Latest Post

"মাই ন্যাশনাল আইটি" কোম্পানীর এজেন্ট কর্তৃক ৬ লাখ টাকা আত্নসাৎ, গ্রাহকদের মাথায় হাত!
খন্দকার মিলন আল মামুন,রংপুর
অল্প পরিশ্রম করে যদি অল্পদিনের ব্যবধানে টাকা দ্বিগুন করা যায়, তবে কেনা আগ্রহী হয় ! সাধারন মানুষের এই আগ্রহকে পুজিঁ করে দেশ ব্যাপী প্রতারনার ফাদঁ তৈরি করে চলছে একাধিক প্রতারক চক্র ! সম্প্রতি ইন্টারনেট ভিত্তিক " মাই ন্যাশনাল আইটি " সহ ন্যাশনাল এগ্র্রো ফার্ম, ন্যাশনাল বাজার ও ডিজিট্যাল ন্যাচারাল এগ্রো ফার্ম " নামের হায় হায় কোম্পানীর এজেন্টরা রংপুর জেলার বিভিন্ন এলাকার তরুন যুবকদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয়ার অভিযোগ উঠেছে। এই প্রতারক চক্রের খপ্পড়ে পড়ে রংপুরের অসংখ্য যুবক এখন দিশেহারা হয়ে পড়েছেন।
অভিযোগ উঠেছে, "মাই ন্যাশনাল আইটি" হায় হায় কোম্পানীর (এজেন্ট) এক্সিকিউটিভ অফিসার রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের কেশবপুর গ্রামের (ডাক্তারখানা ফুটবল খেলার মাঠেরর পশ্চিমে বাড়ি) আবু তালেব, একই কোম্পানীর গোল্ডস্টার বদরগঞ্জ উপজেলার নাটারাম এলাকার আনোয়ারুল্ল্যা বিপ্লব ও রুবি মেম্বার পদধারী একই এলাকার আলমগীর হোসেন । বিভিন্ন এলাকার যুবকদের মগজ ধোলাই করে বায়ুফ্লোগ পদ্ধতিতে মাছ চাষ প্রকল্প তৈরি করে দেয়ার নামে হাতিয়ে নিয়েছেন প্রায় কোটি টাকা।


জানাযায়, "মাই ন্যাশনাল আইটি" হায় হায় কোম্পানীর এক (এজেন্ট) সদ্যপুস্করিণীর ইউনিয়নের কেশবপুরের আবু তালেবের কাছে ধরাসায়ি একজন ভুক্তভোগী বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের দিনমজুর হাবিবুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে হুসাইন আলী(২৫) ও তার দুই বন্ধু। তাদের বায়ুফ্লোগ পদ্ধতিতে মাছ চাষের জন্য ৫০টি হাউজ তৈরি করে দেয়ার কথা বলে তিন বন্ধুর কাছ থেকে প্রতারক আবু তালেব কৈশলে হাতিয়ে নিয়েছে প্রায় ৬ লক্ষাধিক টাকা ।
এদিকে ভুক্তভোগী হুসাইন আলী সম্প্রতি প্রতারক আবু তালেবের বিরুদ্ধে- রংপুর সদর কোতয়ালি থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সুত্রমতে জানাযায়, "মাই ন্যাশনাল আইটি" কোম্পানীতে এক্সিকিউটিভ অফিসার পদে আবু তালেব কাজ করার সুবাদে পূর্ব পরিচয়ের সুত্র ধরে হুসাইন আলীর বাড়িতে যাওয়া আসার সুবাদে তার পরিবারে জানায়, আমি "মাই ন্যাশনাল আইটি নামে একটি কোম্পানীর অফিসার। তার কোম্পানীতে ৪ লাখ টাকা দিলে হুসাইনদের ৪০ শতক জমিতে ৫০ টি হাউজ তৈরি করে দিয়ে মাছ চাষ করে এক বছরে উক্ত টাকার দ্বিগুন মুনাফা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন। সরল বিশ্বাসে হুসাইন তার বাবার মাধ্যমে ধারদেনা করে ঘটনারদিন গত ৩০/০৮/২০২০ ইং সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পালিচড়াহাটস্থ আবু তালেবের ব্যবসা প্রতিষ্ঠান ও তার "মাই ন্যাশনাল আইটি অফিসে হুসাইন তার বাবাকেসহ একাধিক স্বাক্ষিকে সাথে নিয়ে আবু তালেবের হাতে একযোগে ৪ লাখ টাকা প্রদান করেন। টাকা গ্রহনের পর "মাই ন্যাশনাল আইটি" হায় হায় কোম্পানীর এজেন্ট আবু তালেব হুসাইনদের বাড়িতে মাছ চাষের জন্য লোক দেখানো হাউজ নির্মাণ শুরু করে। এসময় আরো দুই লাখ টাকা অগ্রিম লাগবে বলে জানালে হুমায়ুন বদরগঞ্জের গোপালপুর পশ্চিমপাড়ার গোলাম মোস্তফা ও হরিপুর গ্রামের মোশরেফুলের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে আবু তালেবের হাতে দেন। মোট ৬ লাখ টাকা গ্রহন পরবর্তীতে আবু তালেব শর্তমোতাবেক ৫০টি হাউজ করে দেয়ার কথা থাকলেও মাত্র ৪টি হাউজ, ৪টি হাওয়া প্ম্প ও আংশিত যন্ত্রাংশ স্থাপন করে টোটাল কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে বাকী হাউজগুলো তৈরি করে চাইলে আবু তালেবের বেরিয়ে পড়ে আসল রুপ। শুরু হয় টালবাহানা। দেখায় নানান অজুহাত। একসময় একেবারে আত্নগোপনে চলে যায় সে। তবে কোন ভাবে যোগাযোগ হলেও তখন দেয়াহত মারপিটসহ খুনের হুমকী।

এদিকে আবু তালেবের পেছনে হন্নে হয়ে ঘুরার পর একপর্যায়ে গত ২৬ জুলাই ২১ ইং তারিখে দুপুরের দিকে হুসাইন ও তার বন্ধু আবু তালেবের বাড়িতে গেলে উল্টো মিথ্যা মামলা দেয়ার ভয় দেখিয়ে ও বিভিন্ন হুমকী দিয়ে তাদের তাড়িয়ে দেয়া হয়।  

 

পীরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল

রুবেল ইসলাম,রংপুর ।।

রংপুরে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে ১০টি  এতিম খানায় কোরআন খতম ও দোয়া্ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার(১৫ই আগস্ট) দিনব্যাপী পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার এতিম খানায় কোরআন খতম ও দোয়া্ মাহফিল আয়োজন করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তু ।

খতমে কোরআন তেলওযাত করছেন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা


উপজেলার ৩ নং বড়দরগাহ্ ইউনিয়নের বেলবাড়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসা, ৬ নং টুকুরিয়া ইউনিয়নের মামরোজপাড়া মিফতাহুর নূর হাফিজিয়া মাদ্রাসা, ৮নং রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর হাফিজিয়া মাদ্রাসা,  ৯ নং লালদিঘী ইউনিয়নের লালদিঘি হাফিজিয়া সিদ্দিকিয় কাদেরিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা, ১০নং শানেরহাট ইউনিয়নের শানেরহাট ফয়জুল উলুম হাফিজিয়া,১২নং মিঠিপুর ইউনিয়নের রহমানিয়া খানকা শরীফ হাফিজিয়া মাদ্রাসা, ১৩ নং রামনাথপুর ইউনিয়নের বোর্ডের ঘর রইচ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা, ১৪নং চতরা ইউনিয়নের ইমাম বুখারী হাফিজিয়া মাদ্রাসা,পীরগঞ্জ পৌরসভার থানা পাড়ায় আরিফুল উলুম তাবলীগুল ইসলাম আল-মাদানীয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিং, পৌরসভার প্রজাপাড়ায় করিমননেছা নূরানী হিফজুল কোরআন বালিকা মাদ্রাসাসহ ১০টি স্থানে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত


এছাড়াও প্রজাপাড়া পালপাড়া সার্বজনীন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার সদস্যদের নিয়ে শোকাবহ আগস্টের গুরুত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধুর এদেশে ভূমিকা নিয়ে আলোচনা  শেষে প্রার্থনার আয়োজন করা হয়।

 

 

 মিঠাপুকুরে ঝাড়ুদার দিয়ে চলছে চিকিৎসা সেবা  উপ-স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা


রুবেল ইসলাম,রংপুর ।।

রংপুরে নিভৃত পল্লীতে চিকিৎসা সেবা নিশ্চিত করণে গড়ে উঠা উপ-স্বাস্থ্য কেন্দ্রে অভিজ্ঞতা সম্পূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ থাকলেও ঝাড়–দার দিয়েই চলছে সেবার কার্যক্রম । নিয়োগপ্রাপ্ত চিকিসৎককে দেখেনি জনসাধারণ পায়নি চিকিৎসাসেবা বলে অভিযোগ এলাকাবাসীর । অপরদিকে উপ-স্বাস্থ্যকেন্দ্রটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হলে তৎকালীন চেয়ারম্যানের সহযোগিতায় হয়েছে সীমানা প্রাচীর। কিন্তু বর্তমান চেয়ারম্যান শ্রীহীন ভাবে পড়ে থাকা এই উপস্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে যথসামন্য কাজ করেই বাকী টাকা আত্মসাৎ করেছেন বলে দাবী স্থানীয়রা ।

খোড়াগাছ উপ-স্বাস্থ্যকেন্দ্র


রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সেবা নিশ্চিত করণে  খোড়াগাছ উপ-স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠার পরেই নিভৃত পল্লীর মানুষদের স্বাস্থ্যসেবায় স্বাস্থ্যকেন্দ্রে ১ জন মেডিকেল অফিসার,১ জন মেডিকেল এসিসট্যান্ট,১ জন ফার্মাসিষ্ট ও ১ জন এমএলএসএসসহ মোট ৪ টি পদে নিয়োগ প্রদান করা হয়। ৪টি পদে নিয়োগ  থাকলেও ১ জনকে দেখতে পান রোগী ও এলাকাবাসী।

এলাকাবাসীরা জানায়-এখানে ঝাড়–দারের পোষ্ঠে যিনি আছেন তিনিই শুধু জ্বর ও আমাশয় এর ঔষধ প্রদান করেন। এছাড়া আরও দাবী ঝাড়–দাড়ই রেজিস্টারে লিখেন এবং আর কোন কর্মকর্তাকে দেখতে পাওয়া যায় না- বলে অভিযোগ । 

উপজেলার সমগ্র মানুষদের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে এইসব উপস্বাস্থ্য কেন্দ্র এবং সেবা প্রদানে নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ চিকিৎসক কিন্তু তারা কোনদিন এই হাসপাতালে আসেননি অথচ তাদের বেতন প্রদান করা হচ্ছে ।


হাসপাতালের অনিয়ম-দূর্ণীতি এবং ঔষধ চোরকে ধরতে গিয়ে ১৯৮৮ সালে অস্ত্র মামলার আসামী হতে হয় এলাকাবাসীকে । এছাড়া বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্রটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে । 



২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ এর মাধ্যমে হাসাপতালে অবকাঠামো উন্নয়নে সংস্কার করণ প্রকল্পের মাধ্যমে জন্য ১ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয় । বর্তমান ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠান “ মের্সাস আখিরা ট্রেডার্স” এর  মাধ্যমে ইউপি সদস্য আলমগীর হোসেনকে সভাপতি করে যথসামান্য কাজ করে  ইউপি সদস্যসহ বাকী টাকা  আত্মসাৎ করেছেন বলে দাবী এলাকাবাসী । এছাড়াও চেয়ারম্যান নিজেই উদ্বোধন করেন । 

এই সব বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানের সাথে পরিষদে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 







     


 

পীরগঞ্জে  লীগে অনুপ্রবেশকারীদের বহিস্কার দাবীতে মানব-বন্ধন বিক্ষোভ মিছিল!

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে শানেরহাট ইউনিয়ন আওয়ামীলীগে সদ্য পাশ হওয়া নতুন কমিটিতে অনুপ্রবেশকারীদের বহিস্কারের দাবীতে কয়েকটি ব্যানার নিয়ে মাবন-বন্ধন বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত শতাধিক ত্যাগী কর্মী

গতকাল বড়দরগাহ্-মাদারগঞ্জ সড়কের শানেরহাট বাজারে মানব-বন্ধন অনুষ্ঠিত হয় মানব-বন্ধনে আসা একাধিক কর্মী জানান-সদ্য প্রকাশ হওয়া কমিটিতে বিগত কমিটির অনেক জ্যৈষ্ঠ নেতাদের বাদ দিয়ে সভাপতি সম্পাদক নিজেদের লোক দিয়ে বর্তমান কমিটি করার অভিযোগ করেন শানেরহাট ইউনিয়ন লীগের বর্তমান কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিড, বিএনপি এবং কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক তাদের কারণেই ইউনিয়নটির শতাধিক নেতাকর্মী পদবঞ্চিত হয়েছেন




অনুপ্রবেশকারী-বিএনপিকে কমিটিতে পদ দেয়া হয়েছে পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদেরকে বর্তমান কমিটি রাস্ট্রীয় দলীয় বিশেষ দিবসগুলোতে আমন্ত্রন করা হয় না বলেও অভিযোগ উঠেছে একপর্যায়ে ইউনিয়নটির ত্যাগী বঞ্চিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে  সন্ধ্যায় ইউনিয়নটির আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি সেলিম মিয়ার স্মরণে ফুয়াদ চৌধুরী অডিটোরিয়াম হলে আলোচনা সভা করে ওই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পৃথকভাবে পালনেরও সিদ্ধান্ত গ্রহন করে লীগের ত্যাগী কর্মীদের আয়োজনে মানব-বন্ধনে বক্তব্য রাখেন- ইউনিয়ন লীগের সাবেক সিনয়র সহ-সভাপতি আবুল কাশেম সুধা, সাবেক সাধারন সম্পাদক খন্দকার সাইফুর রহমান সুমন, ৩৪ বছরের সাবেক সভাপতি নুরুল মন্ডল

সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন লীগের সাবেক সাধারন সম্পাদক রুহুল আমীন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক নংওয়ার্ড লীগের সাবেক সভাপতি মিলন মিয়া, নং ওয়ার্ডের সাবেক সভাপতি দেলবর মিয়াসহ ইউনিয়ন ওয়ার্ড লীগের সাবেক সভাপতি/সম্পাদক কর্মীবৃন্দ বক্তরা সময় নতুন কমিটিতে হাইব্রিড অনুপ্রবেশকারীদের বহিস্কার বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার দাবী করে স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের স্পীকার . শিরীন শারমিন চৌধুরী এমপি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন

 

 

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget