Latest Post

 

মিঠাপুকুরে শিক্ষার্থীর কাছে প্রিয় শিক্ষক আরিজ আর নেই

রুবেল ইসলাম,রংপুর

শিক্ষার্থীদের কাছে ভালোবাসার আরেক নাম শিক্ষক আজিজুর রহমান (আরিজ)।আরিজ মাস্টার হিসাবে তিনি বেশ পরিচিত রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কোমরগঞ্জ বাজার এলাকায়। সহকারি সিনিয়ন শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছিলেন কোমর গঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।কখনও কখনও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।আবার নিজ হাতে গড়ে তোলা এই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন।শিক্ষকতা জীবনে অনেক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানকে উপহার দিয়েছেন সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তি।



গত কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে বহুদিন শয্যাসহী হওয়ার পর গতকাল সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।দুপুড়ে নিজ হাতে গড়া যে প্রতিষ্ঠান থেকে তিনি অবসর গ্রহণ করেন সেই প্রতিষ্ঠানের মাঠে দুপুড় আড়াইটায় অনুষ্ঠিত হয় জানাজা।পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সকলের প্রিয় এই শিক্ষককে।

মরুহুম এই শিক্ষকের জানায় উপস্থিত হন কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান,সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ,মিঠাপুকুর উপজেলা জামায়তে ইসলামী বাংলাদেশ এর আমির জয়নুল আবেদীন মাস্টার,স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষক,বন্ধু,সহকর্মী ও গণমান্য ব্যক্তিরা জানাজার নামাজে উপস্থিত হন।এনায়েতপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ নুরুল ইসলাম মরুহুমের জানাজার নামাজ পড়ান।

ব্যক্তিগত জীবনে আরিজ মাস্টার তিনটি ছেলে সন্তান ও একটি কন্যা সন্তানের বাবা ছিলেন।পিতার মতো তার সন্তানেরা শিক্ষকতা পেশায় নিয়োজিত।বড় ছেলে সাইদুল ইসলাম গিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন,মোজো ছেলে সাদেকুর ইসলাম সাহেব পিতা যে প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেছেন সেই প্রতিষ্ঠানে সহকারি শিক্ষকের দায়িত্ব পালন করছেন,ছোটছেলে সাদেকুল ইসলাম রাজা মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকের দায়িত্ব পালন করছেন।একমাত্র মেয়ে আইনুরনাহার অনুমোদন অপেক্ষাধীন গোপিনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষকের দায়িত্ব পালন করছেন।

 

রংপুরে ২দিনের অভিযানে বিল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার 

রংপুর

রংপুরের পীরগঞ্জের দামোদরপুর গুচ্ছ গ্রামে মাছ ধরতে গিয়ে দবির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়।২ দিন ব্যাপি অভিযান চালিয়ে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সে ঐ এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে ।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়-গতকাল মঙ্গলবার (২৮ শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাড়ির পার্শ্বে অবস্থিত বিলে মাছ ধরার জন্য কারেন্ট জাল নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী জাল পাততে দেখেছে কিন্তু সন্ধ্যার পরে বাসায় ফিরে আসেনি।পরিবারের সন্দেহ বিলের পানিতে পড়ে মারা গিয়েছে।


সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে কিন্তু পাওয়া না গেলে সেদিনের মত উদ্ধার অভিযান স্থগিত করেছে। বুধবার সকাল সাড়ে ৮টায় বিলের মধ্যে থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরাদেহ উদ্ধার করেন।
মিঠাপুকুর-পীরগঞ্জ ডি সার্কেল সিনিয়র এএসপি কামরুজ্জামান জানান-প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন নাই এবং পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরাদেহ দেওয়া হয়েছে ।

 মিঠাপুকুরে চেয়ারম্যান নাকি ইউএনও বড়, এই বিতর্কেই সভা শেষ



মিঠাপুকুর,রংপুর 

চেয়ারম্যান নাকি ইউএনও, কে বড়? এই বিতর্কেই শেষ হয়েছে উপজেলা পরিষদের সমন্বয় সভা। গত সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের সমন্বয় সভায় কে বড় এই বিষয়টি নিয়ে আলোচনায় জড়িয়ে পড়েন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। অবশেষে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ করা হয়ে যায় উপজেলা পরিষদের সমন্বয় সভা।


সভায় উপস্থিত উপজেলা চেয়ারম্যান উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বলেন, ‘ইউএনও সচিবের দায়িত্ব পালন করবেন।’


এই বক্তব্যের প্রতিবাদ জানান ইউএনও। তিনি বলেন, ‘উচ্চ আদালতে রায় হয়েছে ঠিকই কিন্তু রায়ের পরিপ্রেক্ষিতে এখনো কোনো নির্দেশনামূলক চিঠি পাঠানো হয়নি। এর আগে এ বিষয়ে আলোচনা যুক্তিযুক্ত নয়।’


উপজেলা চেয়ারম্যান বলেন, ‘উচ্চ আদালতের রায় অনুযায়ী উপজেলা চেয়ারম্যান প্রধান হবেন।’


এভাবেই তর্ক বিতর্কের মধ্য দিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ করা হয় উপজেলা পরিষদের সমন্বয় সভা। 


সভায় এই তর্ক-বিতর্কের বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি লতিবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী মণ্ডল বলেন, ‘আমি শুধু জানতে চেয়েছিলাম উপজেলা পরিষদে আসলে কে বড়?’ 


উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ প্রতিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতো নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে উপজেলা পরিষদ ভবনের সাইনবোর্ডে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লেখার নির্দেশ দিয়েছেন। 


উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতা দেওয়ার বৈধতা নিয়ে তিনজন উপজেলা চেয়ারম্যানের এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এই অন্তর্বর্তী আদেশ দেন। একই সঙ্গে আদালত উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ধারা ১৩(ক), ১৩(খ) ও ১৩(গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

 মিঠাপুকুরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় মানববন্ধন

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যার প্রতিকার চেয়ে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার ৪টি ইউনিয়নের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।



বুধবার দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমিতে মানববন্ধন ও র‌্যালী পালিত হয়। বেসরকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্ট এর সহযোগিতায় কাফ্রিখাল,রানীপুকুর,লতিবপুর ও পায়রাবন্দ ইউনিয়নের ৩৬ জন যুব অংশগ্রহণ করেন। এসময় কাফ্রিখাল যুব ফোরাম সভাপতি রুবেল ইসলাম,রানীপুকুর নবীন বরণ যুব ফোরাম সভাপতি শাহজাদা খান,লতিবপুর যুব ফোরাম সভাপতি আপেল মাহমুদ ও পায়রাবন্দ যুব ফোরাম সভাপতি পাবন সরকার বক্তব্য রাখেন।এসময় এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্ট এর টেকনিক্যাল অফিসার খায়রুল ইসলাম ও ফ্যাসিলেটর আহসান উল্লা,শাহনাজ পারভীন,শেফালী বেগম ও বেলাল হোসেন  উপস্থিত ছিলেন। 



 মানববন্ধন শেষে সকল যুব সদস্যদের মাঝে ১টি করে হাড়িভাঙ্গা আমের গাছ বিতরণ করা হয়।


 গাইবান্ধার গৃহবধুকে কেরোসিনের আগুনে হত্যা চেষ্টা,রংপুরে বার্ণ ইউনিটে ভর্তি


রুবেল ইসলাম,রংপুর

গাজীপুরের মাওয়া নতুন বাজার এলাকায় ভাড়া  বাসায় শনিবার(১৮ই সেপ্টেম্বর) গভীর রাতে কেরোসিনের আগুনে ঝলসে যাওয়া খুশি আক্তার নামে এক গৃহবধুকে উদ্ধার করেন এলাকাবাসী। স্বামী কর্তৃক নির্যাতনের শিকার গৃহবধুর বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ি গ্রামে হাসান শেখের কনিষ্ঠ মেয়ে।



খুশি আক্তার জানায়-পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২০১৯ সালের ১২ই জুন গাইবান্ধার সদর থানার বল্লমঝাড় এলাকায় মাওলানা শরিফ মাহমুদের সাথে বিবাহ সম্পূর্ণ হয়। বিয়ের পর থেকে নানানভাবে যৌতুকের জন্য স্বামী ও শ্বাশুড়ী চাপ প্রয়োগ করেন।ইতিপূর্বে তার শ্বশুড় বিদেশ যাওয়ার কথা বলে ৮০ হাজার টাকা নেয় এবং ঘরের জন্য লক্ষাধিক টাকার ফার্নিচার দেয়।হঠাৎ স্বামী ও শ্বাশুড়ী আবার বাবার বাড়ি থেকে ডিসকভার মোটরসাইকেল কেনার জন্য টাকার চাপ করেন।সেই টাকা না নিয়ে আসায় প্রায়ই দুজনেই নির্যাতন করতো।এছাড়াও তার স্বামী ১০/১২ টি মেয়ের সাথে ইমুতে ভিডিও কলে কথা বলে বাধা দিলে ঘরের দরজা-জানালা বন্ধ করে স্পিকারে উচ্চ স্বরে ওয়াজ বাজিয়ে নির্যাতন করতেন বলে দাবী ঐ গৃহবধুর।এছাড়া বিভিন্ন সময়ে পার্কে গিয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে এসে তাকে দেখায় না দেখলে শুরু হয় নির্যাতন।বিভিন্ন সময়ে মাহফিলের কথা বলে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়।

স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা শরিফ মাহমুদ


গত শনিবার রাতে খাবারের পর পরকীয়ায় আসক্ত স্বামীকে বাঁধা দিলে রাত দেড়টায় ঘুমন্ত অবস্থায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় স্বামী। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন।

আগুনে ঝলসে যাওয়া খুশি রমেকে চিকিৎসাধীন


এ ঘটনায় পলাতক পরকীয়ায় আসক্ত ও যৌতুক লোভী শরিফের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী ভুক্তভোগী পরিবারের।





 রসিকে এলইডি সড়কবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন


স্টাফ করেসপন্ডেন্ট রংপুর 


অপরাধ-সন্ত্রাস রোধসহ পর্যাপ্ত আলোয় রংপুর নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে পার্ক মোড় থেকে সাতমাথা পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার মহাসড়কে এলইডি সড়কবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে সাতমাথা মোড়ে সুইচ চেপে এর উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর মাহাবুবর রহমান মঞ্জু, মালেক নিয়াজ আরজু, মুক্তার হোসেন, রহমতুল্লাহ বাবলা, জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।

 উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতার কারণে রংপুর সিটি করপোরেশন এর উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের মেয়াদে ১১শ’ কোটি টাকার কাজ বাস্তবায়ন হচ্ছে। নগরীর রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। 

রসিক কর্তৃক বাস্তবায়নকৃত ডিপিপি’র অর্থায়নে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সড়কবাতি প্রকল্পের আওতায় রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এলইডি লাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে নগরীর প্রত্যেক এলাকায় এ সড়কবাতি স্থাপন করা হবে। এতে করে নগরবাসীর রাতে চলাফেরায় অনেক সুবিধা হবে এবং চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড কমে যাবে।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget