2022

 

দীর্ঘ সাত বছর পর রংপুর জেলা ছাত্রলীগের কমিটি

নিউজ ডেক্স
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এস এম সাব্বির আহমেদকে সভাপতি ও তানিম আহসান চপলকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দিয়েছেন।

 

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, মেহেদী আল-হাসান আকাশ, ইয়াসির আরাফাত শুভ, হাসানুল ইসলাম হাসিব, নবীনুর ইসলাম নয়ন, জিল্লুর রহমান অনিক, মেহেদী হাসান জিম, বেলাল হোসেন আপেল, মো. আল-আমিন ইসলাম জয়, মাজহারুল ইসলাম রাকিব, শাকিল মিয়া, মো. সাব্বিরুল ইসলাম সাব্বির, রেজওয়ানুল রহমান হৃদয়, মুর্শেল হক চৌধুরী রক্তিম। যুগ্ম-সাধারণ সম্পাদক: শাহজাহানুর ইসলাম সৌরভ, মো: আক্তারুজ্জামান আপেল, শহিদ সরকার,আমিনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: অভিনাশ কুমার, মো. সাদমান সাকিব রিদম, মতিউর রহমান মাহিদ, রোহান মাহমুদ।

এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন মো. রাব্বি হাসান এবং সোহেল রানা সনি।

উল্লেখ্য, নবগঠিত কমিটির সভাপতি এস এম সাব্বির আহমেদ বিগত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সাহিত্য সম্পাদক ও মমিনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।অন্যদিকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক তানিম আহসান চপল বিগত জেলা ছাত্রলীগ কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দীর্ঘ ৭ বছর ২ মাস পর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

ভিন্ন জগৎ এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. কামালের মৃত্যুতে 
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার শোক প্রকাশ
 
স্টাফ রিপোর্টার ॥
রংপুরের অন্যতম বিনোদন কেন্দ্র 'ভিন্ন জগৎ এবং ডায়মন্ড পার্টিক্যাল বোর্ড মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. কামাল (৭০) আর নেই। গতকাল রোববার রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

 
তাঁর মৃত্যুতে গভীর শোক করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। 
তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক বার্তা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের সমবেদনা জ্ঞাপন করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসীরসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

 মিঠাপুকুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে 


মিঠাপুকুর প্রতিনিধি

মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে ৬২ বছরের এক বৃদ্ধের নামে একটি চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ এলাকায় বেশ চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।


 ঘটনাটি ঘটার পর থেকে ইতোমধ্যে আরো কয়েকটি শিশু তাদের অভিভাবকদের ঐ বৃদ্ধের বিষয়ে নানান অভিযোগ তুলেছেন। এ নিয়ে ঐ বৃদ্ধকে মারধর করেছেন এলাকাবাসী। 



এলাকাবাসী ও স্হানীয়রা জানান-অভিরাপুর গ্রামের পূরাতন মসজিদ সংলগ্ন চৌপতির মোড়ে নিজ বাড়িতে একটি ছোট মুদির দোকান রয়েছে অভিযুক্ত আলম (৬২) নামে এক বৃদ্ধের। আলম পেশায় রাজমিস্ত্রীর কাজ করলেও মাঝে মাঝে তার মুদির দোকানে বসতেন। গত ১৬ মে (সোমবার) দুপুরে পাশ্ববর্তী বাড়ির চার বছরের এক শিশু আলমের দোকানে তার বাবার কাছে পটেটো কেনার টাকা নিয়ে ঐ- মুদির দোকানে গেলে আলম, ঐ শিশুটিকে কৌশলে তার বাড়ির ভিতরে ঢুকিয়ে বাচ্চাটির স্পর্শ কাতর জায়গায় হাত বুলাতে থাকেন। 


দোকানে খরচ করতে আসা শিরিনা বেগম আলমকে ডাকতে তার ঘরে প্রবেশ করলে তিনি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিয়ে আশেপাশের লোকজনকে ডাকেন। শিশুটির সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে আলমকে মারধর করেন স্হানীয়রা। 


এ নিয়ে শিশুটির বাবা এলাকাবাসীর কাছে বিচার দাবি করে আসছিলেন। এ ঘটনা প্রকাশ হবার পর, বিভিন্ন সময়ে আলমের দোকানে খরচ করতে আসা আরো দুটি শিশু আলমের বিরুদ্ধে পূর্বে তাদের সঙ্গে কৌশলে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার অভিযোগ তুলেন।  


এ বিষয়ে অভিযুক্ত আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মসজিদ বিষয়ে তাদের সমাজের মধ্যে তার সঙ্গে বিভেদ চলছে। তাকে ফাঁসাতে এমন নোংরা অভিযোগ করেছেন এলাকাবাসী। তিনি জানান, শিশুটি আমার নাতি হয়। আমার দোকানে খরচ করতে আসলে আমার শরীর খারাপ থাকায় শিশুটিকে ঘরে আসতে বলি। নাতি হিসেবে তার প্যান্ট পরে দিতে গিয়ে আমার বিরুদ্ধে এসব অভিযোগ। 


বাকী শিশুদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি ঠাট্টা করার বিষয়টি তারা ভিন্নভাবে রটিয়ে এ ঘটনার সঙ্গে যুক্ত করছেন। 


শিশুটির বাবা তাজিরুল ইসলাম জানান, গ্রামের লোকজনকে বিচার দেওয়া হয়েছে। সঠিক সমাধান না হলে আমি আইনি ব্যবস্হা নিবো।


গত বুধবার (১৮ মে) রাতে অভিযোগের বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মিঠাপুকুর থানা এবং লতিবপুর ইউনিয়নের বিট অফিসার এসআই সুনিরাম টপ্প্য জানান,  ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেছি, শিশুটির পরিবার চাইলে থানায় অভিযোগ দায়ের করতে পারেন। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। বৃদ্ধকে শাসন করার বিষয়টি সঠিক।

মিঠাপুকুরে শিক্ষকের মধ্য হাতাহাতি,দুপক্ষের অভিযোগ


রুবেল ইসলাম,মিঠাপুকুর 
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী  মিঠাপুকুর উপজেলা শাখার আমীর, কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা   এবং বরখাস্তকৃত প্রধানশিক্ষক জয়নাল আবেদীন মাস্টার কর্তৃক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারপিট ও গলাধাক্কা দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

গত সোমবার (১৬ই মে) সকাল সাড়ে ১১ টায়  উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বাদল মিয়াকে মারধর করে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে হামলার শিকার হয় একই প্রতিষ্ঠানের মৌলভী শিক্ষক নুরুজ্জামান হামিদী ও  প্রতিষ্ঠানের পিয়ন আব্দুল্লাহ। 

চিকিৎসাধীন অবস্থায় ভারপ্রাপ্ত শিক্ষক বাদল মিয়া,পাশে বসে স্ত্রী


ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল মিয়া জানান- জামায়তে ইসলামীর নাশকতার মামলার কারণে প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক জয়নাল আবেদীন মাস্টার জেলহাজতে গেলে ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বহিষ্কার করেন। ইতিপূর্বে প্রতিষ্ঠানে তিন বৎসর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন কামরুল আলম, পরে তৎকালীন ম্যানেজিং কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন তাকে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরখাস্তকৃত প্রধান শিক্ষক চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রতিষ্ঠানে এসে সাময়িক বরখাস্ত তুলে নিয়ে নিজ পদে পূর্ণবহালের জন্য বলেন। গত ১২ তারিখে প্রতিষ্ঠানের এডউক ম্যানেজিং কমিটির মিটিং ডাকলে সেখানে সভাপতি উপস্থিত না থাকায় কোন সিদ্ধান্ত গ্রহীত হয়নি। গত ১৬ তারিখে হঠাৎ করেই অফিস কক্ষে ঢুকে কাফ্রিখাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মিয়ারহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধানশিক্ষক জয়নাল আবেদীন মাস্টার, রওশন আলী ও তার ছোট ভাই সুজন অতর্কিত হামলা করেন। এ হামলায় তার আরো দুজন সহযোগী প্রতিষ্ঠানের মৌলবী শিক্ষক ও কেরানী আহত হয়েছেন বলে অভিযোগ করেন। 

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক জানান- প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জয়নাল আবেদীন মাস্টারকে বিভিন্ন মামলার কারণে সাময়িক বরখাস্ত করেন তৎকালীন ম্যানেজিং কমিটি। দীর্ঘ দেড় বছর ধরে তিনি হাইকোর্টের রায় নিয়ে প্রতিষ্ঠানে আসলেও তাকে কোন দায়িত্ব অর্পণ করেন নি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।তিনি আরোও বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার পর থেকেই দুটি নিয়োগ বাবদ  ২২ লক্ষ টাকা নিয়েছেন প্রার্থীর কাছে। প্রতিষ্ঠানে বিন্দুমাত্র উন্নয়ন তো দূরের কথা কিংবা একটি প্রসাব করার বদনাও কিনেননি।নিয়োগ বাণিজ্যের টাকা দিয়ে তিনি নিজের বাড়ি পাকা করেছেন।

মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির ও কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন মাস্টার জানান- বাংলাদেশ জামায়াতে ইসলামী দল  করায় বিভিন্ন মামলা হওয়ার কারণে ২০১৪ সালে সাময়িক বরখাস্ত করেন তৎকালীন ম্যানেজিং কমিটি। হাইকোর্টে রিট করার পর ০৬-০৮-২০১৭ সালে প্রতিষ্ঠানে পুর্নবহালের আদেশ পান তিনি। রায়ের পরে সাময়িক বরখাস্ত ও বেতন-ভাতা পুর্নবহালের জন্য ১৬-৮-২০১৭ সালে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান কামরুল আলমের নিকট আবেদন করেন। রাজনৈতিক কারণে তৎকালীন ম্যানেজিং কমিটি তাকে পূর্ণবহাল না করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন বাদল মিয়াকে।১৯-০৭-২০১৮ সালে আবার ০৭-০৬-২০২১সালে পুনরায় পুর্নবহালের জন্য আবেদন করেন। তিন বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নানাবিধ টালবাহানার কারণে বসতে পারেন নি তিনি। গেল সপ্তাহে প্রতিষ্ঠানে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে কথা বললে বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির মিটিং করার কথা বলেন। ম্যানেজিং কমিটির কোনো মিটিংয়ের সভার কোন চিঠি না করেই নতুন করে টালবাহানা করেন।সোমবার সকালে  মিটিং-এর আহ্বানের চিঠি দেখতে চাইলে এবং প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন- আপনি হিসাব চাওয়ার কে? তিনি প্রতিষ্ঠান থেকে বের  হওয়ার হুমকি দেন। ঠিক তখনই তিনি তার ঘাড় ধরে প্রতিষ্ঠান থেকে বের করে দেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কারণে তার বেতনের অর্ধেক অংশ ২০১৫ সালের ৯ মাসসহ ৮ বছরে ৯,৭৭,৫০০(নয় লাখ সাতাত্তর হাজার পাঁচশত)  টাকার বেশি রিফাইন্ড হয়েছে।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং নবনির্বাচিত ইউপি সদস্য ফুয়াদ মন্ডল জানান- প্রতিষ্ঠানে মারামারি সংক্রান্ত বিষয়ে তিনি শুনেছেন তবে এ বিষয়ে বিস্তারিত তিনি অবগত নন।মিটিং সংক্রান্ত বিষয়ে তিনি মন্তব্য না করলেও রাজনৈতিক ব্যাপার বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল মিয়া।

 মিঠাপুকুরে বুুুুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ-বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ


মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অত্যন্ত গোপনীয়তার আশ্রয় নেয়া হয়েছে বলে জানান অভিভাবক ও ছাত্রছাত্রীরা।



স্থানীয় অভিভাবকরা জানিয়েছেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুর রহমান কোন রকম প্রচার-প্রচারণা বা নোটিশ করেননি। না করিয়ে মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১১ মে- বুধবার ঝড়ো আবহাওয়ার মধ্যে মাগরিব নামাজের পরে বাজারের বিভিন্ন স্থানে ৬ টি বিজ্ঞপ্তি লাগান। যা অভিভাবকদের নজরে আসেনি। 


এ বিষয়ে প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য সোহেল রানা প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানা যায়- প্রধান শিক্ষক নির্বাচনী বিজ্ঞপ্তি প্রচার না করে নিজের পছন্দ মত চার জন অভিভাবকদের দিয়ে রাতের আঁধারে কৌশলে মনগড়া কমিটি গঠন করেন। সুকৌশলে ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য রাতে নির্বাচনের বিজ্ঞপ্তি টাঙ্গিয়েছেন, যাতে কেউ আর নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলতে না পারেন। নির্বাচনের বিষয়ে কিছু শিক্ষার্থীর কাছে জানতে চাইলে এ বিষয়ে সঠিক কিছুই বলতে পারেননি। 


এ বিষয়ে প্রধান শিক্ষক মহিদুর রহমান বলেন- নিয়ম তান্ত্রিক প্রক্রিয়ায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে, যারা অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।


এলাকাবাসীসহ সচেতন মহল এবং অভিভাবকদের জোড় দাবি, পূনরায় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে স্বচ্ছ ম্যানেজিং কমিটি নির্বাচন করা হউক।

  মিঠাপুকুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন


মিঠাপুকুর,রংপুর

মিঠাপুকুরে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমা লার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  


রবিবার দুপুরে উপজেলার শিশু একাডেমির সামনে পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিশু একাডেমীর পরিচালক আবদুল ওয়াহেদের  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বৃতি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহমুদ হাসান মৃধা, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনারুল ইসলাম সহ প্রমূখ।


এসময় শিশু একাডেমীতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩০ জনকে ছাতা ও অতিথিদের বই উপহার প্রদান করা হয়।



 

মুক্তিযোদ্ধার নাতির কারারক্ষী পদে নিয়োগে ১০ লাখ টাকা গ্রহণ,সাবেক আই.জি প্রিজন্স দেহরক্ষী কারাগারে

রংপুর কোর্ট প্রতিনিধি
চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে  ১০লাখ টাকা অর্থ গ্রহণের মামলায় সাবেক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশার দেহরক্ষী সাজেদুল কবির রাসেল(কারারক্ষী নম্বর-১২৭৬৪)কে  রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্টেট কোতয়ালী আমলী আদালত।

গত রবিবার (৩ই এপ্রিল)  দুপুর ১২ টায় বীরমুক্তিযোদ্ধার নাতী সোহেল রানা নামে এক ভুক্তভোগীর করা মামলায় জামিন নিতে আসলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ ম্যাজিস্টেট রাজু আহম্মেদ।(জিআর মামলা নম্বর-৬৫৪/২১)।

আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশার দেহরক্ষী সাজেদুল কবির রাসেল


মামলার নথি  ও লিগ্যাল নোটিশ থেকে জানা যায়-গাজীপুর জেলার  কালিয়াকৈর থানার বড় গোবিন্দপুর পাইকপাড়া এলাকার আব্দুল করিম সরকারের পুত্র কারারক্ষী জসিম সরকার(১২৮১৪) ও কিশোরগঞ্জ জেলার রাজিবপুর থানার সরারচর  পুরানগাঁও এলাকার আবু বক্কর সিদ্দিকের পুত্র সাজেদুল কবির রাসেল (১২৭৬৪) দুজনকে রংপুরের কোর্টের আইনজীবি শফিকুল ইসলামের মাধ্যমে(২৩/০৫/২০২১) লিগ্যাল নোটিশ পাঠান সোহেল রানা। উভয়ই গাজিপুর জেলা কারাগারের ব্যাচমেট।সোহেল রানার মামা ওবাইদুল হক কারারক্ষী হওয়ায় তাহার পরিচয় সুত্র ধরে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে।সাজেদুল সাবেক আই.জি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা সাহেবের দেহরক্ষী ও জসিম সরকার ঢাকা কেন্দ্রীয় কারাগারে গাড়ি চালক হিসেবে চাকুরী করার সুবিধার্থে পরিচয় হয়।মোস্তফা কামাল পাশার সাথে গভীর সম্পর্ক মর্মে মুক্তিযোদ্ধা কোটায় কারারক্ষী হিসাবে চাকুরী দিতে পারবেন বলে ১০ লাখ টাকায় যুক্তি করেন। গত ২৮/০৮/২০২০ইং তারিখে রংপুরে আসিয়া মামা ওবাইদুল হকের মোকাবেলায় চার লাখ টাকা অঙ্গীকারবদ্ধ হয়ে গ্রহণ করেন তারা।এরপর ০৪/০৯/২০২০ ইং তারিখে  বাসায় ডাকিয়া ছয় লাখ টাকা গ্রহণ করেন।এরপর কারারক্ষী নিয়োগ-২০২০ এর প্রবেশপত্র পাঠাইয়া দেন।যাহার রেজিষ্ট্রেশন নম্বর-BDJM-07015 । পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলেও চাকুরী লইয়া দিতে ব্যর্থ হয় তারা,পরে টাকা ফেতর দিতে তালবাহানা শুরু করেন।গত ১৫/০১/২০২১ ইং তারিখে স্বাক্ষীসহ টাকা চাইতে গেলে খুনজখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

গত ২৮/০৯/২০২১ তারিখে আরপিএমপি কোতয়ালী থানায় (যাহার মামলা নম্বর-৭৬) মামলা হলে নালিশকারীর নালিশী দরখাস্তটি FIR করে তদন্তপূর্বক ওসি কোতয়ালী থানাকে ২৪ ঘন্টার মধ্যে পিবিআইকে হস্তান্তের  নির্দেশ দেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফ,এস,আহসানুল হক।পরে তদন্ত শেষে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই(পুলিশ ব্যুারো ইনভেস্টিগেশন)।

মামলার বাদী সোহেল রানা জানায়-শতভাগ চাকুরী দেওয়ার কথা বলে তারা অর্ধশতাধিক চাকুরী প্রত্যাশীর কাছে কোটি কোটি টাকা নিয়েছে।বিভিন্ন খানে তারা পালিয়ে বেড়ায়। টাকা ফেরত দিতে চেয়েও হয়রানী করছে। দেড় বছর ধরে গাজিপুর কারাগারে পাওনাদারদের কারণে আসেন না জসিম সরকার। অনেক কষ্ট করে তার মতো অনেক হতভাগার চাকুরী দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে গাজীপুর জেলা  কারাগারের জেল সুপারের সাথে একাকিধার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

রংপুর বিভাগের ডিআইজি প্রিজন্স আলতাফ হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি স্বাধীন বাংলাকে জানান- ঘটনাটি তার বিভাগের অন্তর্ভুক্ত নয়, সে গাজীপুর জেলা কারাগারে কর্মরত আছে। সে যদি অপরাধী হয় তাহলে তার বিচার আদালত করবে।


 

মিঠাপুকুরে পল্লীচিকিৎসক কর্তৃক বাকপ্রতিবন্দীকে বলাৎকার

মিঠাপুকুর,রংপুর

বাকপ্রতিবন্দী ছেলেটি ছয় বছরের ছোট ভাইয়ের সাথে বাড়ির উত্তরপ্বার্শে পতিত জমিতে খেলছিলো।এমন সময় পাশের বাড়ির পল্লীচিকিৎসক কৌশলে ডেকে নিয়ে যায় ছেলেটিকে।বাড়ির পূর্ব দুয়ারী ঘরে নিয়ে জোড়পূর্বক পরনের থ্রি-কোয়ার্টার প্যান্ট খুলে ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার( ধর্ষণ) করে শিশুটিকে।বড় ভাইয়ের সাথে এই অবস্থা দেখে কান্নায় চিৎকারে দৌড়ে যায় মায়ের কাছে।কান্নাজনিত কন্ঠে বাক প্রতিবন্দী ছেলেকে দেখে হতাশ মা।এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

গত সোমবার(২৮শে মার্চ)দুপুরে মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নে স্থানীয় পল্লীচিকিৎসক কর্তৃক বাকপ্রতিবন্দী শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে।এ ঘটনার পর থেকে চিকিৎসক পলাতক আছেন।

 স্থানীয় পল্লীচিকিৎসক কর্তৃক বাকপ্রতিবন্দী শিশুকে বলাৎকার


সরেজমিনে ও থানার অভিযোগ সূত্রে জানা যায়-খেলাধুলা করার সময় ১০ বছরের বাকপ্রতিবন্দী শিশুকে কৌশলে জোড়পূর্বক ধর্ষন করেন স্থানীয় পল্লীচিকিৎসক আসাদুজ্জামান(৫০)।এ বিষয়ে গত বুধবার(৩০শে মার্চ)সকাল আটটায় স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় শালিশী বেঠক ডাকা হয়।শালিশী বৈঠকে আসাদুজ্জামান হাজির না হয়ে পলাতক থাকেন।স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন-বিষয়টি শোনার পর স্থানীয়ভাবে মিমাংসার ব্যবস্থা করা হয়।কিন্তু ডাক্তার উপস্থিত হয়নি।শালিশী বৈঠকে তিনি উপস্থিত না হওয়ায় তিনি এই অপরাধ করছেন বলে দাবী তার।এমন দাবী শুধু আব্দুস সালামের নয়,ফিরুজ মিয়া,শাহাদত হোসেন ও সোহেল রানাসহ প্রায় ৩০জন এলাকাবাসীর।

ভুক্তভোগীর মা জানান-তার বাক প্রতিবন্দী ছেলের চিৎকারের শব্দ শুনে ছোট্ট ছেলে বাড়িতে দৌড়ে গিয়ে খবর দেয়।তিনি এসে দেখেন তার ছেলে কান্নাকাটি করছে।ডাক্তার তাকে নানান ভাবে বুঝিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য ইলিয়াস মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান-বিষয়টি তিনি জানার পর স্থানীয় এলাকাবাসীসহ শালিশী বৈঠক বসানো হয়।বৈঠকে উপস্থিত না হলে ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেন।

মিঠাপুকুর থানার অফিসার ইন-চার্জ মোস্তাফিজার রহমান জানান-এ বিষয়ে লিখিত এজাহার পেয়েছেন।তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

 


 


 

নগরীর ১৩নং ওয়ার্ডে প্রায় ৭শ’ ৪০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুরু
 
স্টাফ রিপোর্টার ॥
ডিপিপি অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে নগরীর ১৩নং ওয়ার্ডে প্রায় ৭শ’ ৪০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন। গত শুক্রবার দুপুরে প্রাইম হাসপাতাল সংলগ্ন এলাকায় উক্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

 
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলে এলাহী ফুলু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ সাহেদা বেগম বেবি, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশরী মোঃ আজম আলী ও মেজর (অবঃ) নাসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ###

 

রংপুর ঠিকাদার সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
২১ মার্চ প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান এবং ২৩ শে মার্চ সিটি কর্পোরেশন ও এলজিইডির সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা
 
স্টাফ রিপোর্টার
রড সিমেন্ট পাথর ও বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর মুল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও মুল্য কমানোর দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে স্মারক লিপি প্রদান এবং সিটি করপোরেশন ও এলজিইডি কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষনা করেছেন রংপুর ঠিকাদার সমিতি। গতকাল শনিবার দুপুরে রংপুর নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রংপুর ঠিকাদার সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষনা করেন।
২১ মার্চ প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান এবং ২৩ শে মার্চ সিটি কর্পোরেশন ও এলজিইডির সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা

 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর ঠিকাদার সমিতির আহবায়ক রফিকুল ইসলাম দুলাল। রংপুর ঠিকাদার সমিতির সদস্য সচিব রইছ আহাম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, মঞ্জুর আহমেদ আজাদ, খায়রুল কবীর রানা, আবু আহমেদ সিদ্দিক পারভেজ।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, বর্তমানে প্রতিটি নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মুল্য দরপত্রের চুক্তি মুল্য থেকে গড়ে শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। মাত্র এক থেকে দেড় মাসের ব্যবধানে ইটের মুল্য শতকরা ৪০ ভাগ, পাথরের মুল্য ৮০ ভাগ, রডের মুল্য ৫০ ভাগ, সিমেন্টের মুল্য ৩৫ ভাগ, বিটুমিনের মুল্য ৪০ ভাগ, মোটা বালুর মুল্য ৩০ ভাগ, এমএস সীটের মুল্য ৫০ ভাগ, ফ্লাটবার ও এ্যাংগেলের মুল্য ৫০ ভাগ, টাইলসের মুল্য ২০ ভাগ, থাই গ্লাসের মুল্য ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মুল্য বৃদ্ধি সিন্ডিকেটের ষড়যন্ত্র কিনা এবং পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার দাবি জানানো হয়। 
ঠিকাদারদের অভিযোগ-দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মুল কারিগর ঠিকাদারা। এর সাথে ১০ লাখ ঠিকাদার এই শিল্পের সাথে জড়িত, এ ছাড়া নির্মাণ শ্রমিক প্রায় এক কোটি মানুষ সরাসরি জড়িত। নির্মাণ সামগ্রীর মুল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারদের পক্ষে নির্মাণ কাজ করা সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনে তাদের দাবির সমর্থনে ২১ মার্চ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং ২৩ মার্চ রংপুর সিটি করপোরেশন ও নির্বাহি প্রকৌশলী এলজিইডি রংপুরের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি ঘোষনা করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন যূগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, সদস্য শফিকুল ইসলাম যাদু, ওয়াসিমুল বারী রাজ,  রেজাউল ইসলাম মিলন, আব্দুর রব রাঙ্গা, অরুপ দত্ত,  লিটন পারভেজ, জাহিদুল ইসলাম রুবেল, নওরোজ হোসেন পল, আবু সামা, লোকমান হোসেন, আলহাজ্ব রুহুল আমীন ফুলু,  রবিউল ইসলাম রবি, রাহাত ইসলাম রনি, আলতাফ হোসেন লন্ডন,  ফরহাদ হোসেন, আশরাফুল ইসলাম বাবু ও জয়নুল ইসলাম বাবুসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ। ###


মিঠাপুকুরে চরিত্রহীনতার অপবাদ দিয়ে বিপত্নীক মহিলার বাড়ি ভাংচুর

মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় চরিত্রহীনতার অপবাদ দিয়ে বিপত্নীক মহিলার সরকারী রাস্তার তিন মোড়স্থ বাড়ি ভাংচুর করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী ছবিরন বেগম খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

বৃহস্পতিবার(১০ই মার্চ)সকাল সাড়ে নয়টায় উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভেতর লোহানী নামক এলাকায় ঘটনাটি ঘটে।স্থানীয় মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও প্রভাবশালী কর্তৃক বাড়ি ভেঙ্গে দিয়েছে বলে ভুক্তভোগীর দাবী।

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়-ছবিরন বেগম নামে মহিলার জন্মস্থান এখানে,বর্তমানে তার কেউ নেই!নেই নিজস্ব কোন?বাপ দাদার পাওয়া সম্পতি, কালের বিবর্তনে হারিয়েছেন তিন স্বামী,মায়ের নামে এক টুকরো জমি তাও মায়ে দিয়েছেন ছোট বোনের নামে ফলে স্থান হয়নি সেখানে। আশেপাশের লোকের বাড়িতে কিংবা ক্ষেত খামারে উপার্জিত অর্থ দিয়ে তার সংসার চলে,থাকেন রাস্তার মোড়স্থ একটু ফাঁকা জায়গায় টিনের চালা তুলে।তবে কোন দিন কেউ তার খারাপ কিছু দেখেনি কিংবা কোন  লোক  তাকে হাতে নাতে ধরেনি শুধু মানুষের মুখে কানাকানি।আর এই কানাকানি থেকেই চারিত্রিক অপবাদ দিয়ে বাড়িটি ভেঙ্গে দেয় প্রভাবশালী ববি ও স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।

ভুক্তভোগীর স্বীকার ছবিরন বেগম বলেন-অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজকর্ম করে একটি গরু পালন করে তা বিক্রি করেছেন কয়েক শতক জমি কেনার আশায়।রাস্তার মোড়স্থ জায়গায় বাড়ি করে থাকায় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অপবাদ দেয় স্থানীয়রা।এখানে টিনের চালা তুলে বসবাস করা কিছু লোক চায়নি এবং তারা তার কাছে বিভিন্ন সময় টাকা দাবী করেন।সেই টাকা না দেওয়ায় চরিত্রহীন কেলেঙ্কারী জড়িয়ে বাড়ি ভেঙ্গে দেয়।সকালে ঘুম থেকে উঠে মেম্বারের বাড়িতে রেশনের কার্ডের জন্য আইডি কার্ড দিতে যান সেখান থেকে ফিরে এসে তার বাড়ি ভাংচুর করা দেখে বাধা দিলে প্রাণে মারার হুমকি দেয় ববি,ভয়ে তিনি চলে যান থানায় সেখানে লোক না থাকায় অভিযোগ না দিয়েই ফিরে আসেন।পরে গিয়ে তার গরু বিক্রির ৩০ হাজার টাকা খোঁজ করলে তা পাননি।

প্রভাবশালী ববি জানান-মহিলা বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত,দীর্ঘদিন ধরে তাকে নিষেধ করেছেন কিন্তু শোনেন নি।তার বাড়ি ভাংচুর করে দেওয়ার সময় তার ঘর থেকে চোলাই মদ উদ্ধার করা হয়।ইতিপূর্বে তার নামে মিঠাপুকুর থানায় অনৈতিক কার্যক্রম করার কারণে সাধারণ অভিযোগ করা হয়েছিল বলে তিনি জানান।এছাড়া আলু তোলার সময় ফসল নিয়ে যাওয়ার জন্য যাতায়াতের অসুবিধার কথা তিনি দাবী করেন।

স্থানীয় নবনির্বাচিত ইউপি সদস্য সুলতান আহম্মেদ জানান-আমার কাছে কোন অভিযোগ আসেনি এবং একাধিকবার আমি ছবিরন এর সামনে দিয়ে গিয়েছি কিন্তু সে আমাকে কিছু বলেনি।তাছাড়া এই মুহুর্তে তিনি কিছু করতে পারবেন না কারণ এখন তিনি দায়িত্ব গ্রহণ করেনি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন-বাড়ি ভাঙ্গার বিষয়ে কেউ কোন অভিযোগ থানায় করেনি ।যদি অভিযোগ আসে তাহলে ব্যবস্থা গ্রহণ করবেন।

 


 


 

মিঠাপুকুরে পাটখড়ি দিয়ে তৈরী শহীদ মিনারে শিশুদের পুষ্পার্ঘ অর্পন

মিঠাপুকুর,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিজেদের ব্যক্তিগত উদ্যোগে পাটখড়ি দিয়ে শহীদ মিনার তৈরী করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া  শিশুরা।শিশুদের এই উদ্যোগে অবাক হয়েছেন অভিভাবকরা।

উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে ভাষা শহীদের স্মরণে শহীদ মিনার না থাকায় কিশামতজালাল গ্রামে প্রাথমিকে পড়ুয়া শিক্ষার্থীরা এই উদ্যোগ গ্রহণ করেন।২০শে ফেব্রুয়ারী সারাদিন কয়েকজন শিশু মিলে পাট খড়ি সংগ্রহ করে শহীদ মিনার তৈরী করেন।২১শে ফেব্রুয়ারী প্রভাতে জঙ্গল থেকে বিভিন্ন ধরণের ফুল(ভাটিয়ার ফুল,জবা,গাঁদা,লাইয়ের ফুল) সংগ্রহ করে সকলে মিলে ফুল দেয়।  


জানা যায়-কিশামতজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে যাতায়াত করা শিক্ষার্থী নুসরাত জাহান,মিঠাপুকুর গ্লোডেন সান বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র শাকিবুল হাসান ও স্থানীয় ব্রাক স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া নারগীস আক্তারসহ শিশুরা মিলে এই শহীদ মিনার তৈরী করেন।এতে সার্বিক সহযোগিতা করেন সদ্য কুড়িগ্রাম পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা সম্পর্ণ করা ওবায়দুল ইসলাম।

শাকিবুল হাসান জানায়-সবাই শহীদ মিনারে ফুল দিবে আমরা কেন বঞ্চিত হবো।তাই সকালে ফুল সংগ্রহ করে সকলে মিলে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন।

ওবায়দুল ইসলাম বলেন-তাদের ইউনিয়নে কিংবা বাড়ির পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে কোন শহীদ মিনার না থাকায় বেকায়দায় পড়তে হয় এই ইউনিয়নের শিক্ষার্থীদের।টিভিতে ও ছবিতে কিংবা বইয়ের পৃষ্ঠায় ছাড়া শহীদ মিনার দেখতে পায়না।প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকলে ভাষা শহীদদের ত্যাগ ও তিতিক্ষা সম্পর্কে জানতে পারতো।পড়ালেখা্ শেষে বাড়িতে অবস্থানকালে দেখি কিছু শিশু পাট খড়ি দিয়ে শহীদ মিনার তৈরী করার চেষ্টা করছে বিষয়টি ভালো লাগায় তিনি সহযোগিতা করেন।



যাদবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবক আক্কাস আলী জানান- তার ছেলে শাকিবুল সারাদিন বাড়িতে ভাত না খেয়ে সারাদিন ছোট্ট বাচ্চাদের নিয়ে শহীদ মিনার তৈরী করছে।সকালে তাদের খালি পায়ে ফুল দেওয়া থেকে বিস্মিত হই।ভাষার জন্য শহীদদের মর্যাদা শিশুদের মনে কতটুকু।অথচ আমরা উচ্চ শিক্ষিতরাই শহীদ মিনারকে অসম্মান করি।

ব্রাকের শিক্ষিকা মৌসুমী আক্তার জানায়-ভাষা শহীদের ব্যাপারে শিক্ষার্থীদের অবগত এবং চারুকারুর জন্য ব্লাক বোর্ডে তাদের শহীদ মিনার আর্ট করা শিক্ষিয়েছেন।কিভাবে ও কেন শহীদদের সম্মান করতে হবে তা শিক্ষার্থীদের অবগত করেন।সকালে শিশুদের তৈরী শহীদ মিনার দেখে তিনি নিজেও আশ্চর্যম হন।

 


  

 মিঠাপুকুরে স্বামীর গোপনঅঙ্গ কেটে স্ত্রী পলাতক



মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামীর গোপনঅঙ্গ কেটে নিয়ে পালিয়েছেন স্ত্রী। আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার দমদমা বাজারের পাশে শিমুল পাড়া গ্রামের ফুলবাবু ওরফে ফুলু মিয়ার ছেলে সোলাইমান মিয়া (২৭) ট্রাক ড্রাইভারের সহকারী হিসেবে দেশের বিভিন্ন এলাকায় যান। একপর্যায়ে মাগুরা জেলার এক নারীর সাথে মুঠোফোনে সম্পর্ক গড়ে উঠে তার। ২ বছর আগে মাগুরা জেলার ওই নারী রাহেনা বেগমের (৩৫) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ৬/৭ মাস আগে সোলাইমান তার স্ত্রীকে গ্রামের বাড়ি মিঠাপুকুরে নিয়ে এসে সংসার করতে থাকেন। সংসার জীবনের একপর্যায়ে রাহেনা বেগমের অভিযোগ উঠে তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। আর সোলাইমান অভিযোগ তোলেন তার থেকে তার স্ত্রীর বয়স বেশী তাকে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করেছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রী রাহেনা বেগম তার স্বামী সোলাইমান মিয়ার বিশেষ অঙ্গ কেটে নিয়ে পালিয়ে যান।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। পলাতক স্ত্রী রেহেনা বেগমকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

মিঠাপুকুরে শিশুকে ঢাল করে অনিভব কায়দায় জমি দখল

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ছোট্ট শিশুকে ঢাল হিসাবে ব্যবহার করে অভিনব কায়দায় আদালতের রায় ও থানার নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যু আশিকুর রহমানের পরিবারের উপর ।এ বিষয়ে সেকেন্দার আলী নামে এক ব্যক্তি মিঠাপুকুর থানায় অভিযোগ দায়ের করেন।

উপজেলার রানীপুকুর ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামে গত ২৩শে ডিসেম্বর সকালে জাহেদার মোড়ে এঘটনা ঘটে। এ সময় আম গাছ কেটে সেই গাছের উপর একটি ছোট্ট শিশুকে বসিয়ে বাকী আম ও ইউক্লিটাস গাছ জোড়পূর্বক কেটে নিয়ে যায় ।এ সময় সেকেন্দার আলীর পরিবার বাধা দিতে আসলে আশিকুরের নির্দেশে ভূমি দস্যুবাহিনী হামলা করলে পালিয়ে যান তারা ।ভূমি দখল করার পরও রাতিমত সেকেন্দার পরিবারকে হুমকি দিয়ে আসছেন ভূমিদস্যু পরিবার।

মিঠাপুকুরে শিশুকে ঢাল করে অনিভব কায়দায় জমি দখল


থানার অভিযোগ সূত্রে জানা যায়-নিজ নামীয় কবলা খরিদকৃত ও পৈত্রিকসূত্রে পাওয়া ভোগ দখলীয় সম্পত্তি দীর্ঘ ৭ বছর ধরে ভোগ দখল করে আসছেন। পৈত্রিক ও ক্রয়সূত্রে জমি জেলা-রংপুর,থানা-মিঠাপুকুর, মৌজাঃ লালচন্দ্রপুর, জেএল নং-০৯,সি.এস খতিয়ান নং-৪৩,এসএ খতিয়ান নং-৪২,আরবিএস খতিয়ান নং-৮৩,সাবেক দাগ নং-১৬০,হাল দাগ নং-৩৫,জমি-১২৩ শতক সম্পত্তি স্থানীয়ভাবে শালিষী বৈঠকে এবং মামলায় আদালতের রায়ে তিনি ভোগ দখল করছেন।উক্ত জমিতে হঠাৎ করে মাসুদুর রহমান @বাবলা,পিতা-মৃত শাহজাহান আলী,সাং-দক্ষিণ গুপ্তপাড়া,থানা-কোতয়ালী,আরপিএমপি,আশিকুর রহমান,পিতা-মৃত লাভলু মিয়া ,আব্দুল খলিল-পিতা-মৃত আঃ আজিজ,উভয় সাং-নাছিরাবাদ,আনোয়ার হোসেন,পিতা-মৃত  শমসের আলী  রাজু মিয়া-পিতা-লুৎফর রহমান, মজনু মিয়া,পিতা-মৃত আকবর আলী,সর্ব সাং-লালচন্দ্রপুর, টন্না মিয়া পিতা-মৃত আকবার আলী সাং-রামজীবন থানা-রংপুর সদর,নুরআলম পিতা-মৃত ফজলুল হক সাং-দৌলত নুরপুর, মিঠু পিতা-মৃত আকমাল সাং-রানীপুকুর জোতপাড়া ,আঃগফুর পিতা-মৃত শফি উদ্দিন সাং-তনকা মামুদপুর সর্ব থানা-মিঠাপুকুর,জেলা-রংপুর জোড়পূর্বক দখল করছে বলে অভিযোগ করেন।একাধিকবার স্থানীয় ভাবে শালিষী বৈঠকে তারা উপস্থিত না হয়ে ২-৩বছর পরপর জমির ফসল নষ্ট করে দখল করেন।

এ বিষয়ে সেকেন্দার আলী জানান-তিনি কয়েক দফায় কয়েকজন ওয়ারিশ এর কাছ থেকে এই জমি ক্রয় করেন।জমি দাতা মতিয়ার নিকট ২৭/০৩/২০১৪খ্রি,দাতা মুনসুর আলী গং ০৫/০২/২০১৪খ্রি.দাতা বাবু মিয়া গং ০৫/০২/২০১৪খ্রি. ও দাতা ইলিয়াছের নিকট থেকে ১৯/০৩/২০১৪খ্রি.তারিখে ক্রয়সুত্রে দলিল করিয়া নেন।অবশিষ্ট দাগের জমি তার পৈত্রিকসূত্রে প্রাপ্ত।বিবাদীদের মামলার রায়ের পরে দলিলদাতাগণ তাকে দলিল করিয়া দিয়েছে।সেই কবলা দলিলমূলে খরিদ করিয়া খারিজ ও খাজনাদি পরিশোধ করিয়া ভোগদখল করতেছেন তিনি।জমি নিয়ে এই রকম ঝামেলা সৃষ্টি করলে উভয় পক্ষকে মিঠাপুকুর থানা থেকে ১৫৪ ধারা জারি করে কিন্তু তারা সে আদেশ অমান্য করে  জোড়পূর্বক জমি দখল করছে।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget