ধুত্বের সেতু বন্ধন মজবুত হবে। তাড়াতাড়ি সমাজ হতে টাউট বাটপার, বদমাস, সামাজিক অপরাধ, অনাচার দুরীভুত হবে। সুশৃংখলাবদ্ধ ভাবে গড়ে উঠবে সুখের নীড়, সুন্দর হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ।
উঠান বৈঠকে সদর থানার ওসি 


 সাংবাদিক রতন সরকারের নামে

মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি

প্রেসবিজ্ঞপ্তি:
সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান বিশেষ প্রতিবেদক ও রিপোর্টার্স ক্লাবের সদস্য রতন সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে রিপোর্টার্স ক্লাব রংপুর।
সভায় সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে নিবন্ধনহীন বিপিডিএ এর জনৈক্য ব্যক্তি কর্তৃক মিথ্যা মামলার তীব্র নিন্দা, প্রতিবাদসহ মামলা প্রত্যাহরের দাবি জানানো হয়।
বুধবার (১৭ মার্চ) বিকেলে রিপোর্টার্স ক্লাব হলরুমে ক্লাবের সভাপতি হালিম আনছারীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক নেতারা বলেন, রংপুর বিভাগের সুধাকণ্ঠ হয়ে সব সময় প্রান্তঃজনের দুঃখ দুর্দশার চিত্র সময় টেলিভিশনের পর্দায় তুলে ধরার মাধ্যমে সাংবাদিক রতন সরকার ইতোমধ্যে উত্তর জনপদের জনপ্রিয় সাংবাদিক হয়ে উঠেছেন। কৃতী এই সাংবাদিকের নামে মামলা দিয়ে কণ্ঠরোধের কোনো ষড়যন্ত্র সাংবাদিক সমাজ মেনে নেবে না।

বক্তারা বলেন, সম্প্রতি বিপিডিএ নামক ২৬ দিনে ডাক্তার তৈরির কারখানার সব অনিয়ম দুর্নীতি লুটপাট ও শিক্ষার্থীদের সোনালী সময় ধ্বংসের আদ্যোপান্ত সময় সংবাদে তুলে ধরেন বিশেষ প্রতিবেদক রতন সরকার।
দুর্নীতিবাজ বিপিডিএ কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম দুর্নীতি আড়াল করতে বরাবরের মতো সাংবাদিকদের নামে নিয়ে আসা চাঁদাবাজির মুখরোচক অভিযোগ এনে আদালতে মামলা করে।
আমরা রিপোর্টার্স ক্লাব রংপুরের পক্ষ থেকে এমন মিথ্যা হয়রানিমূলক সাজানো কল্পকাহিনী সমৃদ্ধ মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই সেই সাথে বিপিডিএ এর মামলাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক শাহ বায়েজীদ আহমেদ, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম ইকবাল সুমন, সাহিত্য সম্পাদক আফরোজা সরকার, আমার সংবাদের রংপুর বিভাগীয় প্রতিনিধি মিজানুর রহমান মিজান, গাজী টিভির রংপুর প্রতিনিধি আজম পারভেজ, বায়ান্নর আলোর হারুন অর রশিদ, সাংবাদিক মিজানুর রহমান লুলু, আমিরুল ইসলাম, বিপ্লব হোসেন অপু, ইমরোজ ইমুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 রংপুর মেট্রো পুলিশের ডিবি কর্তৃক ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  আসামী গ্রেফতার

রুবেল ইসলাম,রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা-১ঃ গত ১৫/০৩/২০২১ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ) মোঃ আবু ছাইয়ুম তালুকদার এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাহিগঞ্জ থানাধীন ৩০ নং ওয়ার্ডস্থ’ বীরভদ্র বালাটারী বালিকা দাখিল মাদ্রাসার সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ১০ পিস ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখার অপরাধে ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী কারুন মিয়া



গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ কারুন মিয়া ৥ কিরোন(৩৯), পিতা- মৃত আক্কেল আলী, সাং- বীরভদ্র বালাটারী, ওয়ার্ড নং-৩০, থানা মাহিগঞ্জ, মহানগর, রংপুর

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।


ঘটনা-২ঃ গত ১৫/০৩/২০২১ খ্রি. রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন রংপুর সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ডস্থ কার্তিক মধ্যপাড়া মৌজাস্থ কার্তিক মধ্যপাড়া জামে মসজিদ এর সামনে কাচা রাস্তার উপর থেকে ১০ (দশ) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, ওজন ১ গ্রাম,মূল্য অনুমান-৩,০০০/- (তিন হাজার) টাকা, ০১ টি ব্যাটারী চালিত পুরাতন চার্জার রিক্সা, মূল্য অনুমান-৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা ও ০২ টি পুরাতন বাটন মোবাইল ফোন (০২ টি সিমসহ) মূল্য অনুমান (৭০০+৮০০)=১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা উদ্ধারসহ আসামী ১. মোঃ নাজমুল ইসলাম (৩০), পিতা-মৃত আল আমিন, মাতা- মোছাঃ রওশন আরা বেগম, ২. মোঃ আতিকুল ইসলাম (২৯), পিতা-মৃত আলফাজ হোসেন, মাতা-মোছাঃ ফজিলা বেগম, উভয় সাং-আরাজি বীরচরণ, থানা-হারাগাছ, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।
১০ (দশ) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আটক




ঘটনা-৩ঃ গত ১৫/০৩/২০২১ খ্রি. রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন উদয় নারায়ন মাছহাড়ি মৌজাস্থ বালাপাড়া একতা বাজার গ্রামে ধৃত আসামী মোঃ আমজাদ হোসেন এর বসত বাড়ির খুলিয়ান থেকে ৩০ (ত্রিশ) গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ আমজাদ হোসেন (৪৮), পিতা- মৃত আলী আহম্মেদ, সাং-উদয় নারায়ন মাছহাড়ি, বালাপাড়া একতা বাজার, থানা- হারাগাছ, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর সারনি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।



বাজার গ্রামে ধৃত আসামী মোঃ আমজাদ হোসেন


রংপুরে হিন্দু যুবকের কোরোসিন ঢেলে আত্মহত্যা

নিজস্ব সংবাদাতা

রংপুর সদরের উপজেলায় হিন্দু যুবক নিজের গায়ে নিজেই কোরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের কিসামত মাধবপুর ভাটেরগাও এলাকায় (শিংগিমারী রেলওয়ে ব্রীজের উপর) শ্রী একাপাগলার ছেলে মান্না (৩০)নামে এক হিন্দু যুবক গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্নহত্যার করেছে।

 

ভালোবাসা দিয়েই এদেশকে স্বাধীন লাল-সবুজের পতাকা উপহার-রাশেক রহমান

রুবেল ইসলাম,রংপুর অফিস

ভালোবাসা দিয়েই এদেশকে স্বাধীন লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন জাতির জনক শেখ মজিবুর রহমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রকাশ প্রকাশনা বিষয়ক উপ কমিটির সদস্য বিশিষ্ট মিডিয়া টক শো ব্যাক্তিত্ব রাশেক রহমান।

টকশো ও মিডিয়া ব্যাক্তিত্ব রাশেক রহমান

 

গতকাল মঙ্গলবার (৯ ই মার্চ) সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলার কোমরগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে যাদবপুর ইয়ং সোসাইটি কর্তৃক ব্যাডমিন্টন ফাইনাল খেলা,আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান

 

কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া,স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক রফিকুল ইসলাম তুহিন,দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার,বড় হযরতপুর ইউপি চেয়ারম্যান রোস্তম আলী ,পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান,লতিবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী,জেলা পরিষদের সদস্য এনামূল হক সহ প্রমূখ।

প্রধান অতিথির আসনে তারুণ্যের অহংকার রাশেক রহমান

 

প্রধান অতিথির বক্তব্যে রাশেক রহমান আরও বলেন-জাতি গড়তে চান?দেশ গড়তে চান?উন্নত হতে চান?উৎপাদনশীল হতে চান?তাহলে ক্রিড়ার জগৎকে তরান্বিত করতে হবে নিজ দেশের তরুণ প্রজন্মকে নতুন করে উন্মোচিত করতে হবে।এসময় তিনি মাননীয় এমপি আশিকুর রহমানের পক্ষ থেকে যাদবপুর ইয়ং সোসাইটিকে খেলাধুলা করার জন্য ৫০ হাজার টাকা দেওয়া প্রতিশ্রুতি প্রদান করেন।

ব্যাডমিন্টন খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে শিখা সাংস্কুতিক একাডেমীর পরিচালনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

মিঠাপুকুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী আটক

রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ইয়াবা বিক্রির সময়  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ঐ ইয়াবা ব্যবসায়ীর নাম শাহজাহান আলী (৪০)।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট খোশালপুর এলাকা ৬০ পিচ ইয়াবাসহ থেকে তাকে আটক করা হয়। শাহজাহান আলী খোশালপুর গ্রামের হাসেন আলীর ছেলে।

ইয়াবা সম্রাট শাহজাহান

 

রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান-গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় খোশালপুর এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশ। এসময় শাহজাহান আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে বিশেষ কৌশলে এলাকায় মাদক বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।


Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget