Latest Post


দুর্নীতির অবাধ সুযোগ সৃষ্টির আশংকা স্থানীয় সচেতন মহলের

রংপুর প্রতিনিধি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন পরিষদের ওয়েব সাইটে কোন উন্নয়ন প্রকল্পের তথ্য নেই। ফলে স্বচ্ছতা জবাবদেহীতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।তথ্যের ধারাবাহিক প্রবাহ চালু না থাকায় ইউনিয়নটির সরকারী বরাদ্দ কোথায়, কোন স্থানে বাস্তবায়ন হচ্ছে তা জানা যাচ্ছে না। বরং ওয়েব সাইটে কোন উন্নয়ন প্রকল্পের তথ্য না থাকায় সরকারী বরাদ্দে দুর্নীতির অবাধ সুযোগ সৃষ্টি হচ্ছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
গতকাল বুধবার মমিনপুর ইউনিয়ন পরিষদের ওয়েব সাইটের নোটিশ আর্কাইভে গিয়ে দেখা গেছে সেখানে মাত্র দশটি নোটিশ দেয়া হয়েছে। কোন বছরের কাবিখা, কাবিটা, এলজিএসপি, টিআর ও এলজিইডির ইউপিজিপি, চল্লিশ দিনের কর্মসৃজন কর্মসূচীসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা দেয়া হয়নি। ফলে এসব প্রকল্পের আওতায় বর্তমানে কোথায় কি হচ্ছে তা জানা যাচ্ছে না। ইউনিয়ন পরিষদের কার্যক্রম ক্যাটাগরীতে বাজেট লিংকে শুধুমাত্র ২০২০-২১ সালের বাজেট রাখা হয়েছে। বাকী বছর গুলোর বাজেট কপি নেই।
ডিজিটাল আইন অনুয়ায়ী, সরকার নিয়ন্ত্রিত সকল প্রোর্টালে নাগরিকদের জন্য সঠিক তথ্য হালনাগাদ করা শর্ত। কিন্তু এসব শর্ত মানেন না মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব।
মমিনপুর ইউনিয়ন পরিষদের ওয়েব সাইটে তথ্য অধিকার আইন অনুযায়ী, ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে সকল প্রকল্প তালিকা, ইউনিয়ন পরিষদের মাসিক মিটিং এর কার্য বিবরনীর তথ্য, বিভিন্ন নোটিশ, সুবিধা ভোগীদের তালিকা থাকা বাধ্যতামূলক।
এ বিষয়ে মমিনপুর ইউপি চেয়ারম্যান কল্পোনা বেগমেরর বক্তব্য জানতে একাধিকবার সেল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারী কর্মকর্তা বলেন, দুর্নীতি মুক্ত দেশগড়ার লক্ষে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। এটি শতভাগ কার্যকর হলে প্রকল্পের টাকা লোপাট করার কোন সুযোগ থাকবে না।
জেলা তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন,রংপুর জেলার সকল দপ্তরকে নিজনিজ ওয়েবসাইট হালনাগাদ করার জন্য চিঠি দেয়া হয়েছে।

 মিঠাপুকুরে  অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য আটক


রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায়  অটোরিকশা ছিনতাইয়ের ৪ ঘন্টার মধ্যে অটোরিকশা উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে আটক করে অসাধারণ দৃষ্টান্ত গড়েছে থানা  পুলিশ।মঙ্গলবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান।



পুলিশ ও থানা সূত্রে-অটো ছিনতাই দলের আটকৃতরা হলেন -নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সিংগেরগাড়ী (ডাঙ্গাপাড়া) গ্রামের আহম্মদ আলীর ছেলে আতিকুল ইসলাম আতিক(৩৫) ও বগুড়ার গাবতলী উপজেলার চক ডহর শুকানপুকুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে সানু মিয়া (২৫)।


পুলিশ আরও জানায়-গত সোমবার (৩ মে) রাত ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি  থেকে মোসলেম বাজার যাওয়ার জন্য যাত্রী সেজে ২০০/- ভাড়ায় অটোতে ওঠেন ছিনতাই চক্রের তিন সদস্য। অটোরিকশাটি মোসলেম বাজার পার হয়ে তিলকপাড়া এলাকায় ভাঙ্গা একটি বিল্ডিংয়ের কাছে পৌঁছালে অটো থামাতে বলেন। তারপর ওই স্থানে আগে থেকে অবস্থান করা এক ব্যক্তিসহ অটোর যাত্রীরা চালক রাশেদুল ইসলামের মুখ চেপে ধরে হাত পা গামছা দিয়ে বেঁধে ফেলেন। পরে পরিত্যক্ত একটি ঘরে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। 


এ ঘটনায় -রাশেদুল কোন মতে তার বাঁধন খুলে মিঠাপুকুর থানা পুলিশের টহল টিমকে বিষয়টি অবগত করে। পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের হাজীরমোড় এলাকায় থেকে আতিক ও সানুকে আটক করে অটোরিকশাটি উদ্ধার করে।


এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুরজ্জামান বলেন-প্রাথমিকভাবে চক্রটির সদস্যরা স্বীকারক্তি প্রদান করেন।দীর্ঘদিন ধরে যাত্রীবেশে দেশের বিভিন্ন জায়গায় অটো, মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা ছিনতাইয়ের কাজ করে আসতেছে। তারা সাধারণত ধরা পড়ার ভয়ে কোন এলাকায় বেশি দিন অবস্থান করে না। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা


রুবেল ইসলাম,রংপুর
রংপুর সদর উপজেলায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট।গতকাল সোমবার (৩ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল এ কোর্ট পরিচালনা করেন।
রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা
 রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা


রংপুর সদর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে গেছে ঘাঘট নদী। কয়েক দিন ধরে হোসেননগর এলাকায় এ নদী থেকে খননযন্ত্র দিয়ে কয়েক ব্যক্তি অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিল। স্থানীয় লোকজন বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (৩ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু তোলার কাজে যুক্ত মেশিন জব্দ করা হয়। পরে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত সবুজ মিয়া ও জাহিদুল ইসলাম নামক দুই জনকে দুই লাখ জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, "একটি চক্র ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত দুইজন ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।"

 উপজেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তার গাফিলাথিতে টিন জোটেনি ক্ষতিগ্রস্থদের


স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর

রংপুরের পীরগঞ্জ উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তার গাফিলাথির কারনেই ২সপ্তাহ চলে গেলেও  কোন ক্ষতিপূরণ কিংবা  টিন জোটেনি কাল বৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর। ফলে শত শত ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলোকে খোলা আকাশসহ বৃষ্টির পানিতেই কাটছে দুর্বিসহ জীবন যাপন। 


প্রকাশ, গত ২২ এপ্রিল বৃহস্পতিবার পীরগঞ্জের ১৫ টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি  আঘাত হানে। এতে উপজেলার ভেন্ডাবাড়ী, কুমেদপুর, বড়দরগাহ, শানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের উঠতি ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি প্রাায় ২ সহ¯্রাধিক বাড়ী ঘরের টিনের চালা শিলা বৃষ্টিতে ফুটো হওয়ায় ঘরগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলোর বেশীর ভাগ অর্থাভাবে ঢেউ টিন ক্রয় পুর্বক ঘর গুলোর উপরে ঢেউ টিনের চালা দিতে পারেনি, প্রহর গুনছেন সরকারী সহায়তার। ঝড়ের পরদিন উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান ক্ষতিগ্রস্থ্য এলাকা গুলো পরিদর্শন করলেও ১২দিনেও কাউকে ঘর পুনরায় মেরামতের জন্য কোন টিন দিতে পারেনি। ফলে শত শত পরিবারকে এখনো বৈশাখী ঝড়ে বৃষ্টির পানিতে দুর্বিসহ জীবন যাপন করতে হচ্ছে। সমবার পুনরায় সরেজমিনে দেখতে গিয়ে কথা হয়-উপজেলার ছোট মির্জাপুরের আব্দুল মালেক, মেরাজুল, আজিজুল, মন্ডলাবাড়ীর আব্দুস সালাম, গুর্জিপাড়ার শংকরসহ বেশ কিছু সংখ্যক ব্যাক্তির সঙ্গে কথা হলে তারা অভিন্ন প্রতিক্রিয়ায় বলেন-আমাদের ফসল গেল, ঘরের টিন গেল কিন্তু সরকারি ভাবে এখন পর্যন্ত কোন সরকারি সহযোগিতা পাচ্ছি না। ঘরও মেরামত করতে পারছি না, আগামীতে বা সংসারই চলবে কি ভাবে ? বড়দরগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরল হক মন্ডল এর সঙ্গে কথা হলে তিনি বলেন-এ ইউনিয়ন থেকে প্রায় ২ সহ¯্রাধিক ক্ষতিগ্রস্থ ঘরের তালিকা জমা দেয়া হয়েছে। ঢেউটিন বরাদ্ধ না আসায় এখনও টিন বিতরন সম্ভব হয়নি। শানেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু বলেন-আমার ইউনিয়নের প্রায় ঘর ক্ষতিগ্রস্থ, এমন ১৬ শ’জনের তালিকা তৈরী করা হয়েছে, আরও আবেদন আসছে। পীরগঞ্জ উপজেলা প্র্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন-আমরা এখনও তালিকা পাইনি। তবুও উর্ধতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠিয়েছি, বরাদ্দ আসলেই ক্ষতিগ্রস্থদের দেয়া হবে। এদিকে কবে চাহিদা পাঠানো হয়েছে তা জানতে চাইলে তিনি তা জানাতে পারেননি। সচেতন মহল এ ব্যর্থতার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গাফিলথিকে দায়ি করছেন। উল্লেখ্য এ কর্মকর্তা  টানা চার বছর ধরে এই উপজেলায় কর্মরত রয়েছেন, দুর্যোগপূর্ন বিষয় গুরো নিয়ে এ কর্মকর্তা বরাবরই হেয়ালিপনা করে থাকেন বলে একাধিক ব্যাক্তি অভিযোগ করছেন। অপরদিকে রংপুর জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আকতারজ্জামান বলেন-আমরা উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করি এ মাসের মধ্যেই ঢেউটিন পেয়ে যাব। ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলো এ ব্যাপারে দ্রæত পদক্ষেপের দাবি জানিয়েছেন উর্ধতন কর্তৃপক্ষের নিকট।




 

পশ্চিমবঙ্গে ফের বিপুল ব্যবধানে জয় পেল মমতার তৃণমূল





ডেস্ক: পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

রোববার বেসরকারি ফলাফলে ২৯২ আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১৯০ আসন। আর ৯৫টি আসনে বিজেপি জয় লাভ করেছে।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১৯০টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৯৫টি আসনে।

বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে।

মিঠাপুকুরে পেঁয়াজ ভর্ভি ট্রাক উল্টে খাদে পড়ে তিনজন নিহত

রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পেঁয়াজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। বড়দরগা হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে আরও সাতজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়।

গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে বারোটার দিকে মিঠাপুকুর উপজেলার কাশিপুর এলাকার নুর আলমের চাতাল সংলগ্ন  ঢাকা-রংপুর মহাসড়ক এ দুর্ঘটনাটি ঘটে।



পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ামিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ১২ জনের মধ্যে গুরুতর সাত জনকে রংপুুুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের কারো নাম পরিচয় জানা যায়নি।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস কর্ম কতা জানায়- পেঁয়াজ বোঝাই ট্রাকটি বাগেরহাট থেকে রংপুুুরের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে মিঠাপুকুরের ঢাকা-রংপুর মহাসড়কের কাশিপুরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

পরে সেখান থেকে গুরুত্বর আহত সাত জনকে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকটিতে অন্তত ১২ জন যাত্রী ছিল। তাদের বাড়ি রংপুুুর সহ আশপাশে  কাউনিয়া, গঙ্গাচড়া,হারাগাছ উপজেলায়  হতে পারে বলে ধারণা করা হয়।

 দুর্ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই চলে গেছেন বলে জানা গেছে।এ দুর্ঘটনায় নিহত  মরদেহ রমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা যায়। 

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget