July 2021

 রংপুরে সড়ক দূঘটনায় নিহত-৬


রুবেল ইসলাম,রংপুর ।।

রংপুরর মিঠাপুকুরে দুই যাত্রীবাহি বাসের মুখামুখি সংঘর্ষে ড্রাইভার সহ ৬ জন নিহত হয়েছেন,আশংকাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে ৫জন, আহত হয়েছেন অন্তত ৩৫ জন।পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। আহতদের হাসপাতে চিকিৎসা দেয়া হচ্ছে।


সকাল ৭টা৪৫ মিনিটে উপজেলার বলদীপুকুর এলাকায় ঢাকা থেকে রংপুরের দিকে আসা 'সেলফী এন্টারপ্রাইজের' সাথে বিপরীত দিক থেকে আসা 'জোয়ানা এন্টারপ্রাইজের' মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন পরে হাসপাতালে নেওয়ার সময় আরও ১জন মারা যান।এ ছারা আশংকাজনক অবস্থায় রমেকে চিকিৎসা নিচ্ছেন ৫জন, আহত হন প্রায় অন্তত ৩৫ জন।


স্থানীয় ও ভুক্তভোগী জানান, দ্রুত গতি এবং ড্রাইভার ঘুমানোর কারনেই হয়তো দূর্ঘটনাটি ঘটেছে দাবী করছেন । পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়।পুলিশ জানিয়েছে আহতদের সুচিকিৎসার পাশাপাশি নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


মিঠাপুকুরে পানিতে ডুবে হাসান ও হোসাইন নামে জমজ শিশুর মৃত্যু


রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুরের কাফ্রিখাল ইউপির শ্যামপুর গ্রামে পানিতে ডুবে হাসান (৯) ও হোসাইন (৯) নামে জমজ শিশুর মৃত্যু । জমজ শিশু দুইটি ঐ গ্রামের রবিউল ইসলামের ।




রবিবার সকাল সাড়ে দশটার বাড়ির পাশে খালে পানি দেখতে গিয়ে এ ঘটনা ঘটে । এলাকাবাসী সূত্রে জানা যায়- খালে নৌকায় ঐ দুই শিশু খেলা করছিলো । গতকালও তারা সেই নৌকায় খেলাধুলা করেছে । কিন্তু আজ খেলা করতে গিয়ে হঠাৎ একভাই পড়ে গেলে তাকে তুলতে গিয়ে সেই ভাইয়েও পানিতে পাড়ে যায় । তারা দুজনে কেউ সাঁতার জানতো না ।

শিশু দুইটির পিতা রবিউল ইসলাম জানান- তিনি ঠাকুরগাঁও জেলায় একটি মার্কেটিং চাকুরী করেন।সেখানে সমগ্র পরিবারে থাকেন । করোনা কালীন সময়ে পুরো পরিবারসহ বাড়িতে অবস্থান করছেন । বাবার স্বপ্ন দুই সন্তানকে হাফেজ বানাবেন।
এ ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ।

 রংপুরের হরিদেবপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ" 

♦সাঁড়াশী অভিযান চালিয়ে ধর্ষক সাগর মহন্তকে

      গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ


নিজস্ব প্রতিবেদক

মায়ের কোল থেকে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী শ্রী সাগর মহন্তের বিরুদ্ধে । এঘটনার পর সাঁড়াশী অভিযান চালিয়ে ধর্ষক শ্রী সাগর মহন্তকে গ্রেফতার করেছে কোতয়ালী (সদর) থানা পুলিশ।

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিশ্বনাথপুর গ্রামে । বর্তমান শিশুটি রংপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসাধীন রয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার (এ -সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন সাংবাদিকদের জানান, অমানবিক ওই ঘটনাটি শোনার পর আমি ধর্ষককে গ্রেফতারের জন্য নির্দেশ দেই। বিভিন্নস্থানে অভিযানের পর ধর্ষক সাগর মহন্তকে মিঠাপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে। আমি তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে ধর্ষণের পুরো ঘটনাটি স্বীকার করেছে।




শিশুর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানাগেছে, মায়ের কোলে ছিল পাঁচ বছরের শিশু কন্যাটি। খেলার কথা বলে মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে যায় পার্শ্ববর্তী বাসিন্দা কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের এমএ ক্লাশে অধ্যায়নরত শিক্ষার্থী শ্রী সাগর মহন্ত । গরু রাখার ঘরে নিজের বিছানায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। প্রচন্ড রক্ত ক্ষরণে শিশুটি অচেতন হয়ে পড়লে পালিয়ে যায় ধর্ষক শ্রী সাগর মহন্ত। 

একপর্যায়ে চিৎকার শুনে পরিবারে লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষক শ্রী সাগর মহন্তের বিরুদ্ধে রংপুর কোতয়ালী (সদর) থানায় একটি মামলা দায়ের করেন। 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজার রহমান আমাদের এ প্রতিবেদককে জানান, ওই ধর্ষণের ঘটনাটি শোনার খবর পেয়ে সেখানে দ্রুত আমার অফিসার ও ফোর্স পাঠাই। অভিযুক্ত শ্রী সাগর মহন্তকে আটক করার চেষ্টা চালাই। পরে অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন স্যারকে বিষয়টি জানালে তাঁর নির্দেশে গত তিনদিন ধরে আসামী সাগর মহন্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে সাঁড়াশী অভিযান চালানো হয়। অবশেষে গতকাল শনিবার তাকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

-----------------------------------------------------------------------------------
অদ্য ১৬-০৭-২০২১ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত¡াবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) জনাব মোঃ ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরী কোতয়ালী ও মাহিগঞ্জ থানা এলাকায় দুটি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।


 প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এসআই(নিঃ) সবিন চন্দ্র মাহাতো এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে উক্ত থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ সাতগাড়া সবুজপাড়া জামে মসজীদের গলি জনৈক মোঃ আব্দুল কাদের(২২), পিতা-মোঃ জামাল উদ্দিন সাং- সাতগাড়া সবুজপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর এর মুদি দোকানের সামনে চলাচলের গলি রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ভ্রাম্যমানভাবে বিক্রয়করা কালে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ এনামুল হক বিদ্যুৎ (৩২), পিতা মৃত ইসমাইল হোসেন মাতা- মোছাঃ রাবেয়া বেগম, সাং- সাতগাড়া সবুজ পাড়া, ওয়ার্ড নং-১৭,  থানা- কোতয়ালী, মহানগর রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।



অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওহাহিদ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম, সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই(নিঃ) সবিন চন্দ্র মাহাতো এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে উক্ত থানাধীন কল্যানি ইউনিয়ন ০২ নং ওয়ার্ডস্থ ফতা মৌজাধীন নব্দিগঞ্জ বাজার হইতে আমতলী বাজার গামী ফরিদের ভাংগা ব্রিজের পাশের্^ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ ইয়াছিন আলী (৫২), পিতা-মৃত তাইজ উদ্দিন, মাতা- মৃত হালিমা বেগম, সাং- পশ্চিম বাহাগিলী, ইউপি কুর্শা,থানা-কাউনিয়া, জেলা-রংপুর কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।

  মিঠাপুকুর থানা পুলিশ কর্তৃক ফেন্সিডিল উদ্ধার !

মাদক সম্রাট চান মিয়া গ্রেফতার

রংপুর অফিস
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৩২ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাট চান মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গতকাল বুধবার রাত সাড়ে আটটায় থানাধীন ১৫ নং হযরতপুর ইউনিয়ন এর ছোট হযরতপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী চান মিয়া 



দীর্ঘদিন ধরে ছোট হযরতপুর গ্রামে মৃত এমাজউদ্দীনের ছেলে মাদক সম্রাট চান মিয়া অরফে চান্দু (৫৮) ফেন্সিডিলসহ নানাবিধ নেশাদ্রব্য বিক্রয় করে আসছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন ।

ডি-সার্কেল সিনিয়র এএসপি কামরুজ্জামান জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মিঠাপুকুর ও পীরগঞ্জ থানায় ০৬ টি মাদক মামলা রয়েছে ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

রংপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন



রংপুর অফিস 

রংপুরের পাগলাপীরে মাদক বিক্রিতা ও মাদকসেবি এবং কিশোর গ্যাং‘র হামলার শিকার হন সাংবাদিক নওশের আলম সুৃমন।তিনি সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও সদর প্রেসক্লাবের সদস্য। তার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের গ্রেফতারের দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে রংপুরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে পাগলাপীর জিরো পয়েন্টে সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি ও মানব কণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমি, সিনিয়র সহ সভাপতি ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি মামুন রশিদ, প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল, এবং হাজিরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আল- আমিন রব্বানী  ও কেটিভি বাংলা ও বাংলাদেশ ট্রিবিউন রংপুর প্রতিনিধি রুবেল ইসলাম  প্রমুখ।




মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক সুমনের উপর হামলাকারী কিশোর গ্যাং এর সদস্য ও মাদকব্যবসায়ীদের গ্রফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, গত সোমবার ( ১২ জুলাই) পাগলাপীরের পাঠান পাড়ায় মাদকব্যবসায়ী কিশোর গ্যাং এর সদস্যরা এলাকাবাসীর উপর হামলা করলে সাংবাদিক সুমন খবর পেয়ে ঘটনা স্থলে ছবি তোলার চেষ্টা করে। এসময় সন্ত্রাসীরা সুমনের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে যায়। পরে এলাকাবাসী সুমনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রংপুর কোতোয়ালি (সদর) থানায় সাংবাদিক সুমন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 


আইনগত বিজ্ঞপ্তি

এতদ্বার সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে-খোর্দ্দ শান্তিপুর মৌজাস্থিত নিম্ন তফশীল বর্ণিত জমি পারিবারিক মৌখিক আপোষ বন্টন নামা মতে মালিক মরুহুম তোফাজ্জল হোসেন এর পুত্র মোঃ শহিদুল ইসলাম ওরফে মহিদুল ইসলাম,০৬(ছয়) শতক জমি মোঃ রবিউল ইসলাম এর নিকট সাফ বিক্রয় করার প্রস্তাব করেন এবং বায়না চুক্তি করেন।উক্ত জমিতে যদি কাহারো কোন দাবি দাওয়া বা ওজর আপত্তি থাকে বা কোন অর্থলগ্নী প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকে তা হলে অত্র বিজ্ঞপ্তি প্রকাশের ০৭(সাত) দিনের মধ্যে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে । অন্যথায় উহা নিষ্কন্টক বলে বিবেচিত হইবে । 


জমির তফশীল


জেলাঃ-রংপুর,থানাঃ-মিঠাপুকুর,মৌজাঃ-খোর্দ্দ শান্তিপুর,জে এল নংঃ- ১২৬ ,এস এ খতিয়ান নংঃ-৪১, এস এ দাগ নংঃ- ২৩৪,আর এস খতিয়ান নংঃ- ৯৯ আর এস দাগ নংঃ- ৩৭৫, জমি ৪১ শতকের মধ্যে ০৬(ছয়) শতক টাওয়ার সংলগ্ন উত্তর পাশের জমি।


যোগাযোগঃ- 

মোঃ শহিদুল ইসলাম

এ্যাডভোকেট

রংপুর জজকোর্ট,রংপুর ।

মোবাঃ- ০১৭১৪-২৩০৮৫২,০১৭৬৮-৪৫৫৭২২ 




মিঠাপুকুরে ৫ সন্তানের জনকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ


রুবেল ইসলাম,রংপুর ।।

রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে তিন সন্তানের জননীকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে পাঁচ সন্তানের জনক ফজলুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক ফজলুল হক পলাতক আছেন। 


গত বৃহস্পতিবার  রাত সাড়ে আটটার দিকে আকিজ বিড়ির ফ্যাক্টরি থেকে বাড়িতে আসার পথে হত্যার হুমকি দিয়ে জনৈক ঐ নারীকে মুখে গামছা দিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে ফজলুল মিয়া । 



এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোতাহার হোসেন লাভলু মিয়া  ও মহিলা ইউপি সদস্যার স্বামী মোঃ মোখলেছুর রহমান একাধিকবার বিচারের চেষ্টা করলে বিচারস্থলে ফজলুল ছেলেরা তার বাবাকে উপস্থিত করার সময় নেয়। নির্দিষ্ট সময়ে উপস্থিত না করে উল্টো বিচারকের হামলা চালায় তারা।


