মিঠাপুকুরে ধর্ষণের মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে মামলাবাজ জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে দিয়ে ধর্ষণের মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রবিউল ইসলাম নামে একজন ভুক্তভোগী।
মিঠাপুকুরে ধর্ষণের মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন |
মিঠাপুকুরে মানবতার ছায়া ফাউন্ডেশনের শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ
রুবেল ইসলাম,রংপুর অফিস
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ছিন্নমূল অসহায় মানুষের কল্যাণে নিয়োজিত সম্পূর্ণ অরাজনৈতিক একটি সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে পৃথক পৃথকভাবে ২০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
“মানবতার ছায়া ফাউন্ডেশন”এর ব্যবস্থাপনায় শুক্রবার (২৪ ই ডিসেম্বর) সকালে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে মকরমপুর গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ মসজিদের সামনে ও জুম্মার নামাজের পরে কেরামত মিয়ারহাট মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মকরমপুর পশ্চিমপাড়া জামে মসজিদে কম্বল বিতরণের সময় সভাপতিত্ব করেন কাফ্রিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান মাস্টার।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গোলাম মোস্তফা শাহীন(শাহীনুর),বিশেষ অতিথি মকরমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন এবং মানবতার ছায়া ফাউন্ডেশন আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম রাসেল, ত্রাণ বিষয়ক সম্পাদক রওশন আলী,ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলামসহ অন্যান্যরা।
বিকালে কেরামত মিয়ারহাট মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ইউপি সদস্য সাহার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শংকরপুর দাখিল মাদ্রাসার সুপার ইয়ার আলীর।এ সময় দপ্তর সম্পাদক সেলিম মিয়া, শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আবু রায়হান,সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক রোকনুজ্জামান সহ স্থানীয় মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন মানবতার ছায়া ফাউন্ডেশন ১৩টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। চলতি বছরে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাটের কিছু তরুণ উদ্দ্যমী যুবদের নিয়ে প্রতিষ্ঠা লাভ করে।
উত্তম প্রসাদ পাঠক রংপুর মেট্রো ডিবির একজন সৎ নিষ্ঠাবান জনবান্ধব পুলিশ অফিসার
উত্তম প্রসাদ পাঠক রংপুর মেট্রো ডিবির একজন সৎ নিষ্ঠাবান জনবান্ধব পুলিশ অফিসার
স্টাফ রিপোর্টারঃ
দায়িত্ব পালনে জনবান্ধব এবং জনসাধারণের কাছে জনপ্রিয় হয়ে উঠা একজন পুলিশ অফিসার উত্তম প্রসাদ পাঠক। বর্তমান রংপুর নগরী যেন এক নিরাপত্তার চাদরে বসবাস করছে। অন্যদিকে রংপুর নগরীর আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে রংপুর মেট্রোপুলিশ কমিশনার মানবতার ফেরিওয়ালা আবদুল আলীম মাহমুদ এর গৃহিত কর্মসূচীর বাস্তবায়ন ক্রমশ এগিয়ে যাচ্ছে রংপুর সিটি। দেশের জনগনের সার্বিক নিরাপত্তার জন্যে প্রয়োজন ভাল মানের পুলিশ প্রশাসন। যাদের কল্যানে আমাদের নিরপত্তা ব্যবস্থা নিশ্চিত হবে। সেজন্য প্রয়োজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল পুলিশ সদস্য। তবে বর্তমানে এ বাহিনীর কিছু কর্মকর্তা, পুলিশ সদস্যদের কাজের মাধ্যমে দিন দিন মানুষ বাহিনীটির উপর আস্তা ফিরে পাচ্ছে। তেমনি এক কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক। বর্তমান সরকারের ভাবমূর্তি রক্ষার্থে নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বর্তমান রংপুর মেট্রোপুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ এর নেতৃত্বে ও নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যেই সন্ত্রাসী,ডাকাত, মাদক ব্যবসায়ী গ্রেফতার, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার সহ অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রচুর সুনাম অর্জন করেছেন তিনি। রংপুর মেট্রোপলিটন পুলিশের আকাশে এক উজ্জল নক্ষত্র। যিনি তার দায়িত্ব পালন করে রংপুর নগরীর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছেন ভাল কাজ করে। তেমনি একজন দায়িত্বশীল, সৎ, নিষ্ঠাবান রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহনের নয় মাসের মধ্যে বার বার তিনি প্রশংসিত হয়েছেন কাজের মাধ্যমে । রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থাকে একটা ভাল অবস্থানে নিয়ে যাওয়ার পিছনে তার অবদানের কথা রংপুরের সাধারণ মানুষের জানা। তার কাজে জনসাধারন যেমন খুশি তেমনি তার অধিনস্থরাও সন্তুষ্ট। একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল অফিসার হিসেবে ইতোমধ্যে তিনি স্থান করেছেন নগরবাসীর তথা সাধারণ মানুষের মনে। জানা গেছে, রংপুর মেট্রো পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে যোগদানের পর থেকে তার চৌকস অফিসারদের নিয়ে রাত দিন পরিশ্রম করেন। রংপুর মেট্রোর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীকে গ্রফেতার, মাদক উদ্ধার, মামলার ঝট কমানোর ক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে অফিসেই নিষ্পত্তি এছাড়াও ছিনতাইকারী, অপহরণকারী, জাল টাকা ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী,চোর, ডাকাত গ্রেপ্তারে বিশেষ অবদান রেখেছেন তিনি। যার ফলে স্থানীয় থানা ও পুলিশ বিভাগের প্রতি জনগনের স্বস্তি আসা ও আস্থা এবং বিশ্বাসের সৃষ্টি হয়েছে। এছাড়াও তার কঠোর হস্তক্ষেপের কারণে করোনা ভাইরাসে আতংকের সুযোগে ব্যবসায়ী এবং মজুদদাররা আতংকিত। খাটের নিচে তেলের খনি- টিসিবি’র ১২৩৮ লিটার সয়াবিন তেল জব্দ,টিসিবি’র ৬৪৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার টিসিবি’র ৩১০৭ লিটার সয়াবিন তেল ও ১৫০ কেজি চিনি উদ্ধার,টিসিবি’র ৫৫৪ লিটার সয়াবিন তেল এবং ১০০ কেজি চিনি উদ্ধার,টসিবি’র ১৭৫৬ লিঃ সয়াবিন তৈল, ৯০০ কেজি চিনি এবং ৫০ কেজি ডাল উদ্ধার,ওএমএস এর ১৪০ কেজি চাউল উদ্ধার,করোনা ভাইরাস নিয়ে গুজব সংক্রান্তে ৫ জন আটক,নকল ব্লিচিং পাউডার কারখানা জব্দ এবং ৮০ কেজি নকল ব্লিচিং পাউডার বাজেয়াপ্ত,নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার ,১৬০০ কেজি নকল ধানের বীজ উদ্ধার, নকল হ্যান্ড স্যানিটাইজার ও নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরীর সরঞ্জামাদি তৈরী কারখানায় অভিযান,মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক এ অভিযান,নকল প্লাস্টিক কারখানায় অভিযান,নকল ব্যাটারীর কেমিক্যাল ও নকল সরঞ্জাম তৈরীর কারখানায় অভিযান,ভেজাল সেমাই তৈরীর কারখানায় অভিযান,অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বেকারীতে ভেজাল বিরোধী অভিযান,সাবান ফ্যাক্টরীতে ভেজাল বিরোধী অভিযান,শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী শাবলু গ্রেফতার,দালাল চক্র গ্রেফতার অভিযান খাটের নীচে তেলের খনি, টিসিবির মালামাল উদ্ধার,অবৈধ ক্লিনিকে অভিযান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় দালাল চক্রের সন্ধানে অভিযানের নেতৃত্বে সম্মুখ এই অফিসার কাজ করে যাচ্ছে অবিরাম। তার এই অভিযানে খুশী সাধারন মানুষ।
একের পর এক সাঁড়াশি অভিযানে লন্ডভন্ড করে দিয়েছে মাদকের অস্তানা। আলোচিত মামলার আসামীদের গ্রেফতার, অপহৃত উদ্ধার, টাকা, চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ রয়েছে নানা সাফল্য। এ ধারাবাহিকতা রক্ষা করতে পুলিশের পাশাপাশি ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সৎ ও নিষ্ঠাবান অফিসার উত্তম প্রসাদ পাঠক জানান,বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর নগরীতে অপরাধ অনেকটাই কমে গেছে।পাশাপাশি প্রতিটি অপরাধকে গুরুত্ব দেওয়ায় কমেছে অন্যান্য অপরাধসমূহও।
তথ্য সুত্রঃ মেট্রোপলিটন ডিবি, রংপুর।
শ্যামপুরে চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত খন্দকার মিলন স্টাফ রিপোর্টার
চিনিকল বন্ধের প্রতিবাদে হরতাল ও বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানার শ্রমিক, কর্মচারী ও আখ চাষীরা
রংপুরের শ্যামপুর চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছে মিলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষীরা। আজ বুধবার সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর চিনিকল এলাকায় এ হরতাল কর্মসূচি পালিত হয়।
আখ চাষী ও চিনিকলে কর্মরত কর্মচারী ও শ্রমিকরা সকাল থেকে চিনিকলের সামনের ফটকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে।
সমাবেশ থেকে আখ মাড়াই কার্যক্রম চালুসহ বন্ধ করে দেওয়া ছয়টি চিনিকল খুলে দেওয়ার দাবি জানানো হয়। এ সময় হরতালের প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ রাখেন।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শ্যামপুর চিনিকল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সমাবেশে আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর জানান, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে চিনিকলগুলোকে বন্ধ করে দেয়ার পাঁয়তারা করা হচ্ছে। শ্যামপুর চিনিকলের সাতশ থেকে আটশ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী, ১২ হাজার আখ চাষীসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় দেড় লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।
শ্যামপুরে চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত করছেন শ্রমিকরা
শ্যামপুর চিনিকল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন বলেন, ‘১৫ টি চিনিকলের মধ্যে নয়টি চিনিকল চালু করলেও এখনো ছয়টি চিনিকল বন্ধ রয়েছে। এর মধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এই চিনিকল চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি মেনে নিতে হবে।’
দাবি মেনে না নেওয়া হলে রেলপথ, রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকলে আখমাড়াই বন্ধ রেখে ৯ টি চিনিকলে আখ মাড়াই চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।
অসহায়-দুস্থদের মাঝে রংপুর জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ
খন্দকার মিলন,স্টাফ রির্পোটার
রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় -দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে নগরীর বেতপট্টিতে অবস্থিত জেলা আওয়ামী লীগ এর কার্যলয় প্রাঙ্গনে প্রায় পাঁচ শতাধিত অসহায় -দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ,সাধারন সম্পাদক এ্যাড: রেজাউল করিম রাজু,যুগ্ন সাধারন সম্পাদক মোতাহার হোসেন মওলা,সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম,জসিম বিন জুম্মন,দপ্তর সম্পাদক আমিন সরকার,
প্রচার সম্পাদক লতিফা শওকত,আইন বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান,
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড:আতিকুল ইসলাম কল্লোল,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মনি,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু,উপ-দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু,উপ-প্রচার সম্পাদক মাহমুদ হাসান,জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার প্রমুখ।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু বলেন,দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ আজ শীতে কষ্ট পাচ্ছেন, তাদের একটু উষ্ণতার জন্য সরকারের পাশাপাশি সমাজের সকল মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
অসহায়-দুস্থদের মাঝে রংপুর জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ |
!পীরগঞ্জে অবৈধ ইট ভাটায় অভিযান, এবং ৮ লাখ টাকা জরিমানা!
রংপুরে যুব ফোরামের সাথে লালতীরের মতবিনিময় ও চুক্তিস্থাপন
চুক্তিস্থাপন করছেন রুবেল ইসলাম |
রংপুরে যুব ফোরামের সাথে লালতীরের মতবিনিময় ও চুক্তিস্থাপন |
সোমবার সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের বউ বাজার লতিবপুর যুব ফোরামরে সামনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লীল তীর সীডের রংপুর বিভাগীয় কর্মকর্তা হোসেন আলী,রংপুর জেলা কর্মকর্তা মেহেদী হাসান ও ইওয়াইডবিøউ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক চন্দ্র সহ অন্যান্যরা। যুব হাব সেন্টার থেকে বীজ বিপনন জন্য রানীপুকুর যুব ফোরাম সভাপতি শাহাজাদা খান,লতিবপুর যুব ফোরাম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও কাফ্রিখাল যুব ফোরাম সভাপতি রুবেল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাধীনতাবিরোধী_অপশক্তিকে_নির্মূলই_বিজয় #দিবসের_প্রত্যয়ঃ #এসপি_বিপ্লব_সরকার
#স্বাধীনতাবিরোধী_অপশক্তিকে_নির্মূলই_বিজয় #দিবসের_প্রত্যয়ঃ #এসপি_বিপ্লব_সরকার
২০ ডিসেম্বর খ্রিঃ (রবিবার) পুলিশ অফিস সম্মেলন কক্ষে সকল অফিসার ইনচার্জ গণের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, #জনাব_বিপ্লব_কুমার_সরকার_বিপিএম (#বার) #পিপিএম_পুলিশ_সুপার_রংপুর মহোদয়।
উক্ত মতবিনিময় সভার শুরুতেই পুলিশ সুপার রংপুর মহোদয় বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব তার চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্তিমজ্জায় মিশে আছেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবাদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে #বঙ্গবন্ধুর #জন্মশতবার্ষিকী #মুজিববর্ষ। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। যতদিন এ দেশ থাকবে, এ জাতি থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। বর্তমান পুলিশ বঙ্গবন্ধুর আদর্শের পুলিশ।
এসময় রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, #জনাব_বিপ্লব_কুমার_সরকার_বিপিএম (#বার) #পিপিএম_পুলিশ_সুপার_রংপুর মহোদয় বিশেষ মতবিনিময় সভায় সকলকেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাঁকে হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু আজ বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। এখানেই বাংলাদেশের সার্থকতা। তিনি বলেন, ‘আজ অর্থনৈতিক, মানব উন্নয়ন, সামাজিক—সব সূচকে আমরা যা অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা তা ছাড়িয়ে গেছি, এখানেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার সার্থকতা। এই ষড়যন্ত্র রুখতে বাংলাদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই বিজয়ের এই দিনে প্রত্যয় বলে ঘোষণা করেন পুলিশ সুপার রংপুর মহোদয়।
তিনি আরো বলেন দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সমাজে নারী, শিশু ও প্রবীণদের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে জনসম্পৃক্ততার মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠনে আপনাদের অগ্রপথিকের ভূমিকা পালন করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, রংপুর জেলা পুলিশ সার্বিক কল্যাণে নিয়োজিত থাকবেন। মানুষ বিপদের সময় পুলিশের কাছেই সাহায্য চায়। তাই সেবা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশ সদস্যদের জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়ে পুলিশ সুপার মহোদয় বলেন, ‘তার জন্য দরকার চৌকস, পেশাদার, দক্ষ ও জনবান্ধব পুলিশ সার্ভিস। আমরা সেটা গঠন করতে দৃঢ়প্রতিঞ্জা।
বিশেষ মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ গণের উদ্দেশ্য পুলিশ সুপার রংপুর মহোদয় আরো বলেন মূলতবী মামলা সমূহের তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নিষ্পত্তি করার জন্য বিবিধ নির্দেশনা প্রদান করেন, সাধারন মানুষের দোরগোড়ায় আরও বেগবান হয়ে সেবাদান চলমান রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান একই সাথে কোন অফিসারের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পেলে ছাড় দেয়া হবেনা জানান। থানা এলাকায় কোন প্রকার সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি না পায় বা কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড না ঘটে সেদিকে নজরদারী বাড়ানোসহ দৃশ্যমান পুলিশিং এর জন্য সকলকে জোর আহ্বান জানান। উভয় থানা এলাকায় বিট পুলিশিং ব্যবস্থা জোড়দার করার জন্য বিট অফিসারদের প্রতি মনিটরিং বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন।
বিজয় দিবস-২০২০ ভার্চ্যুয়াল সিএমএসএমই বিভাগীয় মেন্টরশীপ প্রোগ্রাম
Bijoy Dibosh -2020 Virtual CMSMEs Divisional Mentorship Program
ICE Center, University of Dhaka
The Innovation, Creativity and Entrepreneurship (ICE) Center of the University of Dhaka is organizing “Bijoy Dibosh -2020 Virtual CMSMEs Divisional Mentorship Program” from December 21-24, 2020.
Designed for the CMSMEs of the different districts of Bangladesh, a total of 64 hour (08 hour per division) of virtual mentorship will be arranged. Day long mentorship program for each division will cover issues such as 1) Marketing, supply chain management and technology; 2) Legal, governance and documentation; and 3) Strategy, diversity and mental health and 4) Finance, accounts and stimulus.
Zoom Meeting Link and ID for Rangpur, Barishal, Sylhet and Mymensingh division:
https://zoom.us/j/7524018286
Meeting ID: 752 401 8286
Zoom Meeting Link and ID for Rajshahi, Khulna, Chattogram and Dhaka division:
https://zoom.us/j/6616804229
Meeting ID: 661 680 4229
CMSMEs will get the opportunities to interact with experts from government, banks, financial institutions, industries, academicians, and other relevant stakeholders and receive their valuable insights and experiences.
This mentorship program is a part of the “REVIVE” Project of the ICE Center, DU implemented in partnership with the United Nations Development Program (UNDP), Bangladesh.
Md. Rashedur Rahman
Executive Director, Innovation, Creativity, and Entrepreneurship (ICE)
Associate Professor, Department of Organization Strategy and Leadership
University of Dhaka
রংপুরে দালাল চক্রের সাত সদস্য গ্রেফতার
রুবেল ইসলাম,রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে দালাল চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক অভিযানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রধান প্রবেশ পথের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে দালাল চক্রের সাত সদস্যকে গ্রেফতার।
ঘটনার বিবরণীতে জানা যায়, রংপুর মহানগরী এলাকার রংপুর মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে প্রত্যহ যে সকল অসুস্থ রোগী আসে তারা নানাভাবে দালাল চক্রের সম্মুখীন হচ্ছে এবং এই দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের জোড় করে/বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ডাক্তার ও ক্লিনিক থেকে অ
অদ্য ২০/১২/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি), এসআই (নিঃ) মোহাম্মদ গোলাম মোর্শেদ, এসআই (নি) বাবুল ইসলাম, এসআই (নি) মোহাম্মদ নাজমুল ইসলাম, এসআই (নি) তসলিম উদ্দিন আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে রংপুর মেডিকেল কলেজ এর ইমারজেন্সি সামনে এবং মেডিকেল কলেজের প্রধান প্রবেশপথের সামনে চলাচলের পাকা রাস্তার উপর হতে চিকিৎসা নিতে আসা সেবা গ্রহীতাদের ও তাদের আত্মীয়স্বজনদের ইচ্ছাকৃত বাধাপ্রদান মারমুখী আচরণ এবং ভয়-ভীতি দেখানো, বাকবিতন্ডা করার সময় দালাল চক্রের সাত জন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১) মোঃ আবুল কাশেম (৫০) পিতা- মৃত আক্তার হোসেন সাং- হাসনা বাজার, ওয়ার্ড নং- ২ থানা- হাজিরহাট,২) মোঃ রফিক(৪১) পিতা- অকিবউদ্দিন সাল- কদমতলা, ওয়ার্ড নং-৩ থানা পরশুরাম, ৩) মোঃ আঃ মন্নাফ (৩৫) পিতা- তফেল উদ্দিন, সাং- হরিরাম পিরোজ, ওয়ার্ড নং-২, থানা- হাজীরহাট,
৪) মোঃ দুলাল (৪৫) পিতা- মৃত আনচারউল্লাহ, সা- সিও বাজার কেল্লাবন্দ, ওয়ার্ড ১৬ থানা - কোতয়ালী,৫) মোঃ খোরশেদ আলম (৬৭) পিতা- মোঃ মনছুর আলী, সাং- পান্ডার দিঘি ওয়ার্ড নং-৩ থানা- হাজিরহাট ৬) মোঃ ইসরাফিল (৩২) পিতা- মৃত এলাহী সাং- ধাপ কাকলী লেইন, ওয়ার্ড-১৯ থানা- কোতয়ালী সকলেই মহানগর রংপুর,৭) মোঃ জাহেদুল ইসলাম (৪৫) পিতা- এলাহী বকশ, সাং- একরচালী তারাগঞ্জ, থানা- তারাগঞ্জ, জেলা- রংপুর।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ
০১ জন আসামী গ্রেফতার
গত ১৭ ডিসেম্বর, ২০২০ খ্রিঃ রাত অনুমান ২১.৩০ ঘটিকায় আরপিএমপি ডিবি টিমের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার।
খন্দকার আল মামুন মিলন
সম্পাদক
আর্গন নিউজ বিডি
বিজয় দিবসে জাতীয় পতাকার অবমানানা করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তাজহাট থানায় এই অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ফলকের সামনে জাতীয় পতাকার সবুজের মধ্যে লাল অংশ গোলাকার না করে বিকৃতি করে আয়তকার করে প্রদর্শন করা হয়েছে। এছাড়া পতাকাটি নিম্নমুখি করে পায়ের নিচে ফেলা হয়। যাদের অভিযুক্ত করা হয়েছে করা হয়েছে তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকাতা বিভাগের সহকারী অধ্যাপক তবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক শামীম হোসেন, ইতিহাস ও প্রত্নতত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, মার্কেটিং বিভাগের সহাকারি প্রক্টোর ও সহকারি অধ্যাপক মাহামুদুল হাসান, সমাজ বিজ্ঞান বিভাগের রাম প্রসাদ বর্মণ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক বাসক রহমতুল্লাহ, একই বিভাগের সহকারী অধ্যাপক কাইয়ুম, পিএস আমিনুর রহমান।
এছাড়া আরো ৮/৯জনকে অজ্ঞাত আসামী করা হয়। মামলায় বলা হয় ৪ নং আসামী বিষয়টি ফেসবুকে পোস্ট দিলে পরদিন ১৭ ডিসেম্বর সবার দৃষ্টি গোচর হয়। এছাড়া আসামীরা স্বেচ্চঅয় স্বজ্ঞ্যনে জাতীয় পতার বিধি মামলার ব্যতয় গটিয়েছেন। এছাড়া ১নং আসামী তার ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দিয়েছেন বলে উল্লেখ করা হয়।এর আগে ছাত্রলীগ ও মহানগর যুবলীগ এ ঘটনার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেন।
এদিকে অভিযোগ উঠেছে মহান বিজয় দিবস দায়সারাভাবে পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়নি। এমন দিনেও ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এর আগে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসেও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বধ্যভূমিতে শ্রদ্ধা জানায়নি প্রশাসন। সেদিনেও ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন উপাচার্য। এসব কর্মকান্ডের প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় অধিকার সুরক্ষা পরিষদ।
তাজহাট হাট থানার ওসি ( তদন্ত) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।
"সদর উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ "
রংপুর হোমিও কলেজের শিক্ষক ও সাংবাদিক
শরিফুজ্জামান রিপন আর নেই!
রংপুর হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক ও সাংবাদিক,
নিউ আদর্শ পাড়া নিবাসী শরিফুজ্জামান রিপন ভাই আর নেই। আজ সকাল সাড়ে ১১ টায় হার্ট অ্যাটাকে চলে গেলেন তিনি না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে ইউপি সাধারণ সদস্য হিসেবে নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছেন হিরু মিয়া।জনগণের সমর্থন নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।
রংপুরে দাদন ব্যবসায়ীর হাতে মারধরের শিকার আলমিনা মেরে ফেলার হুমকিতে দিশেহারা পরিবার
খন্দকার আল মামুন মিলন,সম্পাদক
রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের রামজীবন মন্ডল পাড়ায় দাদন ব্যবসায়ী নাজমুল ও তার লোকজনের হাতে মারধরের শিকার আলমিনা বেগম ও তার পরিবার ন্যায় বিচার চান! এ ঘটনায় আদালদে মামলা করলে থানা থেকে পুলিশ তদন্ত করে প্রমাণ পান।
সরেজমিনে মামলা ও ঘটনার বিবরনে জানা যায়- রংপুর সদরের রামজীবন মন্ডল পাড়ার কামেলীয়া ও গোলামিয়া পাক দরবার শরীফ এর গদ্দীনশিন ফারুক মিয়ার (৫৫) ছেলে দাদন ব্যবসায়ী নাজমুল হোসেন (২৭) এর কাছ থেকে (লাভের উপর) প্রতি খন্দে অর্থাৎ বছরে ২বার ২৫ মণ করে ধান দেয়ার শর্তে ৭০ হাজার টাকা ধার নেন।
কামেলীয়া ও গোলামিয়া পাক দরবার শরীফ গদ্দীনশিন ফারুক এর আস্তানা |
আলমিনার স্বামী পার্শ্ববর্তী পালিচড়া দোলাপাড়া গ্রামের মিজানুর রহমান(৫০)। সে মোতাবেক গত ৪ বছরে ২শ মণ এরও বেশী ধান লভ্যাংশ হিসেবে দেওয়া হয়। পাশাপাশি ধারকৃত মূল ৭০ হাজার টাকাও দেড় বছর পূর্বে দাদন ব্যবসায়ী নাজমুলকে ফেরৎ দেওয়া হয়। কিন্তু দাদন ব্যবসায়ী নাজমুল আলমিনা ও মিজানুরের কাছ থেকে চক্রবৃদ্ধিহারে আরো ৮ হাজার টাকা (সুধ) লভ্যাংশ দাবী করে বসলে নিরুপায় হয়ে গত দেড় বছরে ৩ ক্ষণের মধ্যে এক ক্ষণ (৮ কুড়ি) ধান দিলেও ২ ক্ষণ বকেয়া পড়ে যায়। এনিয়ে দাদন ব্যবসায়ী নাজমুলের ডাকে এলাকায় সম্প্রতি গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থতিতে এক শালিসি বৈঠকে চলতি আলু মৌসুম শেষে লভ্যাংশের ৮হাজারসহ বকেয়া দুই ক্ষণের ১৬ মণ ধান দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়।
কিন্তু ঘটনারদিন গত ২০ নভেম্বর ২০২০ ইং রোজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভুক্তভোগী আলমিনা বেগম তার বাবার বাড়ি রামজীবন মন্ডলপাড়া থেকে তার স্বামীর বাড়ি যাবার প্রাক্কালে একই এলাকার দাদন ব্যবসায়ী নাজমুল(২৭), তার পিতা ফারুক মিয়া(৫০), ভাই নাসির হোসেন(২২) ও তার মা নার্গিস বেগম(৪০) তাদের বাড়ির সামনে আলমিনাকে আটক করে তার স্বামীর কাছ থেকে বকেয়া সুদের টাকা কবে পাবে বলে জিজ্ঞাসা করেন।
এ সময় আলমিনা বেগম তাদের বলেন দেওয়ানিরা যে সময় বেধে দিয়েছেন তার মধ্যে পরিশোধ করা হবে। একথা শুনে দাদন ব্যবসায়ী নাজমুল ও তার বাবা ফারুক মিয়া আলমিনাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকী দেওয়া শুরু করলে আলমিনা এর প্রতিবাদ করেন। এতে দাদন ব্যবসায়ী নাজমুল ও তার পরিবারের লোকজন আরো ক্ষিপ্ত হয়ে লাঠি শোঠা ও বিভিন্ন দেশীও অস্ত্র নিয়ে তার উপর মধ্যযুগীয় কায়দায় মার ডাং, শ্লীলতাহানী ও গলায় ওরনা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে আলমিনা জ্ঞান হারিয়ে মাঠিতে পড়ে যান। এসময় বেগতিক ভাব দেখে দাদন ব্যবসায়ী নাজমুল ও তার লোকজন আলমিনার কাছে থাকা জমিবন্ধকীর টাকা নিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন আলমিনাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এদিকে চিকিৎসা শেষে আলমিনার স্বামী মিজানুর রহমান বাদী হয়ে উক্ত ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে স্বারক নং ৬৯/২০ তাং ২৯/১১/২০ ইং মূলে ৪ জনকে বিবাদী করে ১১/১২/২০ ইং তারিখে রংপুর সদর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩। ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/ ৩২৬/ ৩০৭/৩৭৯/৫০৬ ও ১১৪ পেনাল কোড রুজু করা হয়।
বিচার প্রত্য়াশী ভুক্তভোগী আলমিনার বাবা |
এবিষয়ে রংপুর সদর কোতয়ালি থানার অফিসার্স ইনচার্জ বাবুল কুমার রায় ঘটনাস্থল নিজেই পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতাও পাওয়া গেছে বলে সাংবাদিকদের তিনি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সাথে কথা বলে জানা যায়- মামলার ১নং আসামী সাবেক শিবির নেতা জনতা ব্যাংক সৈয়দপুর শাখা অফিসের কেয়ারটেকার ফারুক মিয়াকে ১৫ ডিসেম্বর দিবাগত রাতে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ছাড়া ফারুখ মিয়া প্রতিবছর তার বাড়িতে ওয়াজ মাহফিল করে টাকা আয় করেন। এছাড়া ব্যাংকে কেয়ারটেকারের চাকুরী করার কারণে চক্রকারে এলাকায় রমরমাট সুদের ব্যবসা করেন।
উল্লেখ্য দাদন ব্যবসায়ী নাজমুল রংপুর নগরীর নামীদামী ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান পদে কর্মরত আছেন। বর্তমানে গ্রেফতার আতংকে তিনিসহ অপর আসামীরা গা ঢাকা দিয়েছেন।
রংপুরে ডিবি পুলিশের জালে দালাল চক্রের ছয় সদস্য
রুবেল ইসলাম,রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক দালাল চক্রের ০৬ সদস্য আটক করেছে।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফারুক আহমেদ ও পুলিশ পরিদর্শক এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই (নিঃ) নাজমুল ইসলাম,এসআই বাবুল ইসলাম,এসআই সাইয়ুম তালুকদার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন কাচারি বাজার সংলগ্ন বিআরটিএ অফিস এর অফিসের আশেপাশে থেকে ০৬ জন দালাল চক্রের সদস্য দের গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণিতে জানা যায়, উক্ত দালাল চক্রের সদস্যরা বিআরটিএ অফিসে মোটর ও ড্রাইভিং রেজিঃ করতে আসা আগত সেবা গ্রহিতাদের সেবা প্রদানে বাধা দান, সরকারী অফিসের ডেস্কে বসে কাজ করা, অবৈধ ভাবে টাকা দাবি করতো। সেখানে উপস্থিত সেবা নিতে আসা লোকদের কাছে থেকে দালালদের বিরুদ্ধে উক্ত অভিযোগগুলো পাওয়া যায়।
দালাল চক্রের সদস্যদের মধ্যে দেলোয়ার হোসেন (৫০), পিতা- মৃত শমসের আলী,আঃ রশিদ (৩১) পিতা- জয়নাল আবেদিন, সাং- বাহার কাছনা, উভয় থানা-হারাগাছ, মহানগর, রংপুর, লিটন সরকার (৪০), পিতা- মৃত তমিজ উদ্দীন, সাং- কেড়ানীপাড়া, রিজাউল করিম রাজু (৫০), পিতা- মৃত মেনহাজ উদ্দীন, সাং- কেড়ানীপাড়া,হুমায়ন কবির (৩৮), পিতা- আবু হানিফ মিয়া, থানা- কামাড়পাড়া,আল-আমিন হোসেন (৩১), পিতা- আমজাদ হোসেন, সাং- মেডিকেল পূর্বগেট, সর্ব থানা-কোতয়ালী, মহানগর, রংপুর।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।