Latest Post

 "আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা"

"রংপুর সদরের মাধবপুরে বালুখেকো মনোয়ার গংদের হামলায় একই পরিবারের ৩জন আহতঃআশংকাজনক

            অবস্থায় হাসপাতালে ভর্তি"

খন্দকার আল-মামুন মিলন,নিজস্ব সংবাদদাতা    

রংপুরের মাধবপুর নদীরপড় এলাকায় ঘাঘট নদী থেকে উত্তোলনকৃত বালু বিক্রি ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। আহত তিনজনকেই উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মেরিনা খাতুনের অবস্থা আশংকাজনক। 


ঘটনার বিবরনে প্রকাশ, রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়নের কিসামত মাধবপুর নদীরপড় (ভাটেরগাও) এলাকায় স্থানীয় ঘাঘট নদী থেকে উত্তোলনকৃত বালু বিক্রির ঘটনাকে কেন্দ্র করে মোঃ শুকুর আলী ছেলে বালুখেকো মোঃ মনোয়ার হোসেন ও মোঃ আনোয়ার হোসেনের সাথে একই এলাকার মোঃ মহির উদ্দিনের ছেলে মোঃ মমদেল হোসেন(৩৫) এর গত কয়েকদিন ধরে বসচা চলে আসছিল। 



এরই জের ধরে গত সোমবার রাত পনে ৮ টায় মোঃ আনোয়ার হোসেন(৪০), মোঃ মনোয়ার হোসেন, শুকুর আলী ও আনোয়ারের স্ত্রী মুক্তা বেগমসহ অজ্ঞাতনামা ৫/৬ জন দেশীয় অস্ত্র হাতে মোঃ মমদেল(৩৫) রাস্তায় আটক করে অতর্কিত বেধড়ক মারপিট করতে থাকে। এখবর শুনে মমদেলের বাবা মহিরউদ্দি(৭০) ও মেয়ে মেরিনা খাতুন(১২) ছুটে আসলে তাদের উপরও বর্বরতা চালায় মনোয়ার গং। এসময় মমদেল ও তার বাবা শুকুর আলীসহ মমদেলের মেয়ে মেরিনা খাতুন (১২) চোখে মারাত্নকভাবে আঘাত প্রাপ্ত হয়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে আহত মমদেল ও তার বাবা মহির উদ্দিন(৬৫) ৪ তলার ১৪ নং ওয়ার্ডে ও মমদেলের মেয়ে 

মেরিনা খাতুন(১২) ৩য় তলার ৮ নং ওয়ার্ডে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।



এ ঘটনায় এ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে আবারও সংঘর্ষের আশংকা করছেন এলাকার সচেতন মহল।

 রংপুরে অতি দ্রুত সময়ের মধ্যে অপহরণকারী আটক এবং অপহৃত ব্যক্তি কে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ২৪ঘন্টার মধ্যে উক্ত ভিক্টিমকে (ব্যাবসায়ী) উদ্ধার, মহিলা অপহরনকারী সহ তিন জন অপহরণকারীকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

জানা গেছে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন  ৯নং ময়েনপুর ইউনিয়নের কাশেমপুর পোড়া চাকলা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ হাছান আলী (৪০), (ব্যাবসায়ী) গত (২৮ ফেব্রুয়ারী) সকাল ৯টায় ব্যবসায়িক কাজে শুকুরের হাট বাজারে আসে এবং ঐ সময় থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঐ দিন সকাল-১০:০০ তার নিজস্ব মোবাইল থেকে মুক্তিপণ দাবি করে। তার স্ত্রী ও আত্নীয়দের সাথে কথা বলে ১,৫০,০০০০/- টাকা বিকাশ করে পাঠাতে বলে। আর তা না হলে হাছান-কে ফেরত পাবেন না। অপহরণ কারিরা বিকাশে মুক্তিপণের কথা তার স্ত্রিকে জানালে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের লোকজন উতকন্ঠায় পড়ে যায়। কোন উপায় না দেখে তারা মিঠাপুকুর থানা পুলিশ এর কাছে আসেন এবং একটি জিডি করে।

জিডির প্রেক্ষিতে রংপুর জেলা পুলিশের কর্নধার, বাংলাদেশ পুলিশ রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম। মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার “ডি-সার্কেল” কামরুজ্জামান পিপিএম -সেবা সহ মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  আমিরুজ্জামান এর কর্মপরিকল্পনায় ও পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোন প্রকার কাল বিলম্ব না করে মিঠাপুকুর থানা পুলিশ নেমে পড়ে অভিযানে। অবশেষে গত (০১ মার্চ) সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর জেলার পীরগাছা থানাধীন দেউতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রংপুরের মিঠাপুকুর থানাধীন জায়গীর (দুর্গাপুর), গ্রামের মোঃ মকবুল হোসেনের মেয়ে মোছাঃ লাবনী বেগম (২৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ শামীম মিয়া (৩০), এবং একই গ্রামের মৃত আজগার আলীর ছেলে মোঃ শাহীন মিয়া (৩৫),কে গ্রেফতার করে। এবং অপহরণকারীদের কবল থেকে ভিকটিম হাছান কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত সদস্যরা একটি সংঘবদ্ধ চক্র। তারা দীর্ঘদিন যাবত উক্ত অপরাধ সংঘটিত করে আসতেছে। তারা প্রথমে তাদের চক্রের সদস্যদের দিয়ে ফেসবুক ও মোবাইলে কথা বলে বন্ধুত্ত্ব সম্পর্ক গড়ে তুলে এবং ১০/১৫ দিন পর দেখা করার কথা বলে ডেকে আনে। এরপর নির্জন কোন জায়গায় নিয়ে গিয়ে উক্ত চক্রের সদস্যরা সবকিছু ছিনিয়ে নেয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করতে থাকে। টাকা আদায় না হওয়া পযন্ত চলতে থাকে অমানবিক নির্যাতন। আটককৃত আসামীদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা নং-০১, ধারা- ৩৬৫/৩২৩/৩৮৫/ ৩৮৬/৩৪ পেনাল কোড রুজু হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 রংপুর নগরীর নিউ জামাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডে ১৫টি দোকানের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকানদারা জানিয়েছেন।


পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।



মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন  জানান, মার্কেটে প্রায় সকলেই কাপড় ব্যবসায়ী। মঙ্গলবার সকাল ৬টার দিকে মার্কেটে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। অগ্নিকাণ্ডে মার্কেটের দুই লাইনের ১৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ঊর্ধ্বে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, খবর পেয়ে প্রথমে দশটি ইউনিট এবং পরে আরো দুইটি ইউনিটসহ মোট ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত নন তারা।


 রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন কর্মপরিকল্পনায় মহানগরীর কোতয়ালী থানার পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গতকাল রোববার এই সব আসামীকে  ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  আসামী গ্রেফতার করা হয়েছে।



ঘটনা-১ঃ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোতালেব হোসেন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ গোলাম মোর্শেদ সঙ্গীয় অফিসার এসআই নিরস্ত্র মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ শাহাদুল হোসেন এবং অন্যান্য ফোর্সের সহায়তায় আরপিএমপি  কোতয়ালী থানার ২০ নং ওয়ার্ডস্থ মুলাটোল  এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন রংপুর মুলাটোল এলাকায় জনৈক মোছাঃ সালেহা বেগম এর  তিনতলা বাসায় ধৃত আসামী মোঃ কাজী কামাল উদ্দিন(৬০) এর ভাড়া নেওয়া বাসার ভিতরে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর শয়নক্ষে তার হেফাজত হতে তার ডান হাতে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে নীল রংয়ের জিপার যুক্ত বায়ুরোধক পলিথিনের ভিতরে মোড়ানো অবস্থায় হালকা গোলাপী রংয়ের ৪০০(চারশত) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। 



গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ কাজী কামাল উদ্দিন (৬০), পিতা-মৃত আব্দুল হক, মাতা-মালেকা খাতুন, সাং-মুলাটোল ওয়ার্ড নং-২০ থানা-কোতয়ালী, মহানগর, রংপুর।
                                                                                                                                                    
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।


ঘটনা-২ঃ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্তে এসআই (নিরস্ত্র) মোঃ  নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) গোলাম মোর্শেদ, এএসআই(নিঃ) মোঃ শাহাদুল হোসেন এবং অন্যান্য ফোর্সের সহায়তায় আরপিএমপি কোতয়ালী থানার ১৪ নং ওয়ার্ডস্থ দেওডোবা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন রংপুর দেওডোবা ডাংগিরপার এলাকায় জনৈক প্রফেসর মোঃ আঃ হালিম (৬৫) এর ভাড়াদেওয়া নীচতলা উত্তর পুর্ব কর্নারে রুমে ধৃত আসামী মোঃ রাসেল এর ভাড়া নেওয়া বাসার ভিতরে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। 



    গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ রাসেল বাবৃু (২৪), পিতা-মোঃ আফজাল হোসেন, মাতা-মোছাঃ তহমিনা বেগম, সাং-লালদিঘি সোনার পাড়া, (জব্বার মাস্টার এর বাড়ীর পার্শ্বে) ইউনিয়ন-০৬ নং রাধানগর থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর; বর্তমানে-  ১৪ নং ওয়ার্ডস্থ দেওডোবা ডাংগিরপাড়,(চাইল্ড কেয়ার কিন্টার গার্ডেন স্কুল সংলগ্ন) জনৈক প্রফেসর মোঃ আঃ হালিম, (৬৫), পিতা-মৃত-সুলতান আহম্মেদ এর ৩তলা ভবনের নিচ তলা (উত্তর পুর্ব কর্নারের রুমের ভারাটিয়া), থানা-কোতয়ালী মহানগর রংপুর।
                                                                                                                                                    
    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।




                                                          “গণবিজ্ঞপ্তি”

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/০২/২০২১ খ্রিঃ তারিখে অত্র মহানগরীর অধিক্ষেত্রের আওতাধীন হারাগাছ থানাধীন হারাগাছ পৌরসভার ২০ টি ভোট কেন্দ্রে পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখার স্মারক নং- ৩৫.০০.০০০০.০২০.০০৯.০৭৭.১৭.৬৭, তারিখ-১৬/০২/২০২১ খ্রি. ও নির্বাচন কমিশন সচিবালয়, শেরে বাংলা নগর, ঢাকার স্মারক নং- ১৭.০০.০০০০.০৩৪.৩৮.০২২.২০.১৬৩, তারিখ ১৪/০২/২০২১ খ্রি. পত্রের প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানাধীন হারাগাছ পৌরসভার সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘেœ চলাচলের নিমিত্ত আগামী ২৭/০২/২০১১ খ্রি. দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২৮/০২/২০২১ খ্রিঃ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সংশ্লিষ্ট পৌর এলাকায় (১) ট্রাক ও (২) পিকআপ যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এছাড়া ২৬ ফেব্রæয়ারি/২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ০১ মার্চ/২০২১ তারিখ সকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত রংপুর মহানগরীর উল্লিখিত নির্বাচনী এলাকায় মােটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এই নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয় পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিপিলযোগ্য। এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হাবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য ও জাতীয় মহাসড়ক (Highways) ও জরুরী প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।


Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget