মিঠাপুকুরে চুরি করে গাছ বিক্রির অপরাধে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
মিঠাপুকুরে চুরি করে গাছ বিক্রির অপরাধে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় কোন রকম দরপত্র বিজ্ঞপ্তি কিংবা কর্তৃপক্ষের অনুমতি ও ইউনিয় পরিষদের রেজুলেশন ছাড়াই অবৈধভাবে করাত ও দা-কুড়াল দিয়া চুরি করিয়া কর্তন করে বিক্রি করার দায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মাস্টারের বিরুদ্ধে থানায় মামলা করেছে সংশিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য।এঘটনায় তত্বাবধানকারী সমিতির সভাপতি আতোয়ার হোসেন জড়িত থাকায় তাকে আসামী করা হয়।
গত ১৭ ও ১৮ই আগস্ট দিনব্যাপী কাফ্রিখাল ইউনিয়নের গাছ কর্তন করে অপসারন করেন ব্যবসায়ীরা সন্ধ্যা আনুমানিক ৬টায় বুজরুক মহদীপুর গ্রামের ভবেশ সরকারের বাড়ী হইতে বুজরুক মহদীপুর বালিকা উচ্চ বিদ্যালয় যাওয়ার রাস্তার দুপাশের প্রায় ৬লক্ষাধিক টাকার গাছ কর্তন করেন।
আটককৃত ট্রলি বোঝাই গাছের গোলাই |
এঘটনায় সদস্য ২নং ওয়ার্ডর ইউপি সদস্য আলীপুর গ্রামের মৃত আঃ রশিদ ছেলে আঃ মালেক (৩৮), ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরাদ দর্প নারায়নপুর গ্রামের আঃ রাজ্জাক মন্ডল ছেলে ফুয়াদ মন্ডল (৩৫),৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খোৰ্দ্দ কাশীনাথপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মতিয়ার রহমান (৪২),৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বুজরুক তাজপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৫৫),১নং ওয়ার্ডের ইউপি সদস্য খোৰ্দ্দ নারায়নপুর গ্রামের মৃত আলহাজ্ব আঃ কাদেরের ছেলে আত্তাব উদ্দিন (৬০), ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য খোৰ্দ্দমহদীপুর গ্রামের মৃত মোজাম উদ্দিনের ছেলে ছাইফুল ইসলাম (৫০) কে সাথে নিয়ে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরারীপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে নুরনবী মিয়া (৪১) বাদী হয়ে এজাহার দায়ের করেন।
এঘটনায় ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত ওয়ারেছ আলীর ছেলে কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও বুজরুক মহদীপুর গ্রামের কাশেম মেম্বারের ছেলে বুজরুক মহদীপুর গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আতোয়ার হোসেন (৬০) সহ অজ্ঞাতনামা ১০/১২জন আসামীর বিরুদ্ধে মামলা করেন।
থানার এজাহার সূত্রে জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে নুরন্নবী মিয়াসহ ইউপি সদস্যগনকে সাথে নিয়ে ঘটনাস্থলের রাস্তায় গিয়া ঘটনাস্থলের কর্তনকৃত গাছের গোলাই বোঝাই একটি ট্রলি যা চালক ও
লেবারসহ আটক করেন। আটককৃত ট্রলির চালক ও লেবারদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা জানায়, চেংমারী ইউনিয়নের মাজেদুল ইসলাম নামে একজন কাঠ ব্যবসায়ী গাছগুলি জয়নাল চেয়ারম্যানের কাছ থেকে ক্রয় করেছেন। পরে কাঠ ব্যবসায়ীর সংগে কথা বললে তিনি কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ
অফিসে এসে তাদের জানান-তিনি গাছগুলি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ঐ গাছ
তত্বাবধানকারী বুজরুক মহদীপুর গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আতোয়ার হোসেনের কাছ থেকে ৩লাখ ৮০হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন।
এরপর আমরা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ঐ গাছ তত্বাবধানকারী সমিতির সভাপতি আতোয়ার হোসেনের সহিত যোগাযোগ করার চেষ্টা করিয়া জানতে পারেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করিতেছেন। পরে মোবাইল ফোনে তার সাথে কথা বলিলে তিনি গাছ বিক্রির কথা স্বীকার করেন।পরে তিনি জানান, ঢাকা হতে ফেরার পর বিষয়টি নিয়ে ইউপি সদস্যদের সাথে কথা বলবেন।
গাছ তত্বাবধানকারী সমিতির সভাপতি আতোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনিও জানান-চেয়ারম্যান গাছগুলি বিক্রি করেছেন এবং গাছ বিক্রিত টাকা চেয়ারম্যানের কাছে আছে। এরপর ঘটনার বিষয় নিয়া ইউপি সচিব আঃ রশিদের সহিত কথা বলিলে তিনি জানান- গাছ বিক্রির বিষয় জানেন না বলে জানান।
অতঃপর ঘটনার বিষয়টি নিয়া উপজেলা নির্বাহী অফিসার সাহেবের সহিত কথা বলিলে তিঁনি-আটককৃত গাছগুলি ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখার পরামর্শ দেন।