রংপুর মেট্রো পুলিশ কর্তৃক ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ গ্রেফতার
রংপুর মেট্রো পুলিশ কর্তৃক
ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ গ্রেফতার
রুবেল
ইসলাম,রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি
) কর্তৃক
বিশেষ অভিযানে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল ও ৪৫০ (চারশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ পাচজন আসামীকে
গ্রেফতার করেছে আরপিএমপি পুলিশ।
গতকাল
বৃহস্পতিবার (২০মে) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর সহকারী পুলিশ কঢ়িমশনার (ডিবি) ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরীতে পৃথক পৃথক থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা
হয়। এসময় মাদকদ্রব্যসহ আসামীদের গ্রেফতার করা হয়।
মোটরসহ ফেন্সিডিল উদ্ধার আসামী আটক
ঘটনা-১ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক( নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এসআই (নিঃ) স্বপন কুমার রায়, এএসআই (নিঃ) তৈয়বুর রহমান এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি রংপুর কোতয়ালী থানাধীন মধ্য গণেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলে অভিনব কায়দায় মাদক বহন অবস্থায় নেশা জাতীয় মাদকদ্রব্য ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ আসামী সাকিব (২৩)কে
আটক করা হয়।সে রংপুর মহানগরের মধ্যগণেশপুর এলাকার সাইফুল ইসলাম স্বাধীনের
ছেলে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ঘটনা-২ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক( নিঃ) সালেহ্ আহমেদ পাঠান এর নেতৃত্বে এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ) নাজমুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি রংপুর তাজহাট থানাধীন ডিমলা কানন গোটলা ব্রিজ মোড় বাবু স্টোর এর সামনে চলাচলের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করিয়া নেশা জাতীয় মাদকদ্রব্য ২৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী নুরনবীকে (৪৩) আটক
করা হয়। সে রংপুর মহানগরের
তাজহাট থানার ডিমলা কানন গোটলা এলাকার মৃত ইসমাইল
হোসেন এর ছেলে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ঘটনা-৩ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক ( নিঃ) মোতালেব হোসেন এর নেতৃতে এসআই (নিঃ) ছাইয়ুম তালুকদার, এসআই(নিঃ) তছলিম উদ্দিন আহমেদ এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন কামাড়পাড়া বাসস্টান্ড এর শ্যামলী কাউন্টারের দাক্ষিণ পাশ থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ২০০(দুইশত) গ্রাম শুকনো গাঁজা ০৩ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন-রংপুর
মহানগরের কোতয়ালী থানার ২৯ নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে খলিলুর রহমান সোহেল (২৫),হাজীপাড়া(চামড়াপট্টি) ২১
নং ওয়ার্ডের দেলদার হোসেনের ছেলে হাবিব
মিয়া (২০),নিউ আদর্শ পাড়া ২১
নং ওয়ার্ডের আনদেশ হোসেনের ছেলে হাবিবুর রহামান হাবিব (২৭)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।