ধর্ষক ফজলুল মিয়া ইতিপূর্বে আরও অনেক মহিলার সাথে জোড়পূর্বক ধর্ষণ করার ও শালীনতাহানির চেষ্টা করেছে  বলে দাবী করেন এলাকাবাসী । এছাড়াও সে সুদের ব্যবসা করে বলে অভিযোগ করেন কেউ কেউ। 


চেংমারী ইউনিয়নে ইতিপূর্বে সে একজন মহিলার সাথে ধরা পড়লে তৎকালীন চেয়ারম্যান শামছুল ইসলাম তার বিচার করেন। এছাড়াও কুড়িগ্রাম ও লালমনির হাটে গিয়ে অনেক অনৈতিক কাজ করেন বলে দাবী করেন এলাকাবাসী । উপযুক্ত শাস্তি  ও ধর্ষকের দাবী করেন স্থানীয় মহিলা । 


নাম প্রকাশে অনিশ্চুক একজন মহিলা বলেন- বাড়ি থেকে একটু অদূরে রাস্তারন পাশে কয়েকটি দোকান সেখান থেকে মাঝে মধ্যে ঔষধ কিংবা প্রয়োজনীয় খরচ স্বামীর অবর্ত মানে নিয়ে আসে মহিলারা । এধরণের ধর্ষকেরা যদি একটু ফাঁকা জায়গায় লুকিয়ে থেকে শালীনতা হানীর চেষ্টা করে তাহলে তো মহিলাদের বেঁচে থাকা দায় হবে আত্মহত্যা ছাড়া কোন উপায় থাকবে না  বলে তিনি দাবী করেন ।


এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় অভিযোগ দিলে প্রাথমিক ভাবে পুলিশ ভিকটিম সার্পেট নেয় এবং মামলা করার প্রস্তুতি চলছে ।



 পীরগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার-১


আল কাদরি কিবরিয়া সবুজ, স্টাফ রিপোর্টার:-

রংপুরের পীরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে ।



অভিযোগে জানা গেছে, উপজেলার ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আঃ ওয়াহেদ মিয়ার পুত্র পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন গত ১০ জুলাই দুপুরের পর পাকুরিয়া মসজিদে নামাজ শেষে বাড়ী ফিরছিলেন। এ সময় পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত্যু মোবারক হোসেনের পুত্র এজারুল ইসলাম সহ ক’জন আকস্কিক ভাবে লাঠি ও অস্ত্র হাতে হত্যার উদ্যেশ্যে আনোয়ার হোসেনকে আক্রমন করে তাকে এলাপাথারী প্রহার ও মাথায় ধারালো অস্ত্রাঘাত করে। এসময় গ্রামবাসী এগিয়ে এসে আনোয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আনোয়ার হোসেনের ভাই ওবায়েদুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করে। যার নং-১০/৩০০। মামলার তদন্ত কর্মকর্তা এস আই তোজাম্মেল হোসেন এজাহার নামীয় আসামী এজাহারুল হককে গ্রেফতার করে কোর্টে প্রেরন করেছেন।

মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর উপহার  জনপ্রতি ১০ কেজি চাল


রুবেল ইসলাম , রংপুর।।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরন শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে সদর দুর্গাপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপহারের চাল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান, উপ সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার ,ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, মিঠাপুুকুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোস্বামীসহ প্রমূখ ।]

সুবিধাভোগীর হাতে ১০ কেজি চাল তুলে দিচ্ছেন চেয়ারম্যান সাইদুর


ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার জানান- ইউনিয়নের বৃহত্তর ১ নং ওয়ার্ড বর্তমান ১,২ ও ৩ নং ওয়ার্ডের ৩১৩১ জন অসহায় নারী-পুরুষকে এই সুবিধা প্রদান করা হচ্ছে । পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ইউনিয়নের ৮৯৯৫ জন সুবিধাভোগী এই সুবিধা পাবেন । বর্তমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসকে মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে খন্ড খন্ড করে এই চাল বিতরণ করা হচ্ছে।

 সিনিয়র সাংবাদিক আলী আশরাফ ভাই চলে গেলেন না ফেরার দেশে

রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

রংপুর তথা উত্তরাঞ্চলের আলোকিত মানুষ, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিক বর্ষিয়ান সাংবাদিক, বাংলাদেশ টেলিভিশন'র সাবেক রংপুর বিভাগীয় প্রতিনিধি, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক বায়ান্নোর আলোর সাবেক নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ বেতার রংপুরের সাবেক নগর সংবাদদাতা আলী আশরাফ ভাই আমাদের মাঝে আর নেই! তিনি সোমবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউনَ‎‎‎)।



তার মৃত্যুতে রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোক বার্তায় সদর উপজেলা প্রেসক্লাবের ক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদূমী, সিনিয়র- সহসভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি খোকন মিয়া, সাধারন সম্পাদক খন্দকার মিলন আল মামুন, যুগ্ম সম্পাদক হাসান আল সাকিব, সদস্য-জুয়েল মিয়া, মানিক মিয়া, রকি আহমেদ, আলাউদ্দিন, সুমন মিয়া, মোস্তাফিজসহ ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ মরহুম সাংবাদিক আলী আশরাফ ভাইয়ের বিদেহী আত্নার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আল্লাহ্ যেন তেনাকে বেহেশত নসীব করেন। আমিন। রংপুরের সিনিয়র সাংবাদিক আলী আশরাফ ভাই জীবনদ্দশায় রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল, দৈনিক যুগের আলোসহ একাধিক পত্রিকায় দায়িদ্বশীল পদে থেকে কাজ করেছেন।
তিনি ব্রেনস্ট্রোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ্য অবস্থায় বাসায় চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে রংপুরের সাংবাদিক সমাজের এক অপূরণীয় ক্ষতিসাধন হয়ে গেলো। যা কখনো পূরণ সম্ভব নয়।
আলী আশরাফ ভাই আমাদের একজন ভালো অভিভাবক ছিলেন। তার জন্য সবাই দোয়া করবেন।

 

সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর


ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি অ্যাক্ট) মামলায় গ্রেফতার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন দিয়েছেন আদালত।

রোববার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তানভীর হাসান তানুকে। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি তার পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।



সাংবাদিক তানুর আইনজীবী আরিফ এ তথ্য নিশ্চিত করেন।

গত ৬ ও ৭ জুলাই বিভিন্ন নিউজ পোর্টালে ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয়’ মর্মে একটি সংবাদ প্রচার হয়।

এ সংবাদ প্রচারের পরই হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। সংবাদটির জের ধরে হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি আইনে মামলা করেন। সেই মামলায় শনিবার সন্ধ্যায় তানুকে গ্রেফতার করে পুলিশ।

এ মামলায় অন্য দুই আসামি হলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

শনিবার (১০ জুলাই) দিবাগত রাত একটার দিকে তানুর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।

এদিকে তানুকে গ্রেফতারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার মুক্তি দাবিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে জেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সামবেশ করেন সাংবাদিকরা। তারা তানুর মুক্তি ও সাংবাদিকদের নামে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


সুত্রঃ- বাংলাদেশ ট্রিবিউন


 রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগে ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক বৃটেন


রুবেল ইসলাম,রংপুর।।

বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত বর্তমান সভাপতি দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।কেন্দ্রীয় কমিটির নির্দেশ ও অনুমোদনে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ শাখার ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনোনিত হয়েছেন কাওসারুজ্জামান বৃটেন ।

বৃটেনের হাতে মনোনিত চিঠি তুলে দিচ্ছেন মনির হোসাইন


গত ৯ই জুলাই রংপুর জেলা শাখা  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক ও সাধারণ সম্পাদক ধনজিত ঘোষ তাপস এর স্বাক্ষরিত একটি চিঠি তুলে  তুলে দেন যুগ্ম সাধারণ সম্পাদক রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের মনির হোসাইন।



এ বিষয়ে বৃটেনের কাছে জানতে চাইলে - রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনোনীত করায়-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক এ, কে, এম আফজালুর রহমান বাবু সহ রংপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক ও সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি ।এছাড়া তিনি আরোও বলেন- সৎ ও নিষ্ঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন।

নেতা ও কর্মীদের নিয়ে বৃটেন


মনোনিত চিঠি হাতে পাওয়ার পর রংপুর শহরের প্রাণকেন্দ্র জেলা স্কুলের পাশে বঙ্গবন্ধু ম্যুারালে ফুল ‍দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতা,কর্মী -সমর্থ করা তাকে ফুল দিয়ে বরণ করেন।



 কথিত সমাজপতির যোগসাজশে

 রংপুরে ৪' বছর ধরে একঘরে নিম্মআয়ের ১টি পরিবার 



ষ্টাফ রিপোর্টারঃ

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দোলাপাড়ায় জমি সংক্রান্ত জের ধরে একটি পরিবারকে চার ৪'বছর ধরে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে।শুধু তাই নয়,এমনকি মসজিদে নামাজ পড়তে দেয়া হয় না, পরিবারটির সদস্যদের।আবার, মক্তবে পড়তে যাওয়া শিশুটিকে মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে। তুচ্ছ ঘটনা ও জমি সংক্রান্ত   জেরসহ নিজের স্ত্রীকে সরকারী ভাবে ফিরিয়ে আনায়, কয়েকজন সমাজপতির বিরুদ্ধে এই অভিযোগ করেছে পরিবারটি। 


সম্প্রতি ওই পরিবারটির উপর হামলা ও আখ ক্ষেত নষ্ট করার অভিযোগে,রংপুর গংগাচড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, জেসমিন নাহার নামের ভুক্তভোগী এক নারী।



বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ও

থানায় দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায়,

 মানিক মিয়া, যাদু মিয়া ও মনু মিয়ার সাথে জমি ও তুচ্ছ ঘটনা নিয়ে অনেক দিন ধরেই বিরোধ চলে আসছিলো। তারই সুযোগকে কাজে লাগিয়ে কথিত উপরুক্ত সমাজপতিরা লোক সমাজে মিথ্যা-রটনা রটিয়ে সামাজিক ভাবে বিভিন্ন আচার অনুষ্টান এবং মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে পরিবারটিকে চার ৪'বছর ধরে একঘরে করে রাখা হয়েছে বলে, সত্যতা পাওয়া যায়।


ঘটনাস্থলে সামসুল হক,নিরঞ্জন মহন্ত,রমেশ চন্দ্র কর্মকারসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন 

স্থানীয়দের সঙ্গে কথা জানা যায়  -মানিক মিয়া,যাদু মিয়া ও মনু মিয়া কথিত সমাজপতি সেজে গ্রামে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, অবৈধ ক্ষমতার আধিপত্যের রাজত্বে গ্রামে বিভিন্ন বিচার সালিশে অর্থের বিনিময়ে দেওয়ানীদের ম্যানেজ করে  অন্যায় ও অবৈধ ভাবে অপরাধীদের পক্ষে দালাল হিসেবে কাজ করে থাকেন।এর সঙ্গে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদও জড়িত আছে বলেও জানা যায়।


ভুক্তভোগী জেসমিন নাহার বলেন, মানিক মিয়া, যাদু মিয়া ও মনু মিয়া পাড়ার দেওয়ানী। ওরা- যা করবে, গ্রামবাসী তাই মেনে নেবে! ওরা আমাদের উপর অনেক জুলুম করেছে, আর কত সহ্য করব, চার বছর ধরে সহ্য করতে করতে, 

 অসহ্য হয়ে গেছে তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। 


জেসমিন নাহারের স্বামী শহিদুল ইসলাম বলেন, মানিক , যাদু ও মনু মিয়া এই গ্রামের খুব প্রভাবশালী। আমার সন্তানকে মক্তবে যেতে দেয় না- ওরা।  এটি আমাদের উপর জুলুম। সরকারের ও রংপুরের মানবিক পুলিশ সুপার বিপ্লব সরকার এর  কাছে ন্যায় বিচার চাই। 


খলেয়া ইউনিয়নের বিট ইনচার্জ উপপরিদর্শক ফারুক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


গংগাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 রংপুরে পিক-আপের ধাক্কায় অটোচালক নিহত


রংপুর অফিস

রংপুরে  পিক আপের ধাক্কায় কামাল হোসেন (৩৫) নামে এক অটো (ইজিবাইক) চালক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুই অটো যাত্রী। তাদের গুরতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




বৃহস্পতিবার (৮জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মর্ডান মোড়ের মডেল কলেজের সামনে রংপুর -ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর- ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।


পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর মর্ডান মোড় ধর্মদাস এলাকায় রংপুর থেকে একটি অটো রিকশা রংপুরের মিঠাপুকুর যাচ্ছিলো এ সময় বিপরীত থেকে মাছ বাহি একটি পিকআপ পিছন থেকে অটো রিকশাকে চাপা দিলে ঘটনা স্থলেই অটো চালক কামাল হোসেন নিহত হয়। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে রংপুর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধিন আছে ।


বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রো পলিটন পুলিশের তাজহাট থানার ওসি আখতারুজ্জামান বলেন- পিকআপটি অটোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটো চালক নিহত হন।বর্তামনে যান চলাচল স্বাভাবিক রয়েছেও বলে জানান তিনি।

 

মিঠাপুকুরের অবৈধভাবে তিনশত বছরের পূরাতন তেতুল গাছ কর্তনের অভিযোগ






মিঠাপুকুর প্রতিনিধিঃ
মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাসষ্টান্ডে প্রায় তিনশত বছরের পূরনো  একটি তেতুল গাছ কাটার সময় এলাকাবাসী আটক দিয়েছেন।বেশ কিছুদিন আগ থেকে স্হানীয় ইউ,পি সদস্য ছালাম মেম্বার ইউনিয়ন পরিষদ থেকে গাছটি কাটার আদেশ হয়েছে বলে গাছটি সুকৌশলে কাটছিলেন।ইতিমধ্যে গাছের সমস্ত ডালপালা কেটে নিয়ে গিয়েছেন।এলাকাবাসী গাছ কাটার বিষয়ে জানতে চাইলে,কখনো রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির, আদেশ বা কাজের জন্য কাটছেন,অথবা ফোরলেন কাজের জন্য চায়না কোম্পানি কাটতে বলছে বিভিন্ন অজুহাত দিতেন।আজ সকালে গাছের গোড়া কর্তন করার সময় স্হানীয় ব্যবসায়ী আলামিন মিয়া,শামীম মিয়া,মশিয়ার রহমান,শাহালম মিয়া গাছ কর্তন করা শ্রমিকদের কাছ থেকে গাছ কাটার নির্দেশনা বা বৈধ কাগজ আছে কি,না,জানতে চান।কিন্তু তারা পীরগন্জের ঠিকাদার জুয়েল রানাকে, ফোন দিতে বলেন।জুয়েল রানাকে ফোন দিলে তিনি জানান,সড়ক ও জনপদ বিভাগের পূর্বের টেন্ডারে গাছটি নিয়েছিলেন,কিন্তু স্থাপনা থাকায় কাটতে পারেননি।তার কাছে কাগজ চাওয়া হলে তিনি জানান,কাগজ আগামী কাল দেখানো হবে।ছালাম মেম্বারের সঙ্গে কথা হলে তিনি জানান,ডালপালা পল্লী বিদ্যুৎ কাটার সময় সেগুলো তিনি নিয়েছেন,এবং সেগুলো বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা করেছেন।পরে জেলা পরিষদ সদস্য মোঃএনামুল হক,গাছটি দেখার জন্য আসেন,এবং তিনি জেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন।জেলা পরিষদের সার্ভেয়ার ও নির্বাহী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে ব্যবস্হা নিবেন বলে তিনি জানান।

মিঠাপুকুরে নারীর সহায়তায় আরেক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ :  নারীসহ  আটক দুই


 মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে এক নারীর সহায়তায় আরেক নারী শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই নারী শ্রমিক শুক্রবার (০২ জুলাই) রাতে থানায় মামলা করেছেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ধর্ষণে সহযোগি নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার (০৩ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার জায়গীরহাট এলাকায় এক অটোরাইস মিলে (চাউল ভাঙার মেশিন) শ্রমিকদের জন্য খাবার রান্নার কাজ করেন ওই নারী (৩৮)।  স্বামীর সাথে ঝগড়ার কারণে প্রায় ১০ বছর আলাদা থাকেন তিনি। সেই থেকে স্বামী কোন খোঁজ খবর নেয়না। শ্রমিকের কাজ করে ২ সন্তানকে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। জায়গীরহাট বিএস কোয়ার্টার এলাকায় ভাড়া থাকতেন ওই নারী।


প্রতীকি ছবি 


অটোরাইস মিলে শ্রমিকের কাজ করেন কুড়িগ্রাম সদর উপজেলার আজিজুলের ছেলে রিয়াজ মিয়া (১৯)। সেই সুবাদে তার সাথে সখ্যতা গড়ে ওঠে ওই নারীর। সেখানে আদুরী নামে অন্য এক নারীর সাথে পরিচয় হয়। আদুরী রিয়াজের সাথে মাঝে মধ্যে কথা বলার জন্য ওই নারীকে নির্জনে ডেকে নিতো। বুধবার (৩০ জুন) রাতে আদুরী ওই নারীকে একটি কলাক্ষেতে ডেকে নেয়। সেখানে ওৎ পেতে ছিল রিয়াজ। কথা বলার এক পর্যায়ে সে নারী শ্রমিককে জোরপূর্বক ধর্ষণ করে। এর আগে আদুরী তার পূর্ব পরিচিত শহিদুলকে বিষয়টি জানিয়ে রাখে। তারা কলাক্ষেত থেকে বের হওয়ার পর শহিদুল ওই নারীকে ধরে ফেলে। বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার ভয় দেখায়। এবং আবারও শহিদুল ও তার ৫/৭ জন সহযোগি ওই নারীকে কলাক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। এ ঘটনায় ৩ দিন পর ওই নারী মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন।


মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, ‘স্বামীর সাথে ১০ বছর ধরে বনিবনা হয় না ওই নারী শ্রমিকের। এরপর থেকে তিনি ২ সন্তানকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকেন এবং অটোরাইসমিলে শ্রমিকদের জন্য খাবার রান্না করেন। কুুড়িগ্রামের এক ছেলের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। ভাড়া বাসার পাশে পরিচিত আদুরী বেগম নিয়মিত ওই নারীর সাথে ছেলেকে দেখা স্বাক্ষাত করার ব্যবস্থা করে দেয়। রাতের বেলায় কলাক্ষেতে তাদেরকে ডেকে নেয় এবং অন্য আরও ৫/৭ জনকে পুরুষকে খবর দেয়। সেখানে মূলত এই ঘটনাটি ঘটে।’


তিনি আরও বলেন, ‘ধর্ষিত নারীকে ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে মামলা রুজু করে বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে। সহযোগী নারী আদুরী ও শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন ঘটনার সত্যতা স্বীকার করেছে।

 শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে  বৃক্ষরোপন কর্মসূচির 


রুবেল ইসলাম, রংপুর।।

বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভিত্তিক  গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। 



রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। 


এই কর্মসুচির আওতায়  ৬নং কাফ্রিখাল ইউনিয়ন এর প্রায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিছু মসজিদে  প্রায় ৩৫০টি বৃক্ষরোপন করা হয়।এই সময়ে উপস্থিত ছিলেন আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম, গ্লোরিয়াস স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃখাইরুজ্জামান সাগর,সহ-সভাপতি মোঃজুয়েল মাহমুদ জীবন, সাধারণ সম্পাদক মোঃশাকিল আব্দুল্লাহ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম, কার্যনিবাহী সদস্য মোঃসাহেকুর রহমানসহ প্রমূখ।

 রংপুরে  নিখোঁজ 

এক মহিলার সন্ধান মিলছেনা অভিযোগ তার পরিবারের 



রংপুর অফিস

রংপুরের মিঠাপুকুরে গত এক মাস ধরে নিখোঁজ মর্জিনা বেগম নামে এক বৃদ্ধা মহিলা হারিয়ে গেছেন বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন বলে জানা গেছে ।  তার পরিবার বলেছেন যে  আগে থেকেই তিনি  মানসিক সমস্যায় ভুগে আরছিলেন তিনি হঠাৎ করেই তার  কোন খোঁজ মিলছেনা ।



বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তার মর্জিনার পরিবারের সদস্যরা।  তারা বলেন, গত ১লা জুন তাদের মাকে বাড়িতে না দেখে অনেক খোজাখুজি করেন কিন্তু সন্ধান না পাওয়ায় পরবর্তীতে মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন স্থানে খোঁজ খবর করেন। তারা আরো বলেন, গত এক মাস ধরে নানাভাবে খুজলেও এখনও পাওয়া যাচ্ছেনা মর্জিনাকে। এ অবস্থায় প্রশাসনের সহযোগীতা কামনা করেন তারা। মর্জিনার বাড়ি মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুরের বান্দেরপাড়া গ্রামে।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget