Latest Post

 

রংপুর মেট্রো পুলিশ কর্তৃক ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ  গ্রেফতার

 

রুবেল ইসলাম,রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি ) কর্তৃক বিশেষ অভিযানে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল ৪৫০ (চারশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ পাচজন আসামীকে  গ্রেফতার করেছে আরপিএমপি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২০মে) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর সহকারী পুলিশ কঢ়িমশনার (ডিবি) ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরীতে পৃথক পৃথক থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময়  মাদকদ্রব্যসহ আসামীদের  গ্রেফতার করা হয়।

মোটরসহ ফেন্সিডিল উদ্ধার আসামী আটক


 

ঘটনা- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক( নিঃ)  এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এসআই (নিঃ) স্বপন কুমার রায়, এএসআই (নিঃ) তৈয়বুর রহমান এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি রংপুর কোতয়ালী থানাধীন মধ্য গণেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলে অভিনব কায়দায় মাদক বহন অবস্থায়  নেশা জাতীয় মাদকদ্রব্য ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল একটি মোটরসাইকেলসহ আসামী সাকিব (২৩)কে আটক করা হয়।সে রংপুর মহানগরের মধ্যগণেশপুর  এলাকার সাইফুল ইসলাম স্বাধীনের ছেলে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 

শুকনা গাঁজাসহ আসামী আটক

ঘটনা- গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ পরিদর্শক( নিঃ) সালেহ্ আহমেদ পাঠান এর নেতৃত্বে এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ)  নাজমুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি রংপুর তাজহাট থানাধীন ডিমলা কানন গোটলা ব্রিজ মোড় বাবু স্টোর এর সামনে চলাচলের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করিয়া নেশা জাতীয় মাদকদ্রব্য ২৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী  নুরনবীকে (৪৩) আটক করা হয়। সে রংপুর মহানগরের তাজহাট থানার ডিমলা কানন গোটলা এলাকার মৃত ইসমাইল হোসেন এর ছেলে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 

শুকনা গাঁজাসহ ৩জন আসামী আটক

ঘটনা- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক ( নিঃ) মোতালেব হোসেন এর নেতৃতে এসআই (নিঃ) ছাইয়ুম তালুকদার, এসআই(নিঃ) তছলিম উদ্দিন আহমেদ এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন কামাড়পাড়া বাসস্টান্ড এর শ্যামলী কাউন্টারের দাক্ষিণ পাশ থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ২০০(দুইশত) গ্রাম শুকনো গাঁজা ০৩ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন-রংপুর মহানগরের কোতয়ালী থানার ২৯ নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে খলিলুর রহমান  সোহেল (২৫),হাজীপাড়া(চামড়াপট্টি) ২১ নং ওয়ার্ডের দেলদার হোসেনের ছেলে হাবিব মিয়া (২০),নিউ আদর্শ পাড়া ২১ নং ওয়ার্ডের আনদেশ হোসেনের ছেলে হাবিবুর রহামান  হাবিব (২৭)

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 

 

 

 

       রংপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য ঝন্টু মাদকসহ আটক


স্টাফরিপোর্টারঃ রংপুরে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের আন্তঃ জেলা সিন্ডিকেটের সদস্য ঝন্টু মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে।
ঘটনার বিবরনে প্রকাশ, রংপুর সদর উপজেলার ইশ্বরপুর মাঠেরহাট এলাকার মৃতঃ কছিম উদ্দিন এর ছেলে গরু ব্যবসায়ী আনিছুল হক আনিছ এর ক্রয়কৃত TVS কোম্পানির নীল রংয়ের এ্যাপাসি RTR-160 CC, ( যার চেসিস নং-MD634KE46H2N55505, ইন্জিন নং- OE4NH2557638, আনুমানিক মূল্য- ১,৮৪,০০০/-) বাইকটি গত ১১ মে ২০২১ ইং রোজ বুধবার রাত্রী অনুমান সাড়ে ৮ টার সময় লাহিড়ীর হাট শ্যামপুর রোডে উদয় গ্যারেজের সামনে থেকে চুরি হয়ে যায়। পরে মোটরসাইকেল চুরির ঘটনায় বাইক এর মালিক আনিছ অনেক খোজাঁখুজির পর কোন কুলকিনারা না পেয়ে রংপুর সদর কোতয়ালি থানায় অজ্ঞাতনামা চোরের নামে অভিযোগ দায়ের করেন।
থানায় এজাহার



কিন্তু অভিযোগ দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান লিখন'র নিরব ভুমিকায় অনেক চেষ্টা করে চোর সিন্ডিকেট এর সদস্য রংপুর সদরের দক্ষিণ হরিদেবপুরের আনছার আলীর ছেলে নুরনবী ঝন্টুর সাথে যোগাযোগ করে। পরে ১৭ মে রাত আনুমানিক ৯টার সময় চন্দনপাট ইউনিয়নের কামারপাড়া তিনটাকির ব্রীজের উপর ক্যাশ ৫০ হাজার টাকা মোটরসাইকেলের মুক্তিপন হিসাবে ঝন্টুর হাতে দেয়া হলে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার শর্তে ঝন্টুর দেয়া ঠিকানায়/ তথ্যমতে মমিনপুর ইউনিয়নের পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর রাত আনুমানিক ১০ টায় মোটরসাইকেল চোর সিন্ডিকের সদস্য রংপুর সদরের বালাচড়াহাট এলাকার ফরিদুল ইসলাম ও একই এলাকার মওলা বকসের ছেলে মিশার আলী গাড়ি মালিক আনিছের কাছে চুরি যাওয়া মোটরসাইকেলটি হস্তান্তর করেন। এসময় আনিছের সাথে ছিলেন ওছমান আলী ও সুজন মিয়া। আজ বুধবার রাত ৮টার সময় এএসআই মামুনসহ সঙ্গীয়ফোর্স বালাচড়াহাট এলাকার মাদক ব্যবসায়ী আইনুল হকের বাড়িতে অভিযান চালাতে গিয়ে ঝন্টুকে আটক করেন। এসময় ঝন্টুর কাছ থেকে হেরোইন সহ মাদকদ্রব্য উদ্ধার করে। পরে ঝন্টুকে থানায় সোপর্দকরে।
এদিকে ঝন্টুকে আটক করার খবর জানাজানি হলে ;লাহিড়িরহাট এলাকায় মিষ্টি বিতারন ও আনন্দ উল্লাস লক্ষ করা যায়। ঝন্টুর নামে হত্যা, ধর্ষণ, চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানাযায়।

 মিঠাপুকুরে ভিজিএফ ও মানবিক সহায়তার 

টাকা চেয়ারম্যানের পকেটে


রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফ ও প্রধানমন্ত্রীর উপহারের টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিবাদ করায় চেয়ারম্যানের লোকজন স্থানীয়দের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার প্রতিবাদে মানবন্ধন করা হয়। পরে রংপুর-৫(মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট  বুধবার(১৯ মে) ভূক্তভোগীর লোকজন অভিযোগ করেছেন। 

ইউপি চেয়ারম্যান আফসার আলী



অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৭ নং ইমাদপুর ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফের ৪৫০ টাকা ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ৫০০ শত টাকা দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান প্রায় ৭০০ দুস্থের তালিকায় নিজের লোকজনদের নাম দিয়ে সেই টাকা উত্তোলন করেছেন। প্রায় ৫০ জন দুস্থ এ পর্যন্ত টাকা পায়নি। এর প্রতিবাদ করায় চেয়ারম্যানের লোকজন স্থানীয়দের ওপর হামলা চালায়। 

ইউপির সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া নামে একজন আহত হয়ে মিঠাপুকুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন । আহত শামীম মিয়া বলেন, চেয়ারম্যান আফছার আলী তার মোটরসাইকেল চালক মোনারুল ইসলামকে দিয়ে ৫০ জনের টাকা উত্তোলন করেছেন। এর প্রতিবাদ করলে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।

 নয়ন মিয়া বলেন,ভিজিএফের টাকার জন্য আমি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়েছিলাম। মাষ্টাররোলে আমার নামও ছিল। কিন্তু আমাকে চেয়ারম্যান টাকা দেননি। পরে শুনেছি তিনি টাকাগুলো উত্তোলন করেছেন। অপর র্কাডধারী প্রতিমা রানী বলেন, আমি এষনও ভিজিএফের টাকা পাইনি। শুনেছি কে যেন তুলে নিয়েছেন। অসহায়-দুস্থ লাবলু মিয়া, মিজানুর রহমান ও মায়া রানী আক্ষেপ করে বলেন,‘হামরা গরিব মানুষ বাবা। সরকার হামাক ট্যাকা দেচে। কিন্তুক চেয়ারম্যান মারি দেওচে। হামরা বিচার চাই। ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন,পাচঁজন কর্মকর্তা নামের তালিকা করেছেন। বিতরণে কোনো অনিয়ম হয়নি। অভিযোগ অস্বীকার করে ইমাদপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী বলেন, যারা অভিযোগ দিয়েছেন, তাদের নাম মাষ্টাররোলে নেই। তিনি আরও বলেন, ট্যাগ অফিসারের মাধ্যমে সুষ্ঠুভাবে টাকা দেওয়া হয়েছে। অনিয়মের কোনো সুযোগ নেই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত স্বাপেক্ষে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।###



 আরপিএমপির অভিযানে মাদকসেবনকারীসহ ব্যবসায়ী গ্রেফতার


রুবেল ইসলাম,রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক তিন বোতল ফেন্সিডিলসহ,২০০ গ্রাম গাঁজা এবং পাঁচ পিস ইয়াবা উদ্ধারসহ ০৪ মাদক ব্যবসায়ী ও ০২ জন মাদকসেবীসহ মোট ০৬ জনকে গ্রেফতার  করে পুলিশ।

গত ১৫-০৫-২০২১খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ পুলিশ কমিশনার (ডিবি)(পুলিশ সুপার পদে পদোন্নতী প্রাপ্ত) জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন কর্মপরিকল্পনায় রংপুর মহানগরী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ০৩(তিন) বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম গাঁজা এবং ০৫ পিস ইয়াবা উদ্ধারসহ ০৪ মাদক ব্যবসায়ী করা হয়।



ঘটনা-১ ঃ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর এসআই(নিঃ) স্বপন কুমার রায় এর নেতৃতে এএসআই(নিঃ) মোঃ আলতাব হোসেন, এএসআই(নিঃ) মোঃ তৈবুর রহমান এবং সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী থানাধীন বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ১৯নং ওয়ার্ডস্থ মেডিকেল পূর্বগেট চিকলীভাটা জনৈক মোঃ মোস্তাফিজার রহমান এর মালিকানাধীন ভাড়া প্রদানকৃত বাসা যাহার বাসা নং- ১১২, রোড নং- ১০ এর বিল্ডিং বাড়ীর প্রধান গেটের সামনে চলাচলের গলি রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ০৩(তিন) বোতল  ফেন্সিডিল উদ্ধারসহ আসামী মোছাঃ লাইজু @ নুপুর (৩২), স্বামী-আব্দুর রহমান@সুমন, পিতা- লাভলু মিয়া, মাতা- মোছাঃ ফিরোজা বেগম, স্থায়ী সাং- আমাশু কুকরুল, থানা- পরশুরাম, মহানগর, রংপুর, বর্তমানে সাং- আরপিএমপি কোতয়ালী থানাধীন, পূর্বগেট চিকলীভাটা কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর  ৩৬(১) সারনির ১৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়। 



ঘটনা-২ ঃ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃতে এসআই (নিঃ) স্বপন কুমার রায়, এএসআই(নিঃ) মোঃ তৈবুর রহমান, এএসআই(নিঃ) মোঃ আলতাব হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন পশ্চিম পীরজাবাদ ব্যাপারী পাড়া থেকে ধৃত আসামী ০১। মোঃ জয়নাল হাজারী(৪৫), পিতা- মোঃ আঃ খালেক, মাতা- মৃত জোবেদা খাতুন, সাং- পশ্চিম পীরজাবাদ ব্যাপারী পাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর এর বসত বাড়ি তল্লাশী করে ২০০(দুইশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর  ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়। 



ঘটনা-৩ ঃ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব মোঃ সালেহ আহমেদ পাঠান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ১৩নং ওয়ার্ডস্থ মধ্য পীরজাবাদ রহমত পাড়া থেকে ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী ০১। মোঃ আতিকুল ইসলাম @ আতিক(৩২), পিতা- মোঃ বাবর আলী, মাতা- মৃত আমেনা বেগম, ০২। মোঃ মনিরুল ইসলাম@মনির (৩০), পিতা-মোঃ মনসুর আলী, মাতা-মৃত মর্জিনা, উভয়সাং- মধ্য পীরজাবাদ রহমতপাড়া, ওয়ার্ড নং-১৩, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর  ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়। 



ঘটনা-৪ ঃ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হারাগাছ থানা ও কোতয়ালী থানা এলাকায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হারাগাছ থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ বাহারকাছনা বালিকা উচ্চ বিদ্যালয় এর সীমানার প্রাচীর এর ভিতর থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবনের আসামী মোঃ বারকিব হাসান @ রুমান (২৫), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- বাহার কাছনা মুদিখানা, থানা- হারাগাছ, মহানগর, রংপুর কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে হারাগাছ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয় এবং কোতয়ালী থানাধীন নিসবেতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রাচীরের ভিতরে মাঠে মাদকদ্রব্য গাঁজা সেবনের প্রস্তুতিকালে উঅজইণ সিগারেটের শলাকার ভিতরে সামান্য পরিমান গাঁজা মিশ্রিত অবস্থায় ও একটি দিয়াশলাইসহ আসামী মোঃ সাব্বির হোসেন (২০), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- মোছাঃ শিল্পি বেগম, সাং- মধ্য পীরজাবাদ (মুন্সির মোড়), থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয় ও গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়







 


রংপুরে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের দুই জন সক্রিয় সদস্য গ্রেফতার


গাজীপুরের মোটরসাইকেল রংপুরে-রংপুরের মোটরসাইকেল গাজিপুরে



রুবেল ইসলাম,রংপুর

রংপুরের পীরগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের আয়নাল ও হাসানুর নামে দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ । এসময় তাদের কাছ থেকে ঢাকা মেট্রো-হ-৩২-৮২৫২ নম্বরের রেজিস্টেশনকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী সক্রিয় সদস্য


গতকাল শনিবার (১৫ ই মে) রাতে উপজেলার ১৫নং কাবিলপুর ইউনিয়নের করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে তাদের গ্রেফতার করা হয়।থানাসূত্রে জানা যায়- কর্তব্যরত এসআই নুরে আলম পীরগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে দুপুর দেড়টায় ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে- পীরগঞ্জ থানাধীন ১৫নং কাবিলপুর ইউনিয়নে অবস্থান কালে -উপজেলার পালানু সাহাপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে আয়নাল মিয়া (৩৯) ও আজমপুর (ফকিরপাড়া) গ্রামের মৃত হাফিজার রহমান @/বাদশা মিয়ার ছেলে হাসানুর রহমান (৪০)কে ১৫নং কাবিলপুর ইউপির করিমপুর মৌজাস্থ করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি চোরাই মোটর সাইকেলসহ আটক করেন পুলিশ।

তিনি ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামীদ্বয়কে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হইতে জব্দ চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন। (যাহা-TVS metro 100 CC মোটরসাইকেল যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-হ-৩২-৮২৫২ সাদা কালো রংয়ের মোটর সাইকেল যাহার চ্যাসিস bs-MD625MF51J1B0019 ইঞ্জিন bs-DF5BJ1200156 সিট কালো রংয়ের।)
কুখ্যাত ছিনতাইকারী আয়নাল ও হাসানুর 


ডি সার্কে ল এএসপি কামরুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা আন্তজেলা কুখ্যাত মোটর সাইকেল চুরি ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।উক্ত আসামীদ্বয় ঢাকা গাজীপুর জেলাধীন কালিগঞ্জ থানা এলাকা হইতে মোটরসাইকেলটি চুরি করিয়া লইয়া আনিয়াছে। তারা পীরগঞ্জ এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে গিয়ে গাজীপুর এলাকায় বিক্রয় করে। আবার গাজীপুর এলাকা থেকে মোটর সাইকেল চুরি ও ছিনতাই করে নিয়ে এসে রংপুর এলাকায় বিক্রয় করে থাকেন।তারা এ পর্যন্ত বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি ও ছিনতাইয়ের কাজ করেছে।
আসামী আয়নাল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget