Latest Post

 শ্যামপুরে চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত খন্দকার মিলন স্টাফ রিপোর্টার

 চিনিকল বন্ধের প্রতিবাদে হরতাল ও বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানার শ্রমিক, কর্মচারী ও আখ চাষীরা রংপুরের শ্যামপুর চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছে মিলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষীরা। আজ বুধবার সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর চিনিকল এলাকায় এ হরতাল কর্মসূচি পালিত হয়। আখ চাষী ও চিনিকলে কর্মরত কর্মচারী ও শ্রমিকরা সকাল থেকে চিনিকলের সামনের ফটকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে আখ মাড়াই কার্যক্রম চালুসহ বন্ধ করে দেওয়া ছয়টি চিনিকল খুলে দেওয়ার দাবি জানানো হয়। এ সময় হরতালের প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ রাখেন। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শ্যামপুর চিনিকল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশে আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর জানান, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে চিনিকলগুলোকে বন্ধ করে দেয়ার পাঁয়তারা করা হচ্ছে। শ্যামপুর চিনিকলের সাতশ থেকে আটশ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী, ১২ হাজার আখ চাষীসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় দেড় লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

শ্যামপুরে চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত
 শ্যামপুরে চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত করছেন শ্রমিকরা

শ্যামপুর চিনিকল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন বলেন, ‘১৫ টি চিনিকলের মধ্যে নয়টি চিনিকল চালু করলেও এখনো ছয়টি চিনিকল বন্ধ রয়েছে। এর মধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এই চিনিকল চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি মেনে নিতে হবে।’ দাবি মেনে না নেওয়া হলে রেলপথ, রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকলে আখমাড়াই বন্ধ রেখে ৯ টি চিনিকলে আখ মাড়াই চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

 অসহায়-দুস্থদের মাঝে রংপুর জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ

খন্দকার মিলন,স্টাফ রির্পোটার


রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় -দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


বুধবার বিকালে নগরীর বেতপট্টিতে অবস্থিত জেলা আওয়ামী লীগ এর কার্যলয় প্রাঙ্গনে প্রায় পাঁচ শতাধিত অসহায় -দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ,সাধারন সম্পাদক এ্যাড: রেজাউল করিম রাজু,যুগ্ন সাধারন সম্পাদক মোতাহার হোসেন মওলা,সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম,জসিম বিন জুম্মন,দপ্তর সম্পাদক আমিন সরকার,

প্রচার সম্পাদক লতিফা শওকত,আইন বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান,

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড:আতিকুল ইসলাম কল্লোল,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মনি,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু,উপ-দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু,উপ-প্রচার সম্পাদক মাহমুদ হাসান,জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার প্রমুখ।


এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু বলেন,দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ আজ শীতে কষ্ট পাচ্ছেন, তাদের একটু উষ্ণতার জন্য সরকারের পাশাপাশি সমাজের সকল মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।


অসহায়-দুস্থদের মাঝে রংপুর জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ

 !পীরগঞ্জে অবৈধ ইট ভাটায় অভিযান, এবং ৮ লাখ টাকা জরিমানা!



============================
"রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়  পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমসহ নানা অনিয়ম থাকার দায়ে,বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে আজ,২২ ডিসেম্বর,২০২০ ইং রোজ মঙ্গলবার  ৮ লাখ অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসন, রংপুরের ভ্রাম্যমান্য আদালত।

উক্ত  পীরগঞ্জ উপজেলায়, জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত  পরিচালনা  করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‍্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে। তিনি আরো জানান, নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা, পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে, ৪ টি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়"।।

রংপুরে যুব ফোরামের সাথে লালতীরের মতবিনিময় ও চুক্তিস্থাপন


 

রংপুরে যুব ফোরামের সাথে লালতীরের মতবিনিময় ও চুক্তিস্থাপন
 চুক্তিস্থাপন করছেন রুবেল ইসলাম
রুবেল ইসলাম,রংপুর\
রংপুুরের মিঠাপুকুর উপজেলায় আরডিআরএস বাংলাদেশ এর এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্ট এর সহযোগিতায় তিনটি ইউনিয়নের যুবদের সাথে লাল তীর বীজ বিপননের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রংপুরে যুব ফোরামের সাথে লালতীরের মতবিনিময় ও চুক্তিস্থাপন
রংপুরে যুব ফোরামের সাথে লালতীরের মতবিনিময় ও চুক্তিস্থাপন


সোমবার সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের বউ বাজার লতিবপুর যুব ফোরামরে সামনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লীল তীর সীডের রংপুর বিভাগীয় কর্মকর্তা হোসেন আলী,রংপুর জেলা কর্মকর্তা মেহেদী হাসান ও ইওয়াইডবিøউ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক চন্দ্র সহ অন্যান্যরা। যুব হাব সেন্টার থেকে বীজ বিপনন জন্য রানীপুকুর যুব ফোরাম সভাপতি শাহাজাদা খান,লতিবপুর যুব ফোরাম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও কাফ্রিখাল যুব ফোরাম সভাপতি রুবেল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।




 স্বাধীনতাবিরোধী_অপশক্তিকে_নির্মূলই_বিজয় #দিবসের_প্রত্যয়ঃ #এসপি_বিপ্লব_সরকার 

 

 #স্বাধীনতাবিরোধী_অপশক্তিকে_নির্মূলই_বিজয় #দিবসের_প্রত্যয়ঃ #এসপি_বিপ্লব_সরকার

২০ ডিসেম্বর খ্রিঃ (রবিবার)  পুলিশ অফিস সম্মেলন কক্ষে সকল অফিসার ইনচার্জ গণের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, #জনাব_বিপ্লব_কুমার_সরকার_বিপিএম (#বার) #পিপিএম_পুলিশ_সুপার_রংপুর মহোদয়।

উক্ত মতবিনিময় সভার শুরুতেই পুলিশ সুপার রংপুর মহোদয় বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব তার চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্তিমজ্জায় মিশে আছেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবাদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে #বঙ্গবন্ধুর #জন্মশতবার্ষিকী #মুজিববর্ষ। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। যতদিন এ দেশ থাকবে, এ জাতি থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। বর্তমান পুলিশ বঙ্গবন্ধুর আদর্শের পুলিশ।

এসময় রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক,  #জনাব_বিপ্লব_কুমার_সরকার_বিপিএম (#বার) #পিপিএম_পুলিশ_সুপার_রংপুর মহোদয় বিশেষ মতবিনিময় সভায় সকলকেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাঁকে হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু আজ বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। এখানেই বাংলাদেশের সার্থকতা। তিনি বলেন, ‘আজ অর্থনৈতিক, মানব উন্নয়ন, সামাজিক—সব সূচকে আমরা যা অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা তা ছাড়িয়ে গেছি, এখানেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার সার্থকতা। এই ষড়যন্ত্র রুখতে বাংলাদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই বিজয়ের এই দিনে প্রত্যয় বলে ঘোষণা করেন পুলিশ সুপার রংপুর মহোদয়।

তিনি আরো বলেন দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সমাজে নারী, শিশু ও প্রবীণদের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে জনসম্পৃক্ততার মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠনে আপনাদের অগ্রপথিকের ভূমিকা পালন করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, রংপুর জেলা পুলিশ সার্বিক কল্যাণে নিয়োজিত থাকবেন। মানুষ বিপদের সময় পুলিশের কাছেই সাহায্য চায়। তাই সেবা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশ সদস্যদের জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়ে পুলিশ সুপার মহোদয় বলেন, ‘তার জন্য দরকার চৌকস, পেশাদার, দক্ষ ও জনবান্ধব পুলিশ সার্ভিস। আমরা সেটা গঠন করতে দৃঢ়প্রতিঞ্জা।

বিশেষ মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ গণের উদ্দেশ্য পুলিশ সুপার রংপুর মহোদয় আরো বলেন মূলতবী মামলা সমূহের তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নিষ্পত্তি করার জন্য বিবিধ নির্দেশনা প্রদান করেন, সাধারন মানুষের দোরগোড়ায় আরও বেগবান হয়ে সেবাদান চলমান রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান একই সাথে কোন অফিসারের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পেলে ছাড় দেয়া হবেনা জানান। থানা এলাকায় কোন প্রকার সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি না পায় বা কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড না ঘটে সেদিকে নজরদারী বাড়ানোসহ দৃশ্যমান পুলিশিং এর জন্য সকলকে জোর আহ্বান জানান। উভয় থানা এলাকায় বিট পুলিশিং ব্যবস্থা জোড়দার করার জন্য বিট অফিসারদের প্রতি মনিটরিং বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন।




এ সময় উক্ত মতবিনিময় সভায় আরও  উপস্থিত ছিলেন জনাব মধুসূদন রায়,  অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ)  রংপুর, জনাব মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) রংপুর, জনাব আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল) রংপুর, জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রংপুর,  জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রংপুর, এবং জনাব মোঃ আরমান হোসেন, পিপিএম,  সহকারী পুলিশ সুপার(সি-সার্কেল), রংপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



তথ্যসুত্রঃ জেলা পুলিশ, রংপুর।



Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget